
প্রতিবেদক: Alak Hossain | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jun 2025, 12:18 AM

আম ব্যবসায় সাফল্য: বড় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন লালমাইয়ের মহসিনের

কাজী ইয়াকুব আলী নিমেল
সফলতার স্বপ্ন বোনা যেমন সহজ, ঠিক তেমনই সেই স্বপ্নকে ছোঁয়া খুবই কঠিন। প্রযুক্তির এই আধুনিক যুগে নিজেকে বদলে ফেলার এক অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে অনলাইন প্লাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া। অনেক স্মার্ট তরুণ-তরুণীরা এই প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগিয়ে হয়েছেন উদ্যোক্তা, একই সাথে উপার্জন করছেন বিদেশী ডলার অর্থাৎ লাখ লাখ টাকা। এমনই একজন উদ্যমী এবং তরুণ উদ্যোক্তা হলেন কুমিল্লার লালমাই উপজেলার মহসিন হাসান। যিনি পড়াশোনা শেষ করে চাকরীর পাশাপাশি ইতিমধ্যে তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে নিজেকে গড়ে তুলছেন।
মহসিন ১৯৯৭ সালের ২৬ ডিসেম্বর কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের উত্তর জয়কামতা গ্রামে জন্মগ্রহণ করেন৷ সেখানেই তিনি বড় হয়েছেন। তার বাবার নাম আবুল হাশেম এবং মায়ের নাম রহিমা বেগম।মহসিনের নেশাই ছিল নিজে কিছু করার। ব্যবসার প্রতি তার আগ্রহ দিন দিন বাড়তে থাকে। তাই গ্রামের বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে ২০১৮ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে মাত্র ২০ বছর বয়সে সামান্য কিছু টাকা নিয়ে শুরু করেন তার ব্যবসা৷
সবার মতো মহসিনেরও প্রবল ইচ্ছে থাকায় সব সময় তার মাথায় বিভিন্ন ব্যবসার আইডিয়া ঘুরে বেড়াতো। একসময় তিনি নিজেই একটি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠার কথা চিন্তা করেন এবং মাত্র ২১ বছর বয়সে ‘বিষমুক্ত আমঘর ও অর্গানিক ফুড’ নামে একটি ফেইসবুক পেইজ তৈরি করেন।
মহসিন হাসান বলেন, ‘বিষমুক্ত আমঘর ও অর্গানিক ফুড’ হচ্ছে একটি অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান। শুরু করেন অনলাইনভিত্তিক আমের ব্যবসা। এর মাধ্যমে আমি গ্রাহকদের ফর্মালিনমুক্ত আম সরবরাহ করি৷ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে নিজে কিছু করার চিন্তা থেকে ফেসবুকে ‘বিষমুক্ত আমঘর ও অর্গানিক ফুড’ নামে একটা পেজ খুলে ক্রেতাদের পছন্দ অনুযায়ী সরাসরি বাগান থেকে আম সংগ্রহ করে কুরিয়ারে পৌঁছে দেই। প্রথম বছর মাত্র ৩৭৫০ টাকার আম বিক্রি করতে পারলেও আমি থেমে যাইনি৷ পরের বছর প্রায় দেড় লক্ষ টাকার আম বিক্রি করি। তেমনি ভাবে ২০২১ সালে আড়াই লক্ষ, ২০২২ সালে সাড়ে চার লক্ষ, ২০২৩ সালে আট লক্ষ ও সর্বশেষ ২০২৪ সালে চৌদ্দ লক্ষ টাকার আম বিক্রি করি৷ এবং এ বছর গত ১০ দিনে প্রায় আট লক্ষ টাকার আম বিক্রি করেছি। আশা করছি এ বছর ২২-২৫ লক্ষ টাকার আম বিক্রি করতে পারব৷
আমের পাশাপাশি আমি সিজনাল খেজুর গুড়,খাঁটি মধু,ঘি,খাঁটি সরিষার তৈল, আখের গুড়, চিয়াসিডসহ বিভিন্ন অর্গানিক পন্য বিক্রি করি।
আম চাষের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় লিজ নিয়েছেন বাগান, এছাড়া সাতক্ষীরা, রাজশাহী,রংপুর, নওগাঁয় নিয়েছেন চুক্তি ভিত্তিক বাগান যেখান থেকে তিনি আম সংগ্রহ করে সারা দেশে কুরিয়ার এ মাধ্যমে গ্রাহকদের জন্য পাঠিয়ে থাকেন। তিনি এই পর্যন্ত বাংলাদেশের প্রায় ৪৭ জেলায় আম বিক্রি করেছেন।
নতুন উদ্যােক্তাদের উদ্দেশ্যে মহসিন বলেন, শুরুতে অনেকেই আমার এই চিন্তা নিয়ে হাসি তামাশা করতেন কিন্তু আমি থেমে থাকেন নি। বরং যারা তখন হাসি তামাশা করতো তারাই এখন আমার কাছ থেকে পন্য কিনে এবং এই উদ্ভাবনী চিন্তার প্রসংশা করেন। নতুন উদ্যোক্তাদের আমি পাইকারিতে পন্য দিয়ে সাহায্য করি, আমি চাই আমার এলাকায় আরো এমন নতুন উদ্যোক্তা তৈরী হউক। আমার সপ্ন বিষমুক্ত আমঘর ও অর্গানিক ফুড এ এক সময় হাজার মানুষের কর্মসংস্থান তৈরী হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

তিতাসে নিহত শীর্ষসন্ত্রাসী মামুনের দুই সহযোগী ইয়াবাসহ আটক
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসের শোলাকান্দি গ্রামের নিহত শীর্ষসন্ত্রাসী মামুনের দুই সহযোগীকে আটক...

মুরাদনগরে অনুমতি ছাড়া এলপিজি গ্যাস বিক্রির অপরাধে ২ লাখ টাক...
বেলাল উদ্দিন আহাম্মদকুমিল্লার মুরাদনগর উপজেলায় বিনা অনুমতিতে এলপিজি গ্যাস সিলিন্ডারে ভর্তি করে বাজার...

জুলাই আন্দোলনে আহত দেবিদ্বারের আবু বকর এক বছরেও স্বাভাবিক জী...
মোঃ ফখরুল ইসলাম সাগরকুমিল্লার দেবিদ্বারে ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র হামলার শিকার হয়ে এক বছর ধরে বাক...

কুমিল্লায় নির্বাচন কার্যালয়ের সামনে বিএনপির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা -১০ সংসদীয় আসন ভেঙ্গে ত্রিখন্ডিত করে আসন পুনর্বিন্যাসের প্রতিব...

বাঞ্ছারামপুরের সেই কোটিপতি কাজীর বিরুদ্ধে এবার নারী কেলেংকার...
ফয়সল আহমেদ খানব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের কাজী হেলাল উদ্দিন...

বরুড়ায় কৃতি শিক্ষার্থীদের ফলজ গাছের চারা বিতরণ
মোঃ জাহাঙ্গীর আলম"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলাপ...
