
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2025, 9:15 AM

সীমান্তে মাদকসেবীদের বিরুদ্ধে চেকপোস্ট বসানো হবে: ইউএনও বুড়িচং

কাজী খোরশেদ আলম
সীমান্তবর্তী এলাকায় মাদক প্রবেশ ও বিস্তার রোধে বুড়িচং উপজেলায় বিশেষ চেকপোস্ট স্থাপন করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তানভীর হোসেন।
তিনি বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার এবং সমাজকে গ্রাস করছে। বুড়িচং সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখান দিয়ে মাদকের প্রবেশের সম্ভাবনা বেশি। মাদক প্রবেশ রোধে সীমান্ত এলাকাগুলোতে চেকপোস্ট বসানো হবে এবং নজরদারি বাড়ানো হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স। শুধু প্রশাসন নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে এই আন্দোলনে অংশ নিতে হবে।” রবিবার (২৯ জুন) বিকেলে বুড়িচং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথাগুলি বলেন।
তিনি আরও বলেন, “মাদক নির্মূলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্কুল-কলেজ, পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান সবাইকে সচেতন করতে হবে। যারা মাদক সেবন ও পাচারে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।”
সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূঁইয়া, সেনাবাহিনীর প্রতিনিধি লে. ফারহান ইশরাক নাবিল, থানার প্রতিনিধি এসআই নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরিনা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারওয়ার, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ হাবিবুর রহমান, বিজিবি প্রতিনিধি ও খারেরা বিওপি কমান্ডার আঃ ওয়াদুদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা নুরুজ্জামান, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) মোঃ ফরহাদ আবেদীন ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, ছাত্র প্রতিনিধি মোঃ ছাব্বির ও আরিফ আহম্মেদ মাহাদি। সভায় অংশগ্রহণকারীরা মাদক প্রতিরোধে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান এবং যার যার অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

মনোহরগঞ্জে ওপেন হাউস ডে ও শারদীয় দূর্গাৎসব উপলক্ষে মতবিনিময়
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ থানার উদ্যোগে ওপেন হাউসডে এবং আসন্ন শারদীয় দুর্গাৎসব উদযাপন উপলক্...

কুমিল্লার হোমনায় মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগে
কুমিল্লার হোমনায় মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ২২শ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।...

মোবাইলে অতিরিক্ত আসক্তি বকাঝকা করায় মায়ের সাথে অভিমান করে...
মোবাইলে অতিরিক্ত আসক্তি থেকে বিরত ও মনোযোগী হয়ে পড়াশুনার জন্য বকাঝকা করায় মায়ের সাথে অভিমান করে আ...

লালমাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি; নগদ টাকা ও স্বর্ণলংকার লুট
কাজী ইয়াকুব আলী নিমেল কুমিল্লার লালমাইয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা প্রবাসীর পিত...
ক্ষমতাচ্যুত হওয়ার পর যেখানে ছিলেন নেপালের প্রধানমন্ত্রী
ক্ষমতাচ্যুত হওয়ার পর নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি কোথায় লুকিয়ে ছিলেন তা অবশেষে সামনে...
রাজনীতিতে বিভক্তি চরমে জামায়াতসহ সাত দল রাজপথে
রাজনীতিতে কে কখন শত্রু হয়, কখন মিত্র হয় তা বলা মুশকিল। একসময়ের মিত্ররা এখন মুখোমুখি অবস্থানে। জুলাই...