
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Sep 2025, 11:16 AM

নাঙ্গলকোটে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, দম্পতি আটক

সাইফুল ইসলাম
নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধের জেরে জাকির হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে অন্ডোকোষ চেপে এবং পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মৌকরা ইউনিয়নের গোমকোট গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। এ ঘটনায় জাকির হোসেনের মেয়ে ৩জন আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার আসামী রবিউল হোসেন (৫০) ও তাঁর স্ত্রী রেহানা বেগমকে (৪৫) আটক করেছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জাকির হোসেন তার মেয়ে রৌশন আরা আক্তারকে পার্শ্ববর্তী বাড়ির কামাল হোসেনের কাছে বিয়ে দেন। বিয়ের পর কামাল হোসেন তার স্ত্রীকে ৩৪ দশমিক ৫ শতক জমি দান কবলা করে দেন। সংসার জীবনে তাদের একটি মেয়ে রয়েছে। ওই জমি নিয়ে কামালের পরিবারের সঙ্গে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে ওই জমিতে কামাল চাষাবাদ করতে গেলে কামালের বড় ভাই রবিউল ও তাঁর স্ত্রী রেহানা বাঁধা দেন। এ নিয়ে কামাল হোসেন ও তার শ্বশুর জাকির হোসেন এগিয়ে গেলে রবিউল, তার স্ত্রী রেহানা বেগম ও তার ছেলে নজরুল ইসলাম জাকির হোসেনকে টর্চলাইট দিয়ে এলোপাতাড়ি মারধর, কিলঘুষি ও অন্ডোকোষ চেপে ধরে শ^াসরোধ করে জাকির হোসেনকে আহত করে। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় জাকির হোসেনকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে নিহতের মেয়ে রৌশন আরা অভিযোগ করে বলেন, তাঁর বাবাকে লোহার টর্চলাইট দিয়ে পিটিয়ে ও অন্ডোকোষ চেপে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যাকান্ডের সঠিক বিচারের দাবি জানান।
তবে অভিযুক্ত নজরুল ইসলাম দাবি করে বলেন, দীঘদিন ধরে আমারে বাড়ির জায়গা নিয়ে আমার চাচার সঙ্গে বিরোধ চলে আসছে। গত ১৫-২০ বছর ধরে এ জমিটি আমরা চাষ করে আসছি। সেই অনুযায়ী মঙ্গলবার রাতে ওই জমিতে হাল চাষ করতে গেলে আমার চাচার শ্বশুর জাকির হোসেন ও চাচা কামাল হোসেন এসে বাঁধা দেয়। এনিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমার মাকে এলোপাতাড়ি পিঠাতে থাকে জাকির হোসেন ও চাচা কামাল হোসেন। পরে স্থানীয় লোকজন তাদের থামিয়ে দিলে যে যার মতোন করে বাড়িতে চলে যায়। পরে শুনি চাচার শ্বশুর জাকির হোসেন হার্ট এ্যাটাক করেছে। তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এখন আমাদের নামে মিথ্যা হত্যা মামলা দিয়েছে। আমরাও চাই ময়নাতদন্তের মাধ্যমে সঠিক ঘটনাটি বেরিয়ে আসুক।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জাকির হোসেনের মেয়ে রৌশন আরা তিনজনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এপর্যন্ত মামলার আসামী দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

চৌদ্দগ্রামে নাশকতা পরিকল্পনার অভিযোগে সাবেক চেয়ারম্যানসহ ২...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক র...

চৌদ্দগ্রামে বিদেশি মদ ও ওয়াকিটকি সহ ছাত্রলীগ নেতা রাকিব আ...
চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশি মদ, ওয়াকিটকি ও স্টীলের বিশেষায়িত লাঠি সহ মো: রাকিব...

দুর্গদুা পূজাকে ঘিরে কুমিল্লা জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা...
নিজস্ব প্রতিবেদকউৎসাহ উদ্দীপনার মধ্য দযি়ে উদযাপতি হবে সনাতন র্ধমাবলম্বীদরে সবচয়েে বড় র্ধমীয় উ...

দেবিদ্বার পৌরসভার মেয়র শামিম ফের গ্রেফতার
মোঃ আক্তার হোসেন কুমিল্লার দেবিদ্বার পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম শামিমকে আবারও গ্রেপ্তার কর...

চান্দিনায় যুবদল নেতার নিয়ন্ত্রণে থাকা কৃষিজমি ও খাল গিলে খা...
সোহেল রানাকুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ও বাতাঘাসী ইউনিয়ন জুড়ে যুবদল নেতার নিয়ন্ত্রণে চলছে ফসল...

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ তলিয়ে যাবে-ড. রেদোয়ান
চান্দিনা প্রতিনিধিলিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন-...
