
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 May 2025, 1:43 AM

কুমিল্লায় মহাসড়কের দুই পাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দি
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশ থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আসন্ন ঈদযাত্রায় যানজটমুক্ত চলাচল নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান হয়। এতে অংশ নেয় স্থানীয় প্রশাসনের পাশাপাশি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও থানা-পুলিশ। বেলা সাড়ে তিনটায় অভিযান শেষ হয়।
ঢাকামুখী লেনের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে ঢাকা-মতলব সড়ক পর্যন্ত এবং চট্টগ্রামমুখী লেনে পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শ্যামলী পরিবহনের কাউন্টার পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সওজ কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম চৌধুরী এবং গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম।
উপজেলা প্রশাসন ও স্থানীয় ব্যক্তিরা জানান, সওজের জমি ও ফুটপাত দখল করে একাধিক প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল। এতে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় সারা বছরই যানজট লেগে থাকে। সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম প্রথম আলোকে বলেন, ‘উচ্ছেদের আগে আমরা গণবিজ্ঞপ্তি ও মাইকিং করে দোকান সরিয়ে নিতে বলেছিলাম। এমনকি উপজেলা পরিষদের কর্মীদের মাধ্যমে দোকানদারদের সরাসরি অনুরোধও করা হয়। কিন্তু কেউই অবৈধ স্থাপনা সরাননি। তাই বাধ্য হয়ে অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় প্রত্যেক ব্যবসায়ীকে তাঁদের মালপত্র সরিয়ে নিতে সময় দেওয়া হয়েছে।’
রেদওয়ান ইসলাম আরও বলেন, এখন থেকে কেউ সওজের জমি দখল করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদ সামনে রেখে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে উচ্ছেদ অভিযান চলবে। পরে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনাগুলোও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

নবীনগরে বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়া...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের আদালত পুকুরের পূর্ব পাড়ে অবস্থিত বউসাজ বিউ...

শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় কুবি শিক্ষক
ওবায়দুল্লাহ, কুবি প্রতিনিধিবিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর এক তালিকায় ¯’ান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ...

লালমাইয়ে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদকলালমাই উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযো...

‘অর্ন্তর্বতী সরকাররে আমলইে কুমল্লিা বভিাগ প্রতষ্ঠিা সম্ভব’
“কুমল্লিা নামইে বভিাগ—দাবি নয়, এটি অধকিার” এই স্লোগানকে সামনে রখেে ঢাকায় জাতীয় প্রসেক্লাবে আয়োজতি এক...

বাঞ্ছারামপুরে একদিনে ৭২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ফয়সল আহমেদ খানবাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা জরিমানাসহ আবাসিক ও বানিজ্যকি মিলিয়প...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক, প্লেন থেকে নে...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিদেশি নাগরিকদের মধ্যে। বিশেষ করে ভারতীয় স...
