
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 May 2025, 1:21 AM

কুমিল্লায় ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৮টায়

অশোক বড়ুয়া
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন শনিবার মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। কুমিল্লায় পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৮টায় কেন্দ্রীয় নগর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মাওলানা মোঃ ইব্রাহিম। ঈদের দিনে প্রাকৃতিক ঝড়-বৃষ্টি হলে স্টেডিয়ামের জিমনেসিয়ামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হবে।
পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের উপদেষ্টা কমিটির সভায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল, সিটি কর্পোরেশনের সচিব মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী মোঃ আবু সায়েম ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী মোঃ মাইনুদ্দিন, বিসিকের ডিজিএম মোঃ আব্দুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আশেকুর রহমান, কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মাওলানা মোঃ ইব্রাহিম এবং জেলা ইমাম সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান, আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খান।
সিটি কর্পোরেশনের সচিব মোঃ মামুন জানান, ঈদের দিন বেলা ২টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত অর্থাৎ ১৮ ঘণ্টার মধ্যে ওয়ার্ড ও এলাকা ভিত্তিক কোরবানির পশুর বর্জ্য পরিষ্কারের কার্যক্রম সম্পন্ন করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে কোরবানি দাতাসহ সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় বিসিক ডিজিএম জানান, সরকারি নিয়ম মোতাবেক কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণে লবণ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। মাদ্রাসাগুলোতে চামড়া সংরক্ষণের জন্যও লবণ সরবরাহ করা হবে।
সভায় সভাপতিত্বকারী জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী কোরবানির পশু জবাইয়ের পর অন্তত দশ দিন পর্যন্ত চামড়া যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এই সময়ের মধ্যে কুমিল্লার বাইরে যেমন ঢাকা বা চট্টগ্রামে চামড়া নিয়ে যাওয়া যাবে না। এ বিষয়ে আইন-শৃংখলা বাহিনীসহ সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ঈদের দিন এবং পরে কোরবানির চামড়া নিয়ে যেন কোনো বিশৃংখলা না ঘটে, সে জন্য সকলকে সচেতন থাকতে হবে। চামড়ার সুষ্ঠু কেনাবেচা এবং সংরক্ষণের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

নবীনগরে বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়া...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের আদালত পুকুরের পূর্ব পাড়ে অবস্থিত বউসাজ বিউ...

শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় কুবি শিক্ষক
ওবায়দুল্লাহ, কুবি প্রতিনিধিবিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর এক তালিকায় ¯’ান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ...

লালমাইয়ে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদকলালমাই উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযো...

‘অর্ন্তর্বতী সরকাররে আমলইে কুমল্লিা বভিাগ প্রতষ্ঠিা সম্ভব’
“কুমল্লিা নামইে বভিাগ—দাবি নয়, এটি অধকিার” এই স্লোগানকে সামনে রখেে ঢাকায় জাতীয় প্রসেক্লাবে আয়োজতি এক...

বাঞ্ছারামপুরে একদিনে ৭২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ফয়সল আহমেদ খানবাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা জরিমানাসহ আবাসিক ও বানিজ্যকি মিলিয়প...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক, প্লেন থেকে নে...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিদেশি নাগরিকদের মধ্যে। বিশেষ করে ভারতীয় স...
