
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jun 2025, 1:09 AM

৮ বছর পর নতুন ভবনে শুরু হল লালমাই উপজেলার কার্যক্রম

মাসুদ রানা, কুমিল্লা।
২০১৭ সালে কুমিল্লার ১৭তম উপজেলা হিসেবে ঘোষিত হয় লালমাই উপজেলার নাম। উপজেলা প্রতিষ্ঠার পরে থেকে দীর্ঘ ৮ বছরেও স্থায়ী ভবনে কার্যক্রম পরিচালনা করতে পারেনি কোন দপ্তর। নতুন জায়গায় উপজেলা ভবনের কার্যক্রম ২০২১ সালে শেষ করার কথা থাকলেও সময় মতো শেষ করতে পারেনি সংশ্লিষ্ট কতৃপক্ষ, সোমবার (১৬ জুন) স্থায়ী ভবনে প্রথমদিন অফিস করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা, সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার।
সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে উপজেলাবাসির প্রাণের দাবি ছিল নতুন উপজেলা ভবনে উপজেলার কার্যক্রম চালু করা। যার জন্য সর্বসাধারন মিলে প্রতিষ্ঠা করেছে লালমাই উপজেলা কার্যক্রম বাস্তবায়ন পরিষদ আর তারই সাফল্য দেখে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছবি পোষ্ট করে উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছেন অনেকেই। কেউ কেউ লিখেছেন আমরা বুঝি আপন ঠিকানা পেলাম! আনন্দে কেউবা আবার স্থানীয় বাগমারা বাজারে মিষ্টিও বিতরন করেছেন।
এই বিষয়ে লালমাই উপজেলা কার্যক্রম বাস্তবায়ন পরিষদের আহবায়ক শামীম মজুমদার বলেন, লালমাই উপজেলা আমাদের সকলের প্রাণের স্পন্দন। যে যাই বলুক উপজেলা প্রসঙ্গে আমরা সবাই একসাথে রয়েছি। সর্বসাধারনকে একসাথে নিয়ে আমরণ একসাথেই থাকবো।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমাই উপজেলার আহবায়ক নোমান হোসেন বলেন, আমরা সবাই চেয়েছি স্থায়ী ভবনে লালমাই উপজেলার কার্যক্রম শুরু হউক, আলহামদুলিল্লাহ কার্যক্রম শুরু হওয়াতে আমরা খুশি। যে কোন প্রয়োজনে আমরা পাশে রয়েছি।
এছাড়াও, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বলেন, ভাড়া জায়গা থেকে নিজেদের সরকারি ভবনে উপজেলার সকল দপ্তরের কার্যক্রম দ্রুত শুরু করলেই স্বস্তিপাবে সেবা নিতে আসা সাধারন জনগন।
প্রথম দিন অফিস শেষে লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা বলেন, ২০১৭ সালে প্রতিষ্ঠিত লালমাই উপজেলায় দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদের নিজস্ব ভবন না থাকায় সরকারি সেবা প্রদানে। বিঘ্নিত হচ্ছিল। গত ২৯ মে কুমিল্লার ডিসি স্যার মোঃ আমিরুল কায়ছার স্যারের পরিদর্শনে আসলে সংশ্লিষ্ট সকলকে ভবন নির্মাণকাজ শেষ করার তাগিদ দেন। তারই পরিপ্রেক্ষিতে ভবনটির কাজ প্রায় সমাপ্তির পথে। তাই সোমবার থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় নতুন স্থানান্তরিত হয়েছে। পর্যায়ক্রমে উপজেলা পরিষদের হস্তান্তরিত ১৭টি দপ্তরও নতুন ভবনে স্থানান্তরিত হবে। এতে লালমাইবাসী এক ছাদের নিচে সকল সেবা একসাথে পেলে সেবাপ্রত্যাশীদের হয়রানি কমবে এবং উপজেলার উন্নয়নের দ্বারও খুলে যাবে বলে আশা করছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

নবীনগরে বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়া...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের আদালত পুকুরের পূর্ব পাড়ে অবস্থিত বউসাজ বিউ...

শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় কুবি শিক্ষক
ওবায়দুল্লাহ, কুবি প্রতিনিধিবিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর এক তালিকায় ¯’ান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ...

লালমাইয়ে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদকলালমাই উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযো...

‘অর্ন্তর্বতী সরকাররে আমলইে কুমল্লিা বভিাগ প্রতষ্ঠিা সম্ভব’
“কুমল্লিা নামইে বভিাগ—দাবি নয়, এটি অধকিার” এই স্লোগানকে সামনে রখেে ঢাকায় জাতীয় প্রসেক্লাবে আয়োজতি এক...

বাঞ্ছারামপুরে একদিনে ৭২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ফয়সল আহমেদ খানবাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা জরিমানাসহ আবাসিক ও বানিজ্যকি মিলিয়প...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক, প্লেন থেকে নে...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিদেশি নাগরিকদের মধ্যে। বিশেষ করে ভারতীয় স...
