প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jun 2025, 1:02 AM
রংহীন, ধোঁয়াটে চিত্রের পাতায় কর্মসংস্থানের গল্প
মোঃ মাসুদ রানা, কুমিল্লা
এক সময় যেসব এক্স-রে ফিল্ম ফেলে দেওয়া হতো ডাস্টবিনে, সেগুলোকেই এখন নতুন জীবন দিচ্ছে দেবিদ্বার উপজেলার প্রত্যন্ত এক গ্রামের মানুষ। কেউ ভাবেননি এই রংহীন, ধোঁয়াটে চিত্রের পাতায় লেখা থাকতে পারে কর্মসংস্থানের গল্প।
ভৈষেরকোট গ্রামের দক্ষিণ পাড়ার পুকুরপাড়ে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট ভবন। বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ কোনো ঘর। কিন্তু ভেতরে পা দিলেই দেখা মেলে এক ব্যতিক্রমী দুনিয়ার। যেখানে প্রতিদিন ঘষা হয় পুরোনো এক্স-রে ফিল্ম, ধুয়ে মুছে তৈরি করা হয় নতুন পণ্য। প্রতিদিন সেখানে কাজ করেন স্থানীয় ২০-২২ জন শ্রমিক। তারা গড়ে তুলেছেন এমন এক উদ্যোগ, যেটি শুধু কাজ নয়, দিয়েছে আত্মমর্যাদা, দিয়েছে স্বপ্নের খোরাক।
এই স্বপ্নের বীজ বপন করেছিলেন ভৈষেরকোট গ্রামের সন্তান আবুল হোসেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিত্যক্ত এক্স-রে ফিল্ম সংগ্রহ করেন তিনি। সেগুলো পানিতে ভিজিয়ে ঘষে প্রিন্ট তুলে ফেলেন, ধুয়ে মুছে বানিয়ে ফেলেন একদম নতুনের মতো। তারপর রোদে শুকিয়ে বিক্রি করেন ঢাকার একটি কারখানায়। সেখানে ফিল্মগুলো কেটে তৈরি হয় গার্মেন্টস অ্যাকসেসরিজ, যেমন কলারের স্টিফনার, প্যাকেজিং মেটেরিয়াল।
শুরুতে আবুল হোসেনের এই কাজ নিয়ে উপহাস করতেন অনেকে। কেউ কেউ বলতেন, ফিল্ম ঘষে কেউ জীবিকা গড়তে পারে নাকি! কিন্তু তিনি দমে যাননি। পাশে পেয়েছেন ভাইয়ের ছেলে মনিরুল ইসলামকে, পেশায় শিক্ষানবিশ আইনজীবী। তাদের এই ক্ষুদ্র উদ্যোগ এখন রূপ নিয়েছে দুটি কারখানায় একটি গ্রামে, অন্যটি ঢাকায়। কাজ পেয়েছেন প্রায় ৫০ জন নারী-পুরুষ।
মনিরুল বলেন, পরিত্যক্ত ফিল্ম ঘষেও যে আয় করা যায়, শুরুতে কেউ বিশ্বাস করত না। কিš' এখন দেখুন, একজন শ্রমিক প্রতিদিন ৮০০-৯০০ টাকা পর্যন্ত আয় করছেন, আর আমরা রপ্তানি উপযোগী পণ্য তৈরি করছি।
উদ্যোগ সম্প্রসারণে কুমিল্লা বিসিক অফিসে যোগাযোগ করেছেন মনিরুল ইসলাম। প্রতিষ্ঠানটির ডিজিএম মুনতাসীর মামুন বলেন, ‘এটি ব্যতিক্রমধর্মী ও সম্ভাবনাময় একটি প্রকল্প। আমরা তাদের প্রশিক্ষণ, পরামর্শ ও স্বল্প সুদে ঋণের মাধ্যমে সহযোগিতা করব।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ভোটার সচেতনতায় জেলা তথ্য অফিসের ‘ট্রাক সঙ্গী...
নিজস্ব প্রতিবেদকআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে...
দেশে না থেকেও আসামী হলেন ইংল্যান্ড প্রবাসী
নাজমুল করিম ফারুক, তিতাস কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি ও স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের মধ...
সৎ ও আল্লাহভীরু নেতৃত্ব ছাড়া ন্যায়ভিত্তিক বাংলাদেশ সম্ভব ন...
কাজী খোরশেদ আলমআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ...
নাঙ্গলকোটে পুকুর থেকে ৪ দিন পর অটোরিক্সা চালকের লাশ উদ্ধার
নাঙ্গলকোট প্রতিনিধিকুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় গ্রামের পূর্বপাড়ায় রাস্তার পাশে একটি পুকুর থেকে বৃহ...
নেতা নয় জনতার সাথে পরামর্শ করেই চলবে মুরাদনগর-কায়কোবাদ
মহিউদ্দিন আকাশনেতাদের কথায় নয় এ মুরাদনগরের জনগণের সাথে পরামর্শ করেই মুরাদনগর পরিচালনা করা হবে। এখানে...
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কুমিল্লা ও চাঁদপুর...
মাহফুজ নান্টুআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন ক...