
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jun 2025, 12:52 AM

মুরাদনগরে জামায়াত ও ইসলামী আন্দোলনের উদ্যোগে বেওয়ারিশ লাশ দাফন

সুমন সরকার, মুরাদনগর
কুমিল্লার মুরাদনগরে একজন বৃদ্ধা মহিলার লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। শনিবার সকালে মুরাদনগর উপজেলা প্রশাসনের নির্দেশনায় মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে এ লাশ দাফন করেন উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। লাশ দাফনে অংশ নেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সেক্রেটারি মু. হাজী আবদুল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও বায়তুলমাল সম্পাদক আবু বকর সরকার, মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের জামায়াতে ইসলামীর মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী মু. নাজমুস সাকিব তন্ম সহ উভয় সংগঠনের নেতাকর্মীরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা মহিলা মানুষিক ভাবে অপ্রকৃতস্থ এবং শারীরিক ভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়েছিলেন। এক মাস পূর্বে স্থানীয় লোকজন তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। এক মাস ধরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম মানিকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। শারীরিকভাবে অনেকটা সুস্থও হয়েছিলেন। কিন্ত শুক্রবার (১৩ জুন) রাতে তিনি হঠাৎ মৃত্যুবরণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে খোঁজ করেও তার পরিচয় সনাক্ত করা যায়নি বলে জানা যায়।
হাসপাতালের কয়েকজন কর্মচারী জানান, মহিলাটি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা থেকে শুরু করে সবাই তার অনেক খেয়াল রেখেছে। হাসপাতালের অনেক রোগীরা তাকে অনেক সময় সহযোগিতা করেছে। হাসপাতালে আউটসোর্সিংয়ে কাজ করা হোসনা আক্তার নামে এক কর্মচারী শুরু থেকেই তাকে অনেক সেবা যতœ করেছেন বলেও তারা জানান।
মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের জামায়াতে ইসলামীর মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী মু. নাজমুস সাকিব তন্ময় বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বেওয়ারিশ লাশের কথা জানান এবং লাশের দাফনের ব্যাপারে আমাদের সাথে আলোচনা করেন। আমরা জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলনের পক্ষ থেকে লাশটিকে দাফন করার ব্যবস্থা করি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল ইসলাম মানিক বলেন, গত একমাস পূর্বে মহিলাটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন মানুষ। মহিলাটির স্মৃতিশক্তি ছিলো না এমনকি তিনি তার নাম ও পরিচয় বলতে পারতেন না। তার শরীরের দুএক জায়গায় চুলকানি ও ছিল। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা সবাই মিলে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। শুক্রবার রাত ৮:৩০ মিনিটে হঠাৎ তিনি মৃত্যুবরণ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

নবীনগরে বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়া...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের আদালত পুকুরের পূর্ব পাড়ে অবস্থিত বউসাজ বিউ...

শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় কুবি শিক্ষক
ওবায়দুল্লাহ, কুবি প্রতিনিধিবিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর এক তালিকায় ¯’ান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ...

লালমাইয়ে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদকলালমাই উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযো...

‘অর্ন্তর্বতী সরকাররে আমলইে কুমল্লিা বভিাগ প্রতষ্ঠিা সম্ভব’
“কুমল্লিা নামইে বভিাগ—দাবি নয়, এটি অধকিার” এই স্লোগানকে সামনে রখেে ঢাকায় জাতীয় প্রসেক্লাবে আয়োজতি এক...

বাঞ্ছারামপুরে একদিনে ৭২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ফয়সল আহমেদ খানবাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা জরিমানাসহ আবাসিক ও বানিজ্যকি মিলিয়প...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক, প্লেন থেকে নে...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিদেশি নাগরিকদের মধ্যে। বিশেষ করে ভারতীয় স...
