প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Aug 2025, 11:07 AM
ভবিষ্যতে আর স্বৈরাচার ও ফ্যাসিস্টের জন্ম হওয়ার সুযোগ দেওয়া হবে না -জসিম উদ্দিন
মো. আনোয়ারুল ইসলাম
আব্দুল আলীম খান
ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন জসিম বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছি। হাসিনা পতন আন্দোলনে আমরা সেদিন কুমিল্লার বিভিন্ন এলাকায় অংশ নিয়েছি। আমাদের অনেক নেতাকর্মী সৈরাচার পতন আন্দোলনে আহত হয়েছিলেন। তাদের প্রত্যেকের পরিবারের কাছে আমরা গিয়েছি।
মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আয়োজিত র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় জসিম উদ্দিন জসিম বলেন, বিএনপি এ দেশের সাধারণ মানুষের দল। তাদের জন্যই রাজনীতি করে। সেই সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। ইনশাআল্লাহ।
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য কাজ করুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রাখুন। তবে স্বৈরাচারের দোসরদের মতো সাধারণ মানুষের ওপর কোনো অন্যায়-অবিচার করা যাবে না।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ রয়েছে, আগামীতে দেশে একটি পরিচ্ছন্ন, স্বচ্ছ ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আলম খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আমীর হোসেনের সঞ্চালনায় বিকাল চারটায় উপজেলা সিএনজি স্টেশন এলাকা থেকে র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে যোগ দেন।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহসিন কবির সরকার, মো. নজরুর ইসলাম, আনিসুর রহমান রিপন ভূইয়া চেয়ারম্যান, এনামুল হক মাসুদ সরকার, এডভোকেট মনিরুল ইসলাম সরকার, উপজেলা যুবদলের আহবায়ক মো. মোস্তফা জামান, সদস্য সচিব মো. এনামুল হক সুমন, সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. তাজুল ইসলাম মিঠু, শ্রমীক দলের সভাপতি মো. আবু কাউছার, সাধারণ সম্পাদক মো. কবির আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, কুষক দলের সভাপতি মো. মিজানুর রহমান খান, সাধারন সম্পাদক বদিউল আলম সম্রাট, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব মো. ফয়সাল কবির আখন্দসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
যারা ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে তারা দলের শত্রু-মনিরুল...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্র...
কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে স...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের এন.আর.ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে মানবিক কুম...
হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবীতে নগরীতে তৃণমূলের অবস্থান কর্মসূ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ সদর আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মনোনয়ন...
কুমিল্লায় আওয়ামী লীগের ৪৫ জন গ্রেফতার
মাহফুজ নান্টু কুমিল্লায় জননিরাপত্তা বিঘ্ন, জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযো...
ঝুঁকিপূর্ণ ভবনে কমিউনিটি ক্লিনিকের সেবা
মাসুদ রানা, কুমিল্লাগ্রামের মানুষের সেবা নেওয়ার একমাত্র ভরসা কমিউনিটি ক্লিনিক! শিশু থেকে বৃদ্ধ সকলে...
চান্দিনার ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে রাস্তা
সোহেল রানা, চান্দিনাকুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের শালীখা গ্রামে অবৈধভাবে পুকুরে ড্রেজ...