
প্রতিবেদক: Alak Hossain | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 May 2025, 1:43 AM

কুমিল্লায় মহাসড়কের দুই পাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দি
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশ থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আসন্ন ঈদযাত্রায় যানজটমুক্ত চলাচল নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান হয়। এতে অংশ নেয় স্থানীয় প্রশাসনের পাশাপাশি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও থানা-পুলিশ। বেলা সাড়ে তিনটায় অভিযান শেষ হয়।
ঢাকামুখী লেনের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে ঢাকা-মতলব সড়ক পর্যন্ত এবং চট্টগ্রামমুখী লেনে পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শ্যামলী পরিবহনের কাউন্টার পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সওজ কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম চৌধুরী এবং গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম।
উপজেলা প্রশাসন ও স্থানীয় ব্যক্তিরা জানান, সওজের জমি ও ফুটপাত দখল করে একাধিক প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল। এতে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় সারা বছরই যানজট লেগে থাকে। সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম প্রথম আলোকে বলেন, ‘উচ্ছেদের আগে আমরা গণবিজ্ঞপ্তি ও মাইকিং করে দোকান সরিয়ে নিতে বলেছিলাম। এমনকি উপজেলা পরিষদের কর্মীদের মাধ্যমে দোকানদারদের সরাসরি অনুরোধও করা হয়। কিন্তু কেউই অবৈধ স্থাপনা সরাননি। তাই বাধ্য হয়ে অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় প্রত্যেক ব্যবসায়ীকে তাঁদের মালপত্র সরিয়ে নিতে সময় দেওয়া হয়েছে।’
রেদওয়ান ইসলাম আরও বলেন, এখন থেকে কেউ সওজের জমি দখল করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদ সামনে রেখে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে উচ্ছেদ অভিযান চলবে। পরে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনাগুলোও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

তিতাসে নিহত শীর্ষসন্ত্রাসী মামুনের দুই সহযোগী ইয়াবাসহ আটক
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসের শোলাকান্দি গ্রামের নিহত শীর্ষসন্ত্রাসী মামুনের দুই সহযোগীকে আটক...

মুরাদনগরে অনুমতি ছাড়া এলপিজি গ্যাস বিক্রির অপরাধে ২ লাখ টাক...
বেলাল উদ্দিন আহাম্মদকুমিল্লার মুরাদনগর উপজেলায় বিনা অনুমতিতে এলপিজি গ্যাস সিলিন্ডারে ভর্তি করে বাজার...

জুলাই আন্দোলনে আহত দেবিদ্বারের আবু বকর এক বছরেও স্বাভাবিক জী...
মোঃ ফখরুল ইসলাম সাগরকুমিল্লার দেবিদ্বারে ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র হামলার শিকার হয়ে এক বছর ধরে বাক...

কুমিল্লায় নির্বাচন কার্যালয়ের সামনে বিএনপির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা -১০ সংসদীয় আসন ভেঙ্গে ত্রিখন্ডিত করে আসন পুনর্বিন্যাসের প্রতিব...

বাঞ্ছারামপুরের সেই কোটিপতি কাজীর বিরুদ্ধে এবার নারী কেলেংকার...
ফয়সল আহমেদ খানব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের কাজী হেলাল উদ্দিন...

বরুড়ায় কৃতি শিক্ষার্থীদের ফলজ গাছের চারা বিতরণ
মোঃ জাহাঙ্গীর আলম"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলাপ...
