
প্রতিবেদক: Md. Alak Hossain | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jun 2025, 9:28 AM

লাকসামে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও বৃক্ষমেলা উদ্বোধন

লাকসাম প্রতিনিধি
কুমিল্লার লাকসামে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়৷
মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টায় লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা জি এম মো. কবির। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল-আমিন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুর আলম মজুমদার, লাকসাম প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, ছাত্র প্রতিনিধি আব্দুল কাদের।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এখন আর কোনো বিলাসিতা নয়, এটি টিকে থাকার জন্য এক অনিবার্য প্রয়োজন। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, প্লাস্টিক দূষণ ও জলাধার ধ্বংসের ফলে আমাদের পরিবেশ আজ হুমকির মুখে। বক্তারা সকল শ্রেণি-পেশার মানুষকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ করে পুকুর-জলাশয় রক্ষা, গাছ লাগানো এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, পরিবেশকে রক্ষা করে একটি বাসযোগ্য ও সবুজ লাকসাম গড়ে তোলার প্রত্যয়ে চলতি বর্ষা মৌসুমে আমরা ১০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছি যা আগামী এক মাসের মধ্যে বাস্তবায়ন হবে৷
আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে ফিতা কেটে ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

বাঞ্ছারামপুরে ২ সন্তানের জননী গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযো...
বাঞ্ছারামপুর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের কানাইনগরে রিপন মিয়ার...

আলমগীর হোসেন চান্দলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক...
আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ চান্দলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিস...

বুড়িচংয়ে ডাক্তার মীর হোসেনের মায়ের ইন্তেকাল
বুড়িচং প্রতিনিধিকুমিল্লার বুড়িচং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য ও...

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার আসামি ছাত্রলীগ নেতা আটক
নিজস্ব প্রতিনিধি,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দি উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী আ...

দাউদকান্দিতে নদী পুনরুদ্ধার বর্জ্যঅপসারণ ও ব্যবস্থাপনা শীর্...
নিজস্ব প্রতিনিধি,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শি...

বাঞ্ছারামপুরে শত বছরের পুরনো কবুতরের হাটে বিক্রি হয় লাখ টাক...
ফয়সল আহমেদ খানরোববার আসলেই হাট বসে। সে-ই শত বর্ষ আগে থেকে। এদত অঞ্চলের মানুষ হাটটিকে ঘিরে ব্যবসায়িক...
