প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jun 2025, 7:23 AM
কুমিল্লায় মহামারী রূপ নিচ্ছে ডেঙ্গু
মাহফুজ নান্টু
কুমিল্লায় মহামারী রূপ নিচ্ছে ডেঙ্গুজ¦র। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তরা পরীক্ষা না করেই স্থানীয় ঔষধের দোকান থেকে ঔষধ কিনে সেবন করেন। পরে অবস্থা আশংকাজনক পরিস্থিতি তৈরী হলে হাসপাতালে ছুটছেন।
কুমিল্লা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্রমতে এখন কুমিল্লায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দুই সহ¯্রাধিক। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। অভিযোগ উঠেছে কুমিল্লা জেলায় ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্টদের কোন তৎপরতা নেই।
এদিকে জেলার দাউদকান্দি উপজেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, দাউদকান্দিতে নতুন করে আরো ৯৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শুধু দাউদকান্দি উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে দেড় শতাধিক। এছাড়া আক্রান্তদের মধ্যে ৪ নারী ও এক পুরুষ মারা গেছেন।
কেন দাউদকান্দিতে এত ডেঙ্গুরোগী সনাক্ত হচ্ছে এ নিয়ে চিকিৎসক ও সমাজকর্মীরা অনেক তথ্য সামনে এনেছেন। পরিবেশ ও কৃষি সংগঠক মতিন সৈকত জানান, দাউদকান্দির খাল বিলে প্রচুর ময়লা আবর্জণা ফেলে পরিবেশ নষ্ট করা হয়েছে। ঝোপঝাড় ও মহাসড়কের পাশে আবর্জনার কারনে মশার বংশবৃদ্ধি ঘটেছে। এছাড়াও দাউদকান্দিতে ডেঙ্গুর শুরুতে সংক্রমন প্রতিরোধে তেমন কোন কার্যকর পদক্ষেপ না নেয়ায় ডেঙ্গু মহামারী রূপ নিয়েছে।
চিকিৎসক ও স্থানীয় বাসিন্দরা বলছেন দাউদকান্দি পৌর এলাকায় ডেঙ্গু পরিস্থিতি এখন ভয়াবহ আকার ধারণ করেছে। কোরবানীর ঈদের পর পৌর এলাকায় দীর্ঘ সময় অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় এডিস মশার বংশবৃদ্ধি ঘটেছে। আর এতেই ডেঙ্গু এখন মহামারী রূপ নিয়েছে।
দাউদকান্দিতে ডেঙ্গু রোগী সামাল দিতে হিমসিম অবস্থা। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান বলেন, গেলো কয়েক দিন ধরে প্রতিদিন গড়ে ৮০-১০০ জন রোগী আসছেন। এখন ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসাসহ সচেতনতামূলক প্রচার প্রচারণা চলছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি করপোরেশন এলাকাতে তেমন কোন তৎপরতা নেই সংশ্লিষ্ট দফতরগুলোর। কুমিল্লা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল হাকিম জানান, তিনি গণমাধ্যমে দেখেছেন দাউদকান্দিতে ডেঙ্গু আক্রান্ত বেড়েছে। সেখানে ডেঙ্গু প্রতিরোধে তেমন তৎপরতা নেই। কুমিল্লা সিটি করপোরেশন এলাকাতেও ডেঙ্গু প্রতিরোধে কোন তৎপরতা নেই।
নগরীর ঝাউতলা এলাকার বাসিন্দা মুমিনুল ইসলাম বলেন, দাউদকান্দিতে তার ছোট মেয়ের স্বামী রাকিবুল ইসলাম ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়েছে। হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। এত রোগী সামাল দেয়া যাচ্ছে না। কুমিল্লা শহরে শুরু হলে কি অবস্থা হবে তা নিয়ে মুমিনুল ইসলাম উদ্বেগ প্রকাশ করেন। এদিকে নগরীর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেন জানান, এখন আর ফগার মেশিন নিয়ে আসে না কেউ। দিনে রাতে কয়েল ও মশারি ব্যবহার করেন ওই ওয়ার্ডের বাসিন্দারা।
কুমিল্লা সিভিল সার্জন সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, দাউদকান্দি উপজেলাতে অন্তত ১ হাজার ৫ শত জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, চারজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে। তারা বেশিরভাগই বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে শনাক্ত হয়েছেন। সংক্রমন কমিয়ে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার জানান, দাউদকান্দিতে ডেঙ্গু সংক্রমিত এলাকাগুলো সম্পর্কে খোঁজখবর নিয়েছি। সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সংক্রমণ কমিয়ে আনতে এবং এডিস মশা নিধনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। আশা করছি খুব কম সময়ের মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
যারা ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে তারা দলের শত্রু-মনিরুল...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্র...
কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে স...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের এন.আর.ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে মানবিক কুম...
হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবীতে নগরীতে তৃণমূলের অবস্থান কর্মসূ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ সদর আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মনোনয়ন...
কুমিল্লায় আওয়ামী লীগের ৪৫ জন গ্রেফতার
মাহফুজ নান্টু কুমিল্লায় জননিরাপত্তা বিঘ্ন, জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযো...
ঝুঁকিপূর্ণ ভবনে কমিউনিটি ক্লিনিকের সেবা
মাসুদ রানা, কুমিল্লাগ্রামের মানুষের সেবা নেওয়ার একমাত্র ভরসা কমিউনিটি ক্লিনিক! শিশু থেকে বৃদ্ধ সকলে...
চান্দিনার ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে রাস্তা
সোহেল রানা, চান্দিনাকুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের শালীখা গ্রামে অবৈধভাবে পুকুরে ড্রেজ...