
প্রতিবেদক: Alak Hossain | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 May 2025, 11:40 PM

রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা লালমাই’র ২১তম অভিষেক "উদ্দীপন" অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা লালমাই’র ২১তম অভিষেক "উদ্দীপন" গত ২৩ মে শুক্রবার সন্ধ্যায় নগরীর টমছমব্রীজ গ্র্যান্ড ক্যাসেল হোটেল এন্ড রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি মেডিকেল কলেজের চেয়ারম্যান রোটাঃ পি পি রইস আবদুর রব, বিশেষ অতিথি ছিলেন রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাই এর সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ নিজাম উদ্দিন কায়সার, (পরিচালক-ট্রাক লাগবে), রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাই এর সভাপতি রোটাঃ মাজহারুল হক মিয়াজী ও আর সি সি রোটাঃ পি পি শেখ সোহরাব উদ্দিন রাজিদ।
বক্তব্য রাখেন রোটাঃ পি পি লুৎফুল বারী চৌধুরী, রোটাঃ পি পি জাহাঙ্গীর আলম (পি এইস এফ, এম সি), রোটাঃ এ ডি এম এনামুল হক জুয়েল (ইলেক্ট সভাপতি), রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা লালমাই এর পি পি রোটাঃ সুলতানুল আরিফিন টারজান, সাবেক পিডিআর রোটা: নাফিজুল আলম বাধন।
অভিষেক উদ্দীপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোটাঃ পি পি মোহাম্মদ শাহজাহান, রোটাঃ আমানত উল্লাহ, রোটাঃ শাহাদাত হোসেন খন্দকার, রোটাঃ গোলাম মহিউদ্দিন খোকা, রোটাঃ ইকবাল বাহার, রোটাঃ এ্যাডঃ ইলিয়াস মিন্টু, রোটাঃ তোফাজ্জল হোসেন, রোটাঃ ফারুকুল ইসলাম, রোটাঃ জামাল হোসেন, রোটাঃ ক্যাপ্টেন (অব) ডাঃ জহির হোসেন, রোটাঃ মোঃ শাহজাহান, রোটাঃ আনোয়ার হোসেন, রোটাঃ রকিব উদ্দিন, রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাই এর প্রস্তাবিত সদস্য জহির আলম।
রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা লালমাই এর চাটার্ড প্রেসিডেন্ট রোটাঃ আহম্মদ উল্লাহ আসাদি, পি পি রোটাঃ আব্দুল্লাহীল বাকী, পি পি সৌরভ সরকার, পি পি সুমন চন্দ্র সরকার পুলক, পি পি মাইনুদ্দিন খন্দকার, পি পি মাসুম বিল্লাহ, পি পি সৈয়দ সাইদুল হক, পি পি জাকির হোসেন।
প্রোগ্রাম চেয়ারম্যান রোঃ তাসলিমা লিপির সঞ্চালনায় বিদায়ী সভাপতি রোঃ মাহমুদুল হক রিমন রোটা বর্ষ ২০২৩- ২৪ এর এ্যাওয়ার্ড প্রদান করে বর্তমান সভাপতি রোঃ রাইসুল ইসলাম সোহাগ কে কলার হস্তান্তর করেন।
রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাই এর প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ এ ডি এম এনামুল হক জুয়েল ও আর সি সি রোটাঃ পি পি শেখ সোহরাব উদ্দিন রাজিদ ২০২৫-২৬ রোটা বর্ষের কমিটি ঘোষণা করেন- প্রেসিডেন্ট রোঃ তাসলিমা আক্তার লিপি, সেক্রেটারি রোঃ ফাইরুজ আহমেদ ও ট্রেজারার রো: আলী ইমরান আলভী। সহ সভাপতি রো. রিদয়, সহ সভাপতি রো. লিমা, জয়েন্ট সেক্রেটারী রো. বৃষ্টি, জয়েন্ট সেক্রেটারী রো. সুমি, ক্লাব সার্ভিস রো. ইমরান।
অভিষেক অনুষ্ঠানে রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা লালমাই এর ক্লাব মেম্বার, তাদের পরিবার এবং অন্যান্য ক্লাব থেকে আগত রোটার্যাক্ট ক্লাব অব সানরাইজ এর সভাপতি ও তার টিম, রোটার্যাক্ট ক্লাব অব গোমতির সভাপতি ও তার টিম, রোটার্যাক্ট ক্লাব অব ময়নামতি এর সভাপতি ও তার টিম এবং রোটার্যাক্ট ক্লাব অব সাউথ এর সভাপতি ও তার টিম সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
অভিষেক অনুষ্ঠানের শেষে বোর্ড অব থ্যাংকস প্রদান করেন পিপি মাসুম বিল্লাহ। সবশেষে হোটেলে বসে খাবার গ্রহণ শেষে এবং উপস্থিত সকলকে গাছ সহ টব উপহার দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

তিতাসে নিহত শীর্ষসন্ত্রাসী মামুনের দুই সহযোগী ইয়াবাসহ আটক
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসের শোলাকান্দি গ্রামের নিহত শীর্ষসন্ত্রাসী মামুনের দুই সহযোগীকে আটক...

মুরাদনগরে অনুমতি ছাড়া এলপিজি গ্যাস বিক্রির অপরাধে ২ লাখ টাক...
বেলাল উদ্দিন আহাম্মদকুমিল্লার মুরাদনগর উপজেলায় বিনা অনুমতিতে এলপিজি গ্যাস সিলিন্ডারে ভর্তি করে বাজার...

জুলাই আন্দোলনে আহত দেবিদ্বারের আবু বকর এক বছরেও স্বাভাবিক জী...
মোঃ ফখরুল ইসলাম সাগরকুমিল্লার দেবিদ্বারে ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র হামলার শিকার হয়ে এক বছর ধরে বাক...

কুমিল্লায় নির্বাচন কার্যালয়ের সামনে বিএনপির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা -১০ সংসদীয় আসন ভেঙ্গে ত্রিখন্ডিত করে আসন পুনর্বিন্যাসের প্রতিব...

বাঞ্ছারামপুরের সেই কোটিপতি কাজীর বিরুদ্ধে এবার নারী কেলেংকার...
ফয়সল আহমেদ খানব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের কাজী হেলাল উদ্দিন...

বরুড়ায় কৃতি শিক্ষার্থীদের ফলজ গাছের চারা বিতরণ
মোঃ জাহাঙ্গীর আলম"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলাপ...
