
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Sep 2025, 10:47 AM

বুড়িচংয়ে ৩০০ বছরের পুরনো সড়ক বন্ধের পাঁয়তারা, গ্রামবাসীর অভিযোগ

কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কোদালিয়া গ্রামে প্রায় ৩০০ বছর পুরনো একটি সড়ক বন্ধের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। গ্রামবাসী দাবি করেছেন, স্থানীয় একটি প্রভাবশালী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঐতিহ্যবাহী সড়কটি বন্ধ করতে চাচ্ছে, যা এলাকার মানুষের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি করবে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মোঃ দুলাল হোসেন সম্প্রতি বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কোদালিয়া গ্রামের বাসিন্দারা জানান, এই সড়কটি দীর্ঘদিন ধরে কোদালিয়া ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষদের চলাচলের একমাত্র পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই সড়কটি এতটাই গুরুত্বপূর্ণ যে, গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে এবং নিজের অর্থায়নে এটি সংস্কার করে আসছেন।
আগে সড়কটির সলিং বসানোর কাজ শুরু হলেও, কিছু অদৃশ্য কারণে কাজ অসম্পূর্ণ রেখেই চলে যায়। পরে, এলাকার লোকজনের প্রচেষ্টায় সড়কটি পুনরায় সংস্কার করা হয়। যদিও এই সড়কটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছিল, কিন্তু বর্তমানে আবার একটি সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।
গ্রামবাসীর অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল হকের পরিবারের সদস্যরা এই সড়কটি বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। অভিযোগকারীরা জানান, আব্দুল হক এবং তার পরিবার এর আগেও একাধিকবার সড়কটির চলাচল বন্ধ করতে চেয়েছিলেন। তবে, এলাকার জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তারা সফল হতে পারেননি এবং সড়কটি পুনরায় চালু করা হয়। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী, আবারও একই মহল চেষ্টা চালাচ্ছে, যা এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
কোদালিয়া গ্রামের বাসিন্দা আবু তাহেরের ছেলে মোহাম্মদ দুলাল হোসেন বলেন, “এটা আমাদের জীবনের একান্ত প্রয়োজনীয় সড়ক। এই সড়ক বন্ধ করলে আমাদের জীবিকা এবং চলাফেরা সবকিছুই থমকে যাবে। আগে যেভাবে সড়কটি বন্ধ করা হয়েছিল, তা একদিকে যেমন আমাদের জন্য কষ্টের ছিল, তেমনি এভাবেই আবার যদি বন্ধ হয়, তাহলে আমাদের একমাত্র জীবনের সহজ রাস্তা বন্ধ হয়ে যাবে।”
গ্রামবাসীরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, যেন এই সমস্যার দ্রুত সমাধান করা হয় এবং সড়কটি বন্ধ করার পাঁয়তারা থামানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, সড়কটি বন্ধ হলে তাদের শুধু দৈনন্দিন জীবনে সমস্যাই হবে না, বরং এলাকার সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের প্রতি তাদের দৃঢ় আস্থা রয়েছে, তবে তারা আশাবাদী যে প্রশাসন দ্রুত এই পরিস্থিতির মোকাবিলা করবে এবং সড়কটি ফের খুলে দেওয়া হবে। গ্রামবাসীরা মনে করেন, প্রশাসন যদি সক্রিয় হতো, তাহলে এমন পরিস্থিতি আর সৃষ্টি হত না।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

মনোহরগঞ্জে ওপেন হাউস ডে ও শারদীয় দূর্গাৎসব উপলক্ষে মতবিনিময়
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ থানার উদ্যোগে ওপেন হাউসডে এবং আসন্ন শারদীয় দুর্গাৎসব উদযাপন উপলক্...

কুমিল্লার হোমনায় মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগে
কুমিল্লার হোমনায় মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ২২শ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।...

মোবাইলে অতিরিক্ত আসক্তি বকাঝকা করায় মায়ের সাথে অভিমান করে...
মোবাইলে অতিরিক্ত আসক্তি থেকে বিরত ও মনোযোগী হয়ে পড়াশুনার জন্য বকাঝকা করায় মায়ের সাথে অভিমান করে আ...

লালমাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি; নগদ টাকা ও স্বর্ণলংকার লুট
কাজী ইয়াকুব আলী নিমেল কুমিল্লার লালমাইয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা প্রবাসীর পিত...
ক্ষমতাচ্যুত হওয়ার পর যেখানে ছিলেন নেপালের প্রধানমন্ত্রী
ক্ষমতাচ্যুত হওয়ার পর নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি কোথায় লুকিয়ে ছিলেন তা অবশেষে সামনে...
রাজনীতিতে বিভক্তি চরমে জামায়াতসহ সাত দল রাজপথে
রাজনীতিতে কে কখন শত্রু হয়, কখন মিত্র হয় তা বলা মুশকিল। একসময়ের মিত্ররা এখন মুখোমুখি অবস্থানে। জুলাই...