প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 May 2025, 1:31 AM
দিনভর বৃষ্টিতে কুমিল্লায় নগর জীবন ব্যাহত
মাহফুজ নান্টু
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে কুমিল্লায় থেমে থেমে গুড়ি গুড়ি আবার কখনো একটানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে এমন আবহাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তলিয়ে গেছে নগরীর অধিকাংশ সড়ক, বেড়েছে গোমতীর পানি। সেনাবাহিনীর তরফ থেকে গোমতীর পানি বৃদ্ধির বিষয়টি মাইকিং করে জানিয়ে দেয়া হয়েছে। বাঁধ এলাকার মানুষকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।
কুমিল্লা আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার দিনভর ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানান, শুক্রবার ভোর থেকেই ভারি বৃষ্টিপাত হবে। আগামীকাল শনিবারও বৃষ্টিপাত হবে। তারপর থেকে আবহাওয়া স্বাভাবিক অবস্থা বিরাজ করবে।
এদিকে বৃষ্টির কারণে নগরীর অনেক সড়কগুলো ফাঁকা ছিলো। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হয়নি। যারা বের হয়েছেন, তারা ছাতা ও রেইনকোট ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে যানবাহনের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। বাহন চালকেরা ভাড়া হাকিয়েছেন দ্বিগুন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, ও ফুটপাতের ব্যবসায়ীরা।
ফেরীওয়ালা সৈয়দ হোসেন জানান, তিনি সকালে বের হয়েছেন। সারদিনে দুইশ টাকা বিক্রি করেছেন। বৃষ্টি আর বাতাসের কারনে অন্য দিনের মত নগরীতে ভীড়বাট্টা ছিলো না। তাই কাখিত বেচাবিক্রি ছিলো না। সন্ধ্যার পর থেকে বৃষ্টির মাত্রা বেড়ে যাওয়ায় প্রায় নগরীর প্রায় সব সড়ক তলিয়ে গেছে পানিতে। ফলে জনজীবন ব্যহত হয়েছে। নগর পরিচ্ছন্ন কর্মীরা সড়কে জমে থাকা পানি প্রবাহের জন্য ড্রেন পরিস্কার করতে দেখা গেছে। তবে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় ড্রেন উপচে সড়কগুলো পানিতে তলিয়ে যায়।
নগরীর বাদুড়তলা এলাকার সবজি বিক্রেতা ময়নুল হোসেন জানান, বৃষ্টি হলে ক্রেতারা শাক সবজি কেনেন না। ডিম, গরুর মাংশ কিনেন। খিচুড়ি খেয়ে দিন পার করে। তাই বৃষ্টির দিনে বেচা বিক্রি তেমন নেই।
এদিকে ভারি বৃষ্টি হলে গোমতীর পানি বেড়ে আবারো বন্যার আশংকা করছেন গোমতীপাড়ের বাসিন্দারা। তবে বৃহস্পতিবার বিকেলে গোমতীনদীর কাপ্তানবাজার টিক্কারচর এলাকায় ঘুরে দেখা যায়, গোমতির পানি এখনো তলানিতে রয়েছে। ভারতের আগড়তলায় ভারি বৃষ্টিপাত হলে সেক্ষেত্রে গোমতীর পানি বাড়তে পারে।
কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে, গত বছর বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকা দিয়ে যেখানে গোমতীর বেড়িবাধ ভেঙে ছিলো, সেই বাঁধ মেরামত করা হয়েছে। এছাড়াও গোমতীর অন্যান্য এলাকাতেও বেশকিছু এলাকায় সংস্কার করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
যারা ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে তারা দলের শত্রু-মনিরুল...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্র...
কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে স...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের এন.আর.ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে মানবিক কুম...
হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবীতে নগরীতে তৃণমূলের অবস্থান কর্মসূ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ সদর আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মনোনয়ন...
কুমিল্লায় আওয়ামী লীগের ৪৫ জন গ্রেফতার
মাহফুজ নান্টু কুমিল্লায় জননিরাপত্তা বিঘ্ন, জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযো...
ঝুঁকিপূর্ণ ভবনে কমিউনিটি ক্লিনিকের সেবা
মাসুদ রানা, কুমিল্লাগ্রামের মানুষের সেবা নেওয়ার একমাত্র ভরসা কমিউনিটি ক্লিনিক! শিশু থেকে বৃদ্ধ সকলে...
চান্দিনার ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে রাস্তা
সোহেল রানা, চান্দিনাকুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের শালীখা গ্রামে অবৈধভাবে পুকুরে ড্রেজ...