
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jun 2025, 7:26 AM

চান্দিনায় সমাজচ্যুতকে কোরবানির মাংস দেয়ায় সমাজপতির লঙ্কাকান্ড প্রতিবাদে সংবাদ সম্মেলন

চান্দিনা প্রতিনিধি
‘চান্দিনায় সমাজচ্যুতকে কোরবানির মাংস দেয়ায় সমাজপতির লঙ্কাকান্ড’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাড়েরা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ওই ইউনিয়নের টাটেরা গ্রামের সমাজ প্রধান আলী আহাম্মদ।
রবিবার (২২ জুন) সন্ধ্যায় চান্দিনা উপজেলা সদরের হাই স্কুল মাকের্টে সাংবাদিকদের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আলী আহাম্মদ জানান- আমি বাড়েরা ইউনিয়নের দীর্ঘ ২৫ বছর ওয়ার্ড মেম্বার ও তিন বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অত্যন্ত সুনামের সাথে পালন করি এবং এলাকার দীর্ঘদিন সামাজিকতা করে আসছি। গত ২১ ও ২২ জুন ২০২৫ইং তারিখে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘চান্দিনায় সমাজচ্যুতকে কোরবানির মাংস দেয়ায় সমাজপতির লঙ্কাকান্ড!’ এই শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।
কোরবানীর মাংস বিতরণের বিষয়টি নিয়ে একটি পক্ষ সংবাদ কর্মীদের মিথ্যা তথ্য দিয়ে ভুলভাবে সংবাদটি পরিবেশন করা হয়েছে। প্রকৃত পক্ষে- আমাদের টাটেরা গ্রামে বহু বছর ধরে সামাজিকভাবে কোরবানীর মাংস বিতরণের একটি প্রথা প্রচলিত আছে। আমরা গ্রামের দুঃস্থ ও দরিদ্র মানুষদেরকে গরু প্রতি ভাগ করে দেই। যাতে সকল দুঃখী মানুষ ধর্মীয় রীতি অনুযায়ী কোরবানীর মাংস প্রাপ্তি থেকে বঞ্চিত না হয়। সেই প্রথা অনুযায়ী টাটেরা গ্রামের মৃত মনিরুল ইসলাম এর ছেলে ইব্রাহীম খলিল কে ৩ জন দুঃস্থ ও দরিদ্র মানুষকে কোরবানীর মাংস দেয়ার জন্য সামাজিকভাবে অনুরোধ করা হয়। ৭ জুন (শনিবার) কোরবানীর পর সে সামাজিকভাবে নির্ধারিত ৩ জনের স্থলে তার জেঠাতো ভাই আবদুল হালিমকেও মাংস দেয়। ফলে অপর ৩জন ইব্রাহীমের বিরুদ্ধে অভিযোগ তুলে সমাজের কাছে বিচারের প্রার্থী হয়। ওই ঘটনায় ৮ জুন (রবিবার) রাত ৮টায় ইব্রাহীমের ঘরেই বিচার বসে। কথাবার্তার এক পর্যায়ে অন্যান্য সমাজ প্রধান ও স্থানীয় লোকজনের সামনেই ইব্রাহীম খলিল ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে। সে সম্পর্কে আমার ভাতিজা হয়েও আমার সাথে এমন অসদাচারণে স্থানীয়রা হতভম্ব হয়ে পড়ে। এ ঘটনার পর আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেই। ইব্রাহীম খলিল তুচ্ছ ঘটনাকে বিশদ আকার ধারণ করাতে সে পুলিশের জরুরী নম্বর ৯৯৯-এ ফোন করে ঘটনাস্থলে পুলিশ নেয় এবং থানায় লিখিত অভিযোগ করে। সেই ধারাবাহিকতায় আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার হীন মানসিকতায় সংবাদ কর্মীদেরও মিথ্যা ও বিভ্রান্তকর তথ্য দিয়ে সংবাদ প্রচার করে। এছাড়াও ইব্রাহীম অভিযোগ করেছেন সে বাড়িতে থাকতে পারছে না, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাড়েরা ইউনিয়নের সাবেক মেম্বার খোরশেদ আলম শাহিন, আব্দুল হাকিম প্রধান, শহীদুল ইসলাম প্রধান, মোখলেছুর রহমান প্রধান, দুলাল মিয়া প্রধান প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

নবীনগরে বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়া...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের আদালত পুকুরের পূর্ব পাড়ে অবস্থিত বউসাজ বিউ...

শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় কুবি শিক্ষক
ওবায়দুল্লাহ, কুবি প্রতিনিধিবিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর এক তালিকায় ¯’ান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ...

লালমাইয়ে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদকলালমাই উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযো...

‘অর্ন্তর্বতী সরকাররে আমলইে কুমল্লিা বভিাগ প্রতষ্ঠিা সম্ভব’
“কুমল্লিা নামইে বভিাগ—দাবি নয়, এটি অধকিার” এই স্লোগানকে সামনে রখেে ঢাকায় জাতীয় প্রসেক্লাবে আয়োজতি এক...

বাঞ্ছারামপুরে একদিনে ৭২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ফয়সল আহমেদ খানবাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা জরিমানাসহ আবাসিক ও বানিজ্যকি মিলিয়প...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক, প্লেন থেকে নে...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিদেশি নাগরিকদের মধ্যে। বিশেষ করে ভারতীয় স...
