প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jun 2025, 7:26 AM
চান্দিনায় সমাজচ্যুতকে কোরবানির মাংস দেয়ায় সমাজপতির লঙ্কাকান্ড প্রতিবাদে সংবাদ সম্মেলন
চান্দিনা প্রতিনিধি
‘চান্দিনায় সমাজচ্যুতকে কোরবানির মাংস দেয়ায় সমাজপতির লঙ্কাকান্ড’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাড়েরা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ওই ইউনিয়নের টাটেরা গ্রামের সমাজ প্রধান আলী আহাম্মদ।
রবিবার (২২ জুন) সন্ধ্যায় চান্দিনা উপজেলা সদরের হাই স্কুল মাকের্টে সাংবাদিকদের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আলী আহাম্মদ জানান- আমি বাড়েরা ইউনিয়নের দীর্ঘ ২৫ বছর ওয়ার্ড মেম্বার ও তিন বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অত্যন্ত সুনামের সাথে পালন করি এবং এলাকার দীর্ঘদিন সামাজিকতা করে আসছি। গত ২১ ও ২২ জুন ২০২৫ইং তারিখে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘চান্দিনায় সমাজচ্যুতকে কোরবানির মাংস দেয়ায় সমাজপতির লঙ্কাকান্ড!’ এই শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।
কোরবানীর মাংস বিতরণের বিষয়টি নিয়ে একটি পক্ষ সংবাদ কর্মীদের মিথ্যা তথ্য দিয়ে ভুলভাবে সংবাদটি পরিবেশন করা হয়েছে। প্রকৃত পক্ষে- আমাদের টাটেরা গ্রামে বহু বছর ধরে সামাজিকভাবে কোরবানীর মাংস বিতরণের একটি প্রথা প্রচলিত আছে। আমরা গ্রামের দুঃস্থ ও দরিদ্র মানুষদেরকে গরু প্রতি ভাগ করে দেই। যাতে সকল দুঃখী মানুষ ধর্মীয় রীতি অনুযায়ী কোরবানীর মাংস প্রাপ্তি থেকে বঞ্চিত না হয়। সেই প্রথা অনুযায়ী টাটেরা গ্রামের মৃত মনিরুল ইসলাম এর ছেলে ইব্রাহীম খলিল কে ৩ জন দুঃস্থ ও দরিদ্র মানুষকে কোরবানীর মাংস দেয়ার জন্য সামাজিকভাবে অনুরোধ করা হয়। ৭ জুন (শনিবার) কোরবানীর পর সে সামাজিকভাবে নির্ধারিত ৩ জনের স্থলে তার জেঠাতো ভাই আবদুল হালিমকেও মাংস দেয়। ফলে অপর ৩জন ইব্রাহীমের বিরুদ্ধে অভিযোগ তুলে সমাজের কাছে বিচারের প্রার্থী হয়। ওই ঘটনায় ৮ জুন (রবিবার) রাত ৮টায় ইব্রাহীমের ঘরেই বিচার বসে। কথাবার্তার এক পর্যায়ে অন্যান্য সমাজ প্রধান ও স্থানীয় লোকজনের সামনেই ইব্রাহীম খলিল ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে। সে সম্পর্কে আমার ভাতিজা হয়েও আমার সাথে এমন অসদাচারণে স্থানীয়রা হতভম্ব হয়ে পড়ে। এ ঘটনার পর আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেই। ইব্রাহীম খলিল তুচ্ছ ঘটনাকে বিশদ আকার ধারণ করাতে সে পুলিশের জরুরী নম্বর ৯৯৯-এ ফোন করে ঘটনাস্থলে পুলিশ নেয় এবং থানায় লিখিত অভিযোগ করে। সেই ধারাবাহিকতায় আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার হীন মানসিকতায় সংবাদ কর্মীদেরও মিথ্যা ও বিভ্রান্তকর তথ্য দিয়ে সংবাদ প্রচার করে। এছাড়াও ইব্রাহীম অভিযোগ করেছেন সে বাড়িতে থাকতে পারছে না, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাড়েরা ইউনিয়নের সাবেক মেম্বার খোরশেদ আলম শাহিন, আব্দুল হাকিম প্রধান, শহীদুল ইসলাম প্রধান, মোখলেছুর রহমান প্রধান, দুলাল মিয়া প্রধান প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
যারা ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে তারা দলের শত্রু-মনিরুল...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্র...
কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে স...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের এন.আর.ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে মানবিক কুম...
হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবীতে নগরীতে তৃণমূলের অবস্থান কর্মসূ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ সদর আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মনোনয়ন...
কুমিল্লায় আওয়ামী লীগের ৪৫ জন গ্রেফতার
মাহফুজ নান্টু কুমিল্লায় জননিরাপত্তা বিঘ্ন, জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযো...
ঝুঁকিপূর্ণ ভবনে কমিউনিটি ক্লিনিকের সেবা
মাসুদ রানা, কুমিল্লাগ্রামের মানুষের সেবা নেওয়ার একমাত্র ভরসা কমিউনিটি ক্লিনিক! শিশু থেকে বৃদ্ধ সকলে...
চান্দিনার ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে রাস্তা
সোহেল রানা, চান্দিনাকুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের শালীখা গ্রামে অবৈধভাবে পুকুরে ড্রেজ...