প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jun 2025, 10:30 AM
কাজের জন্য যত টাকা বরাদ্দ দিয়েছে তার যথাযথ প্রয়োগ হতে হবে-হাসনাত আব্দুল্লাহ
মোঃ ফখরুল ইসলাম সাগর
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার সদর অংশে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের অধীনে চলমান ডিভাইডার স্থাপন ও সড়ক প্রশস্তকরণ কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
এসময় হাসনাত আব্দুল্লাহ প্রকল্পের ঠিকাদার আশিকুর রহমান ভূঁইয়া (সবুজ) কে উদ্দেশ্যে বলেন, এই টাকা আমার বাপের টাকা না, আপনার বাপের টাকাও না, জনগণের টাকা আমি কেন লস করব। আমরা যেহেতু কমিশন খাই না, সুতরাং আমরা কারো কাছে ধরা নেই। আমার ঠিকাদার এখানে কাজ করে না, আমার কি কোন ঠিকাদার আছে? আমি এখানে কমিশন খাই না আমি কারো কাছে দায়বদ্ধ না। সুতরাং এই কাজের জন্য যত টাকা বরাদ্দ দিয়েছে তার যথাযথ প্রয়োগ হতে হবে। এই দেবিদ্বারে প্রায় ৪০ টি হাসপাতাল আছে, গড়ে প্রতিদিন ১৫টি ডেলিভারি হয়। এটি গুরুত্বপূর্ণ সড়ক। এই দায়ভার আপনাকে নিতে হবে। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাওয়া আসা করে। দুই কোটি ৪৩ টাকা খরচ হয়েছে আরো ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হতো তবুও এই কাজটা ভালো করতেন । এই কাজে কেন অনিয়ম করলেন ? সাওবের নিয়তেও করলে এমন করতে পারতেন না।
হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, এ কাজটির ব্যাপারে এখানে ঠিকাদার উপস্থিত আছেন তাকে বলা হয়েছে তিনি যেন ইঞ্জিনিয়ার সাথে বসেন, বসে এটা ডিসাইট করবেন। আমার দেবিদ্বারের মানুষের দুর্ভোগ হবে আমি তা হতে দেব না।
বুধবার (২৫ জুন) সন্ধ্যায় নিজ এলাকায় সরেজমিন পরিদর্শনে গিয়ে তিনি নির্মাণকাজে অনিয়ম ও নি¤œমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি নিজ চোখে প্রত্যক্ষ করেন। পরে তিনি এসব অনিয়মের বিরুদ্ধে সরব হন এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।
কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে যানজট দূর করতে সড়কে রোড ডিভাইডার স্থাপনসহ সড়ক বৃদ্ধিকরণ প্রকল্পে সরকারের পক্ষ থেকে দুই কোটি ৪৩ টাকার বরাদ্ধের বন্দবস্ত করেন হাসনাত আবব্দুল্লাহ। ওই কাজের ঠিকাদার প্রতিষ্ঠান ছিল মেসার্স ভূইয়া এন্টার প্রাইজ। কিন্তু ওই প্রতিষ্ঠান এই কাজের নানা অনিয়ম করার অভিযোগ পাওয়ায় হাসনাত আব্দুল্লাহ সরাসরি নিজে এসে হাতেনাতে ধরেন।
কাজের অনিয়ম সম্পর্কে মেসার্স ভূইয়া এন্টার প্রাইজের স¦ত্তাধিকার মো. আশিকুর রহমান ভূঁইয়া (সবুজ) বলেন, আমি যেভাবে ওয়ার্ক অর্ডার পেয়েছি সেভাবে করেছি। এখন মনে হচ্ছে আরও ক্ষতি হয়েছে। এরপরও যেভাবে ভালো হবে ক্ষতিপূরণ দিয়ে হলেও কাজটা শেষ করব।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে কাঁদলেন ইয়াছিন
মাহফুজ নান্টুকুমিল্লা টাউন হলে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদে...
আসুন দলের নির্দেশনা মেনে ঐক্যের রাজনীতি করি-মনিরুল হক চৌধুর...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণতারেক রহমানের হাতে দেশ কখনো পথ হারাবে না। তাঁর বিবিসি বাংলার সাক্ষাৎকার...
আসুন দলের নির্দেশনা মেনে ঐক্যের রাজনীতি করি- মনিরুল হক চৌধু...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণতারেক রহমানের হাতে দেশ কখনো পথ হারাবে না। তাঁর বিবিসি বাংলার সাক্ষাৎকার...
ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে এক হয়ে কাজ করার আহ্বান মন...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণসকল ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বি...
শোকে স্তব্ধ চৌদ্দগ্রামের দুই গ্রামের মানুষ কক্সবাজারে সড়ক দ...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে দাফন সম্পন্ন করা হয়েছে কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহ...
ঘুষ-তদবির ছাড়া কুমিল্লা জেলা প্রশাসনের ৫৭ কর্মচারী বদলি
মাহফুজ নান্টুঘুষ ও তদবিরমুক্ত প্রক্রিয়ায় কুমিল্লা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির ৫৭ জন কর্মচারীর বদলি...