
প্রতিবেদক: Alak Hossain | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jun 2025, 12:15 AM

ডাকাতি রোধে ঝোপঝাড় পরিষ্কার

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আযহার আনন্দ ভাগাভাগি করতে সরকারি-বেসরকারি চাকরিজীবিসহ সব শ্রেণির মানুষ নাড়ির টানে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। টানা দশ দিনের ছুটিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশাপাশি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় থাকলেও তেমন যানজট দেখা যায়নি। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক এবং কুমিল্লা-চাঁদপুর সড়কে যানজট নিরসনের পাশাপাশি ছিনতাই ও ডাকাতিরোধে কাজ করছে লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। ছিনতাই ও ডাকাতিরোধে আঞ্চলিক এই মহাসড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করেছে হাইওয়ে পুলিশ। ডাকাতিরোধে এই মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থান শিকারপুর, শ্রীনিবাস ও জেলখানা বাড়ি এলাকায় সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হচ্ছে বলে জানান লাকসাম ক্রসিং হাইওয়ে থানা ওসি মোঃ আদেল আকবর।
ইতিমধ্যে আঞ্চলিক এই মহাসড়কে যাত্রীবাহী গাড়ির এবং পশুবাহী ট্রাকের চাপ বেশ বেড়েছে। হাইওয়ে পুলিশ ও অন্যান্য বাহিনীর সমন্বিত তৎপরতার কারণে কোথাও খুব একটা যানজট সৃষ্টি হয়নি।
যানবাহনের শৃঙ্খলা রক্ষা ও যাত্রীদের ভোগান্তি কমাতে মহাসড়কের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদসহ নানা ব্যবস্থা নিয়েছে হাইওয়ে পুলিশ। মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধি করাসহ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। ছিনতাই ও ডাকাতিরোধে রাতে টহল বৃদ্ধি করা হয়েছে।
কুমিল্লা-নোয়াখালী গামী উপকূল পরিবহনের হোসেন মিয়া বলেন, পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় কোন প্রকার যানজট ছাড়াই কুমিল্লা থেকে পরিবহন গুলো যাত্রী নিয়ে গন্তব্যে পৌছছে। নোয়াখালী রুটে যাত্রীবাহী পরিবহনগুলো নির্বিঘ্নে চলাচল করছে।
এবার কোথাও কোনো ধরনের বড় যানজট নেই। ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের মনে স্বস্তি ফিরেছে।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি মোঃ আদেল আকবর বলেন, হাইওয়ে পুলিশ চীফ স্যার ও কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি খাইরুল আলম স্যারসহ আমাদের সিনিয়র স্যারদের কঠোর তদারকি ও নির্দেশনায় লাকসাম ক্রসিং হাইওয়ে থানার প্রত্যেক সদস্য যানজটসহ ডাকাতি, ছিনতাই প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও ছিনতাই ও ডাকাতিরোধে আঞ্চলিক এই মহাসড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়। ডাকাতিরোধে এই মহাসড়কের শিকারপুর, শ্রীনিবাস ও জেলখানা বাড়ি এলাকায় সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হচ্ছে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার পদে দায়িত্বরত এডিশনাল ডিআইজি খাইরুল আলম বলেন, পবিত্র ঈদ উল আজহা শান্তিপূর্ণ এবং নিরাপদে উদযাপনের লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে, পাশাপাশি রাত্রিকালীন টহল বৃদ্ধি করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

তিতাসে নিহত শীর্ষসন্ত্রাসী মামুনের দুই সহযোগী ইয়াবাসহ আটক
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসের শোলাকান্দি গ্রামের নিহত শীর্ষসন্ত্রাসী মামুনের দুই সহযোগীকে আটক...

মুরাদনগরে অনুমতি ছাড়া এলপিজি গ্যাস বিক্রির অপরাধে ২ লাখ টাক...
বেলাল উদ্দিন আহাম্মদকুমিল্লার মুরাদনগর উপজেলায় বিনা অনুমতিতে এলপিজি গ্যাস সিলিন্ডারে ভর্তি করে বাজার...

জুলাই আন্দোলনে আহত দেবিদ্বারের আবু বকর এক বছরেও স্বাভাবিক জী...
মোঃ ফখরুল ইসলাম সাগরকুমিল্লার দেবিদ্বারে ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র হামলার শিকার হয়ে এক বছর ধরে বাক...

কুমিল্লায় নির্বাচন কার্যালয়ের সামনে বিএনপির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা -১০ সংসদীয় আসন ভেঙ্গে ত্রিখন্ডিত করে আসন পুনর্বিন্যাসের প্রতিব...

বাঞ্ছারামপুরের সেই কোটিপতি কাজীর বিরুদ্ধে এবার নারী কেলেংকার...
ফয়সল আহমেদ খানব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের কাজী হেলাল উদ্দিন...

বরুড়ায় কৃতি শিক্ষার্থীদের ফলজ গাছের চারা বিতরণ
মোঃ জাহাঙ্গীর আলম"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলাপ...
