
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jun 2025, 12:55 AM

লালমাইয়ে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক সেমিনার

কাজী ইয়াকুব আলী নিমেল
আবাসিক মাদরাসার কিশোরী শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে ও তাৎক্ষণিক ফ্রি চিকিৎসা সেবা দিতে কুমিল্লার লালমাইয়ে সেমিনারের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার (১৭ জুন) সকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুরস্থ আল ইসরা মাদরাসার (বালিকা শাখা) হল রুমে এই আয়োজন করা হয়।
বসুন্ধরা শুভসংঘ, লালমাই উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মুন্নার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা। সেমিনারে কিশোরী শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন লালমাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: তানজিনা জেরিন।
সংগঠনটির লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেলের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন দৈনিক কালেরকন্ঠের লালমাই-সদর দক্ষিণ উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, আল ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুজাহির, উপ-সহকারি মেডিক্যাল অফিসার ফৌজিয়া আফরিন, লালমাই রিপোর্টারস ইউনিটির সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার, আল ইসরা মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ ইসমাইল হোসেন শামীম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আল ইসরা বালিকা মাদরাসার শিক্ষার্থী মোসা: জান্নাত আরা।
সেমিনারে ৩ (তিন) শতাধিক কিশোরী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে অতিথিরা ৫০ জন কিশোরীর মাঝে স্বাস্থ্য বিষয়ক বিশেষ উপহার বিতরণ করেন। সেমিনার শেষে মেডিক্যাল অফিসার কয়েকজন কিশোরীকে প্রজনন স্বাস্থ্য বিষয়ে ফ্রি চিকিৎসা সেবা দেন।
আল ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির বলেন, আমাদের মাদরাসার আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বাস্থ্য সেবা সেমিনারের আয়োজন করায় বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ। আমরা বিশ্বাস করি, আজকের সেমিনারের প্রধান অতিথির বক্তব্য ও মেডিক্যাল অফিসারের স্বাস্থ্য নির্দেশনা শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করবে।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, আজকের কিশোরী শিক্ষার্থীই প্রাপ্ত বয়স্ক হলে মা হবেন। তাই কিশোরী বয়সেই তাদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে হবে। চিকিৎসার আওতায় আনতে হবে। যেহেতু মাদরাসার মেয়েরা পর্দা করে, সেহেতু ঘরোয়া পরিবেশেই তাদের জন্য সেমিনারটির আয়োজন করা হয়েছে। নারী শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রম এই আয়োজন করায় বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাচ্ছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

নবীনগরে বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়া...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের আদালত পুকুরের পূর্ব পাড়ে অবস্থিত বউসাজ বিউ...

শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় কুবি শিক্ষক
ওবায়দুল্লাহ, কুবি প্রতিনিধিবিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর এক তালিকায় ¯’ান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ...

লালমাইয়ে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদকলালমাই উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযো...

‘অর্ন্তর্বতী সরকাররে আমলইে কুমল্লিা বভিাগ প্রতষ্ঠিা সম্ভব’
“কুমল্লিা নামইে বভিাগ—দাবি নয়, এটি অধকিার” এই স্লোগানকে সামনে রখেে ঢাকায় জাতীয় প্রসেক্লাবে আয়োজতি এক...

বাঞ্ছারামপুরে একদিনে ৭২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ফয়সল আহমেদ খানবাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা জরিমানাসহ আবাসিক ও বানিজ্যকি মিলিয়প...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক, প্লেন থেকে নে...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিদেশি নাগরিকদের মধ্যে। বিশেষ করে ভারতীয় স...
