
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jun 2025, 1:05 AM

চান্দিনায় ইউপি সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে ভরণ-পোষণ না দিয়ে নির্যাতনের অভিযোগ

সোহেল রানা
কুমিল্লার চান্দিনায় স্ত্রীকে ভরণ-পোষণ না দিয়ে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। স্বামীর কাছে সংসার খরচ চাইলেও শারীরিক নির্যাতনের শিকার হতে হয় গৃহবধূকে। ভুক্তভোগী ওই গৃহবধূর নাম জোবেদা আক্তার। অভিযুক্ত স্বামী জাহিদ হাসান বিল্লাল উপজেলার মহিচাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার। সে মহিচাইল গ্রামের উত্তর পাড়ার মরহুম মনিরুল হক মনু মিয়ার ছেলে।
রবিবার (১ জুন) বিকেলে চান্দিনা হাই স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় এক সংবাদ সম্মেলনে স্বামী বিল্লালের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেন ভুক্তভোগী স্ত্রী। গৃহবধূ জোবেদা সাবেক মেম্বার জাহিদ হাসান বিল্লাল এর তৃতীয় স্ত্রী। এবিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং চান্দিনা থানার অফিসার ইনচার্জ বরাবর পৃথক লিখিত অভিযোগও দায়ের করেন তিনি।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালে মহিচাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের তৎকালীন মেম্বার জাহিদ হাসান বিল্লাল এর সাথে ডিভোর্স প্রাপ্ত ২ সন্তানের জননী জোবেদা আক্তারের বিয়ে হয়। মহিচাইল বাজারে জয়নাল মার্কেটের দ্বিতীয় তলায় একটি ভাড়া বাসায় বসবাস করেন তারা। আগের সংসারের দুটি সন্তান ছিলো জোবেদার। বিয়ের পর তাদের ভরণ-পোষণের দায়িত্বও নিবেন- এমন প্রতিশ্রুতি দেয় জাহিদ হাসান বিল্লাল। কিন্তু বিয়ের পর কয়েক বছর সংসার জীবন ভালো চললেও গত দুই বছর ধরে তাদেরকে ভরণ-পোষণ না দিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে ওই মেম্বার।
এদিকে, বিল্লাল মেম্বার তার তালাক দেওয়া দ্বিতীয় স্ত্রীর সাথে গ্রামের বাড়িতে অবৈধভাবে সংসার করছে বলে দাবি করেন তৃতীয় স্ত্রী জোবেদা। এবিষয়ে খবর নিতে গেলে তালাক প্রাপ্ত স্ত্রী ও তার ছোট ভাই জোবেদাকে শারিরীক ভাবে নির্যাতন করে প্রাণ নাশের হুমকি দেয়।
তিনি আরও অভিযোগ করেন, গত কয়েক বছর ধরে স্ত্রী জোবেদার নামীয় সম্পত্তি বিক্রি অথবা ব্যাংকে মর্টগেজ দিয়ে টাকা তুলে দিতে চাপ সৃষ্টি করেন তার স্বামী বিল্লাল। এতে রাজি না হওয়ায় গত শুক্রবার (৩০ মে) তাকে বেধরক মারধর করে। টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় স্বামী বিল্লাল। এঘটনায় স্থানীয়ভাবে চেষ্টা করেও কোন বিচার পায়নি বলেও জানান জোবেদা।
এ ব্যাপারে অভিযুক্ত জাহিদ হাসান বিল্লাল জানান, আমার স্ত্রী জোবেদা আক্তার তার পূর্বের স্বামীর সাথে এখনও সম্পর্ক রাখে ও যোগাযোগ করে। এছাড়াও সে আরও একাধিক পুরুষের সাথে পরকীয়া করে। আমি বাঁধা দিলে পারিবারিক কলহ সৃষ্টি হয়। সে আমাকে মারধর পর্যন্ত করেছে। আমি মেম্বার হওয়ার কারণে কারো কাছে এসব কথা প্রকাশ করতে পারি না। আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। আর কিছু বলতে চাই না।
এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সমাধানের চেষ্টা করবো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

নবীনগরে বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়া...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের আদালত পুকুরের পূর্ব পাড়ে অবস্থিত বউসাজ বিউ...

শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় কুবি শিক্ষক
ওবায়দুল্লাহ, কুবি প্রতিনিধিবিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর এক তালিকায় ¯’ান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ...

লালমাইয়ে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদকলালমাই উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযো...

‘অর্ন্তর্বতী সরকাররে আমলইে কুমল্লিা বভিাগ প্রতষ্ঠিা সম্ভব’
“কুমল্লিা নামইে বভিাগ—দাবি নয়, এটি অধকিার” এই স্লোগানকে সামনে রখেে ঢাকায় জাতীয় প্রসেক্লাবে আয়োজতি এক...

বাঞ্ছারামপুরে একদিনে ৭২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ফয়সল আহমেদ খানবাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা জরিমানাসহ আবাসিক ও বানিজ্যকি মিলিয়প...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক, প্লেন থেকে নে...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিদেশি নাগরিকদের মধ্যে। বিশেষ করে ভারতীয় স...
