প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jun 2025, 9:28 AM
লাকসামে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও বৃক্ষমেলা উদ্বোধন
লাকসাম প্রতিনিধি
কুমিল্লার লাকসামে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়৷
মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টায় লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা জি এম মো. কবির। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল-আমিন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুর আলম মজুমদার, লাকসাম প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, ছাত্র প্রতিনিধি আব্দুল কাদের।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এখন আর কোনো বিলাসিতা নয়, এটি টিকে থাকার জন্য এক অনিবার্য প্রয়োজন। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, প্লাস্টিক দূষণ ও জলাধার ধ্বংসের ফলে আমাদের পরিবেশ আজ হুমকির মুখে। বক্তারা সকল শ্রেণি-পেশার মানুষকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ করে পুকুর-জলাশয় রক্ষা, গাছ লাগানো এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, পরিবেশকে রক্ষা করে একটি বাসযোগ্য ও সবুজ লাকসাম গড়ে তোলার প্রত্যয়ে চলতি বর্ষা মৌসুমে আমরা ১০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছি যা আগামী এক মাসের মধ্যে বাস্তবায়ন হবে৷
আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে ফিতা কেটে ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এ কেমন স্কুল ভবন!
একটি শিশুর জন্য বাড়ির পরই সবচেয়ে নিরাপদ স্থান স্কুল। কিন্তু বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের অবহেলা, অনা...
মামদানির বিজয়, মুসলিম কমিউনিটিতে আনন্দের বন্যা
বিশাল ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু ক্যুমোকে পরাজিত করে...
নির্বাচনি উত্তাপে দেশ
সারা দেশে জাতীয় নির্বাচনের জমজমাট হাওয়া শুরু হয়ে গেছে। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির বেশির ভাগ প্...
মনোনয়ন বঞ্চনায় কুমিল্লা দঃ জেলা বিএনপির তৃণমূলে ক্ষোভ ও বি...
আয়েশা আক্তারকুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর তৃণমূল পর্যায়ে ক্ষোভে ফুঁসছে...
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মো. সফ...
কাজী খোরশেদ আলমবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহবায়ক ও নির্বাহী সদস্য মো. স...
হেমন্ত প্রবাহমান নবান্নের হাতছানি
মোঃ জাহাঙ্গীর আলম, বরুড়াআজ ২০-শে কার্তিক বাংলা ঋতু চক্রের অন্যতম হলো "হেমন্ত" কার্তিক ও&...