
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jun 2025, 6:53 AM

বুড়িচংয়ে সামাজিক বনায়নে গাছ কেটে নিচ্ছে দুষ্কৃতকারী

আলমগীর হোসেন
কুমিল্লার বুড়িচং উপজলার বাকশীমুল ইউনিয়নের বাংলাদেশ ভারত সীমানা ঘেঁষে কালিকৃষ্ণনগর দুধ পুষ্কুরনী সামাজিক বনায়নটি অবস্থিত। ৪৮৭ একর ভূমিতে বিভিন্ন প্রকার একাশী ও আকাশমনি গাছ বেষ্টিত বনায়নটি সৃজন করা হয়েছে । সারি সারি গাছপালা পাহাড়ি গুল্ম উচু টিলার লাল মাটি বেষ্টিত সবুজ বৃক্ষরাজিতে মায়াবী সুন্দর ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের হাত ছানি দিয়ে যাচ্ছেন এ বনায়নটি । প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি হিসেবে সুবিধা ভোগীদের আয়ের পাশাপাশি বনায়নে স্থায়ী পর্যটন কেন্দ্র স্থাপন করা নিয়ে ও ভাবছে একটি মহল।এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত উচু টিলায় অহরহ বিভিন্ন পিকনিক স্পট হিসেবে ব্যবহৃত হচ্ছে।
নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত সামাজিক কালিকৃষ্ণনগর সামাজিক এ বনায়নে সরকারী ভাবে মাত্র ২ জন পাহারাদার নিযুক্ত রয়েছে। তাদের পক্ষে এত বড় বিশাল এ বনায়নের হাজার হাজার গাছ, গুল্ম ও টিলার সঠিক রক্ষনাবেক্ষণ করা কষ্টকর।
পাহারাদারদের অগোচরে দিনের বেলায় লারকি তথা জ্বালানী হিসেবে গাছের বিভিন্ন ডালপালা গাছ গাছালি এবং রাতের বেলায় বিভিন্ন প্রকার একাশি ও অন্যান্য গাছগুলো কেটে নিচ্ছে দুষ্কৃতকারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কালীকৃষ্ণনগর বনায়ন সাব বিটের জৈনিক সুবিধাভোগী বলেন- উক্ত সাব ভিটে রোপনকৃত কাজগুলো বেশিরভাগই কাটার উপযোগী তথা পরিপক্ক হয়ে উঠেছে।দ্রুতগতিতে ব্ন কর্তন করা হলে সরকারি রাজস্ব সুরক্ষার পাশাপাশি উপকারভোগীরা কোটি টাকার ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবল ঝড় ও অন্যান্য কারণে ভেঙে পড়া গাছগুলির যথাযথ ব্যবস্থা গ্রহনপূর্বক নতুন গাছ সৃজন করা অতীব জরুরী হয়ে পড়েছে। তাই বিশাল এ বনায়নের সুরক্ষাকল্পে সরকারিভাবে প্রয়োজনীয় লোকবল নিয়োগ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে । সরকারিভাবে লোকবল নিয়োগ করতে সম্ভব না হলে স্থানীয় যে সমস্ত উপকারভোগী রয়েছে তাদের নিজস্ব উদ্যোগে হলে ও জোরালোভাবে পাহারার ব্যবস্থা করা দরকার মনে করছে উপকারভোগী ও এলাকার জনগন।
দিনের বেলা লারকি ও রাতের বেলা গাছ চুরি করে নিয়ে যাচ্ছে এ বিষয়ে বুড়িচং উপজেলা ফরেস্টার মোঃ মাহবুবুর রহমানের সাথে মুঠো ফোনে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন-আমি ঘটনাটি সত্য কিনা আগে বুঝতে হবে। উপকারভোগীরা আগে আমার সাথে আলাপ করা দরকার ছিল। রাতেও দিনে গাছ গাছালি কেটে নিয়ে যাবে এমনটা হওয়ার কথা না। বনায়নের উপকারভোগী নাম প্রকাশে অনিচ্ছুক অপর একজনের সাথে আলাপকালে তিনি বলেন-এর সাথে ফরেস্ট বিট অফিসার সাহেবের আঁতাত রয়েছে। এছাড়া, বনায়নের যে দুইজন পাহারাদার রয়েছে তারা বনের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথায় আসতে অনেক সময় লেগে যায়। এছাড়া, রাতের বেলায় নিরাপত্তার বিষয় ও রয়েছে। তাই বনায়নের সঠিকভাবে দেখাশুনা করা সম্ভব হচ্ছে না।
এছাড়া, নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা জরুরি। একটি চক্র চুরি করে বনায়নের অনেক ক্ষতি সাধন করছে। এ ব্যাপারে বিট অফিসার মো. সাইফুল ইসলাম এর (+৮৮০ ১৭১৪-২১২৯২৬) মোবাইল নাম্বারে গতকাল ২২ জুন কল দিয়ে তাকে পাওয়া যায়নি বিধায় বক্তব্য নেয়া সম্ভব হয় নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

চৌদ্দগ্রামে নাশকতা পরিকল্পনার অভিযোগে সাবেক চেয়ারম্যানসহ ২...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক র...

চৌদ্দগ্রামে বিদেশি মদ ও ওয়াকিটকি সহ ছাত্রলীগ নেতা রাকিব আ...
চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশি মদ, ওয়াকিটকি ও স্টীলের বিশেষায়িত লাঠি সহ মো: রাকিব...

দুর্গদুা পূজাকে ঘিরে কুমিল্লা জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা...
নিজস্ব প্রতিবেদকউৎসাহ উদ্দীপনার মধ্য দযি়ে উদযাপতি হবে সনাতন র্ধমাবলম্বীদরে সবচয়েে বড় র্ধমীয় উ...

দেবিদ্বার পৌরসভার মেয়র শামিম ফের গ্রেফতার
মোঃ আক্তার হোসেন কুমিল্লার দেবিদ্বার পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম শামিমকে আবারও গ্রেপ্তার কর...

চান্দিনায় যুবদল নেতার নিয়ন্ত্রণে থাকা কৃষিজমি ও খাল গিলে খা...
সোহেল রানাকুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ও বাতাঘাসী ইউনিয়ন জুড়ে যুবদল নেতার নিয়ন্ত্রণে চলছে ফসল...

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ তলিয়ে যাবে-ড. রেদোয়ান
চান্দিনা প্রতিনিধিলিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন-...
