
প্রতিবেদক: Md. Alak Hossain | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jun 2025, 6:17 AM

বাইউস্টে পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশন অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এ অনুষ্ঠিত হলো পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশন-২০২৫। সোমবার (২৩ জুন, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের প্লাজা এরিয়ায় এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগ হতে নির্বাচিত ২০টি গবেষণা পোস্টার নিয়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার প্রথম পর্ব শুরু হয় সকাল ১০টায়, যেখানে বিচারকমণ্ডলী বেলা ১২টা পর্যন্ত প্রতিটি পোস্টার ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন ও মূল্যায়ন করেন। শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন এবং উত্তরদানের দক্ষতায় বিচারকেরা মুগ্ধ হন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
দ্বিতীয় পর্ব শুরু হয় দুপুর ২টায়, যেখানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি বিশেষ অতিথিদের নিয়ে প্রতিযোগীদের উপস্থাপনাগুলো ঘুরে ঘুরে দেখেন এবং গবেষকদের সঙ্গে মতবিনিময় করেন। এতে শিক্ষার্থীরা তাদের গবেষণার পেছনের অনুপ্রেরণা ও ফলাফল নিয়ে সরাসরি আলোচনা করার সুযোগ পান।
পরবর্তীতে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিটি বিভাগের বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন উপাচার্য মহোদয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি অংশগ্রহণকারীদের গবেষণায় আগ্রহ এবং দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “বাইউস্টের শিক্ষার্থীরা কেবল একাডেমিক নয়, গবেষণাতেও প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা প্রমাণ করছে। ভবিষ্যতে তোমাদের এই গবেষণা দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সম্মানিত করবে- এই প্রত্যাশাই করি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.) এবং পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.)। তারা প্রতিযোগিতার সার্বিক আয়োজন ও শিক্ষার্থীদের অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, এই প্রতিযোগিতা প্রতিবছর অনুষ্ঠিত হবে এবং এটি শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ জাগাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

বাঞ্ছারামপুরে ২ সন্তানের জননী গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযো...
বাঞ্ছারামপুর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের কানাইনগরে রিপন মিয়ার...

আলমগীর হোসেন চান্দলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক...
আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ চান্দলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিস...

বুড়িচংয়ে ডাক্তার মীর হোসেনের মায়ের ইন্তেকাল
বুড়িচং প্রতিনিধিকুমিল্লার বুড়িচং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য ও...

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার আসামি ছাত্রলীগ নেতা আটক
নিজস্ব প্রতিনিধি,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দি উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী আ...

দাউদকান্দিতে নদী পুনরুদ্ধার বর্জ্যঅপসারণ ও ব্যবস্থাপনা শীর্...
নিজস্ব প্রতিনিধি,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শি...

বাঞ্ছারামপুরে শত বছরের পুরনো কবুতরের হাটে বিক্রি হয় লাখ টাক...
ফয়সল আহমেদ খানরোববার আসলেই হাট বসে। সে-ই শত বর্ষ আগে থেকে। এদত অঞ্চলের মানুষ হাটটিকে ঘিরে ব্যবসায়িক...
