
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jun 2025, 4:06 AM

বাল্যবিবাহ নয়, শিক্ষাই হোক মেয়ের প্রথম অধিকার - ইউএনও ব্রাহ্মণপাড়া

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বাল্যবিবাহ, জন্ম নিবন্ধন এবং ছেলে-মেয়ে সন্তানকে সমানভাবে মূল্যায়নের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে সরাসরি মাঠে নামেন।
বুধবার (১৮ জুন) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের মানরা কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে তিনি ক্লিনিকে আগত সেবাগ্রহীতাদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন।
এ সময় ইউএনও মাহমুদা জাহান বলেন, "আমাদের সমাজে আজও কন্যাসন্তানকে অবহেলা করা হয়, যা একেবারেই অনুচিত। ছেলে ও মেয়ে—উভয়েই সমানভাবে পরিবারের সুখ-দুঃখে অংশীদার এবং সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম। কন্যাসন্তানকে অবহেলা নয়, তাকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। মেয়েদের ছোটবেলায় বিয়ে না দিয়ে তাদের শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। এতে করে শুধু পরিবার নয়, সমাজও উপকৃত হবে।
ইউএনও মাহমুদা জাহান বলেন, জন্মের সঙ্গে সঙ্গেই শিশুর জন্মনিবন্ধন করা খুবই গুরুত্বপূর্ণ। এটি তার নাগরিক অধিকার নিশ্চিত করে এবং ভবিষ্যতের অনেক সরকারি সুবিধা গ্রহণে সহায়ক হয়। তাই কোনো পরিবার যেন এটি অবহেলা না করে।"
তিনি আরও বলেন, "আপনারা নিজের ঘর থেকে এই পরিবর্তনের সূচনা করুন। নিজের সন্তানদের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখুন। একমাত্র সচেতনতাই পারে সমাজকে পরিবর্তন করতে।"
তার এই সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক এবং মানরা কমিউনিটি ক্লিনিকে কর্মরত সেবাদানকারীগণ।
জনগণের মাঝে সচেতনতা তৈরি ও সামাজিক উন্নয়নে প্রশাসনের এমন ইতিবাচক ভূমিকা এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

নবীনগরে বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়া...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের আদালত পুকুরের পূর্ব পাড়ে অবস্থিত বউসাজ বিউ...

শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় কুবি শিক্ষক
ওবায়দুল্লাহ, কুবি প্রতিনিধিবিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর এক তালিকায় ¯’ান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ...

লালমাইয়ে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদকলালমাই উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযো...

‘অর্ন্তর্বতী সরকাররে আমলইে কুমল্লিা বভিাগ প্রতষ্ঠিা সম্ভব’
“কুমল্লিা নামইে বভিাগ—দাবি নয়, এটি অধকিার” এই স্লোগানকে সামনে রখেে ঢাকায় জাতীয় প্রসেক্লাবে আয়োজতি এক...

বাঞ্ছারামপুরে একদিনে ৭২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ফয়সল আহমেদ খানবাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা জরিমানাসহ আবাসিক ও বানিজ্যকি মিলিয়প...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক, প্লেন থেকে নে...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিদেশি নাগরিকদের মধ্যে। বিশেষ করে ভারতীয় স...
