
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jun 2025, 7:43 AM

মবোক্রেসির মাধ্যমে কোন অপ্রীতিকর ঘটনা হতে দেয়া যাবে না- চান্দিনায় ড. রেদোয়ান

সোহেল রানা
সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন- ‘ মবোক্রেসির মাধ্যমে বাংলাদেশের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা হতে দেয়া যাবে না। দেশের বিভিন্ন স্থানে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে মব সৃষ্টির মাধ্যমে শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তা সহ নানান শ্রেণি পেশার মানুষকে মারধর ও হেনস্তা করা হচ্ছে, পাশাপাশি বাড়ি-ঘর ভাঙচুর করা হচ্ছে। এভাবে আইন নিজের হাতে তুলে নেয়া ঠিক নয়। সেনা প্রধান মবোক্রেসি বন্ধে কঠোর অবস্থান নিয়েছেন।’
কোথাও মবোক্রেসি তৈরী হলে স্থানীয় সেনা ক্যাম্পের সহযোগিতা নিয়ে এগুলো বন্ধ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। সোমবার (২৩ জুন) দুপুরে কুমিল্লার চান্দিনা মহিলা কলেজ এর ২০২৫ইং সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
এলডিপি’র এই মহাসচিব তিনি আরও বলেন- ‘যদি কেউ অন্যায় করে থাকে স্বৈরাচারের দোসর হিসেবে, যদি তাদের কোন কর্মকান্ড আইনের পরিপন্থী হয়, অতিরিক্ত অত্যাচার, অবিচারের সাথে কারো কোন সম্পৃক্ততা থেকে থাকে- আইনী ব্যবস্থায় তাদের বিচার হবে। কিন্তু সবাই এক সাথে দল বেঁধে কাউকে মারধর করবে বা হত্যা করবে এটা কোন দেশের আইন নয়।’
প্রধান অতিথি আরও বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ করেছি। সে সময় আমাদের বিরুদ্ধে যারা অস্ত্রহাতে লড়াই করেছে আমরা তাদের বাড়ি-ঘর ভাঙিনি, তাদের উপর হাত তুলিনি। তাদের বিরুদ্ধে মব সৃষ্টি করে আমরা অত্যাচার চলাইনি। একটি স্বাধীন দেশে একটি স্বার্থান্বেষী মহল এভাবে মব সৃষ্টি করে সমাজে বিশৃঙ্খলা তৈরী করতে না পারে তোমরা ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা এবিষয়ে সতর্ক থাকবেন।’
অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মামুন পারভেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তৃতা করেন- কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি বিশিষ্ট ব্যাংকার আবদুছ ছালাম, শহীদ জিয়াউর রহমান কলেজ অধ্যক্ষ আবু তাহের, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেম, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূঁইয়া।
অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়া’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কলেজ উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান, অধ্যাপক শ্রীধর বণিক, এইচএসসি পরীক্ষার্থী সুরাইয়া আক্তার, একাদশ শ্রেণির ছাত্রী সৌদিয়া পারভিন, মানপত্র পাঠ করেন একাদশ শ্রেণির ছাত্রী লামিয়া জেরিন অন্তরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

নবীনগরে বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়া...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের আদালত পুকুরের পূর্ব পাড়ে অবস্থিত বউসাজ বিউ...

শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় কুবি শিক্ষক
ওবায়দুল্লাহ, কুবি প্রতিনিধিবিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর এক তালিকায় ¯’ান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ...

লালমাইয়ে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদকলালমাই উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযো...

‘অর্ন্তর্বতী সরকাররে আমলইে কুমল্লিা বভিাগ প্রতষ্ঠিা সম্ভব’
“কুমল্লিা নামইে বভিাগ—দাবি নয়, এটি অধকিার” এই স্লোগানকে সামনে রখেে ঢাকায় জাতীয় প্রসেক্লাবে আয়োজতি এক...

বাঞ্ছারামপুরে একদিনে ৭২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ফয়সল আহমেদ খানবাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা জরিমানাসহ আবাসিক ও বানিজ্যকি মিলিয়প...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক, প্লেন থেকে নে...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিদেশি নাগরিকদের মধ্যে। বিশেষ করে ভারতীয় স...
