প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jun 2025, 1:12 AM
লাকসামে বিএনপি'র সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের উচ্ছাস-উদ্দীপণা
আবুল কালাম আজাদ
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশের কেন্দ্রীয় থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দল গোছাচ্ছে বিএনপি। এরই অংশ হিসেবে লাকসাম উপজেলার ১০টি সাংগঠনিক ইউনিয়নের সকল ওয়ার্ডে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠনের পর এখন অনুষ্ঠিত হবে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন।এ লক্ষ্যে দলটির লাকসাম উপজেলা কার্যালয়ে গত কয়েক দিন থেকে চলছিলো ১০টি সাংগঠনিক ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ফরম বিক্রয়।এতে ১০টি সাংগঠনিক ইউনিয়নে ২০টি পদের জন্য ফরম বিক্রি হয়েছে ৭৮টি।এরমধ্যে ২টি ইউনিয়নের ৩টি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আলম। এতে লাকসামের সকল সাংগঠনিক ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে গনতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য ও কর্মীবান্ধব নেতৃত্ব খুজঁছে দলটি বলেও তিনি জানান।
লাকসাম উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, আগামী কিছুদিনের মধ্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন পবিত্র হজ্জ পালন শেষে দেশে ফিরলেই অনুষ্ঠিত হবে লাকসাম উপজেলা বিএনপির ১০টি সাংগঠনিক ইউনিয়নের সম্মেলন। এবারের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে উপজেলার প্রতিটি ইউনিয়নের ৪৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে সভাপতি পদে কাজী আবদুর রশিদ, লাকসাম পূর্ব ইউনিয়ন সভাপতি পদে ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক পদে মাস্টার আবু ইউসুফ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
১০টি সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সম্মেলন সফল করতে ৬সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে বিএনপির সাংগঠনিক অভিভাবক ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মো.আবুল কালাম। গঠিত কমিটিতে রয়েছেন লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, যুগ্ম আহবায়ক যথাক্রমে মো.শাহ আলম,ইব্রাহিম খলিল, আলহাজ্ব নুর হোসেন, মোশারফ হোসেন মুশু ও নুরুন্নবী মজুমদার।
উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সম্মেলনকে ঘিরে উপজেলার সকল ইউনিয়নগুলোতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণের সঞ্চার ফিরে এসেছে। ফলে উচ্ছ্বসিত হয়ে নেতাকর্মীরা মাঠে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।
জানা যায়, দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে লাকসাম উপজেলা বিএনপির ১০টি সাংগঠনিক ইউনিয়নে সম্মেলন। সম্মেলন পরবর্তী একই সঙ্গে কাউন্সিলও অনুষ্ঠিত হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ভোটার সচেতনতায় জেলা তথ্য অফিসের ‘ট্রাক সঙ্গী...
নিজস্ব প্রতিবেদকআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে...
দেশে না থেকেও আসামী হলেন ইংল্যান্ড প্রবাসী
নাজমুল করিম ফারুক, তিতাস কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি ও স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের মধ...
সৎ ও আল্লাহভীরু নেতৃত্ব ছাড়া ন্যায়ভিত্তিক বাংলাদেশ সম্ভব ন...
কাজী খোরশেদ আলমআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ...
নাঙ্গলকোটে পুকুর থেকে ৪ দিন পর অটোরিক্সা চালকের লাশ উদ্ধার
নাঙ্গলকোট প্রতিনিধিকুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় গ্রামের পূর্বপাড়ায় রাস্তার পাশে একটি পুকুর থেকে বৃহ...
নেতা নয় জনতার সাথে পরামর্শ করেই চলবে মুরাদনগর-কায়কোবাদ
মহিউদ্দিন আকাশনেতাদের কথায় নয় এ মুরাদনগরের জনগণের সাথে পরামর্শ করেই মুরাদনগর পরিচালনা করা হবে। এখানে...
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কুমিল্লা ও চাঁদপুর...
মাহফুজ নান্টুআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন ক...