প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Oct 2025, 12:05 AM
তিতাসে দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ২৪ লাখ টাকায় রফাদফা
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসের আলোচিত মানিক মিয়া হত্যাকাণ্ডের ১৯ মাস পর ২৪ লাখ টাকায় রফাদফা করেছে বাদী ও বিবাদীপক্ষ। বুধবার বিকালে উপজেলার কানাইনগরে গ্রাম্য বৈঠকের মাধ্যমে এ সমাধান করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার নিহতের তিন সন্তান ও স্ত্রীর যৌথ এফবিআর হিসাব চালু করে ১০ লাখ টাকা স্থানীয় সোনালী ব্যাংকে রাখা হয়।
২০২৪ সালের ২১ মার্চ বেলা সাড়ে ১১টায় উপজেলার জগতপুর ইউনিয়নের কানাইনগর গ্রামের পশ্চিম পাড়া চকের বাড়ির দোকানে সিগারেট নাই বলাতে দোকানি মানিক মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। উক্ত ঘটনায় নিহতের পিতা মোখলেছুর রহমান বাদীয় হয়ে একই গ্রামের নায়েব আলী ভূঁইয়ার তিন ছেলে বাহাউদ্দিন, জালাল মিয়া ও আলাল মিয়া এবং নায়েব আলী ভূঁইয়াকে আসামী করে তিতাস থানা একটি হত্যা মামলা করেন। নিহত মানিক মিয়ার তিন সন্তানসহ স্ত্রী রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার বাদ যোহর উপজেলার কানাইনগর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিনের বাড়িতে একটি বৈঠক বসে। উক্ত বৈঠকে নিহতের পরিবারকে ২৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক বাদী মোখলেছুর রহমানকে ১২ লাখ, নিহতের স্ত্রী তাসলিমা আক্তারকে ২ লাখ এবং নাবালক তিন সন্তানকে ১০ লাখ টাকা ভাগ করে দেয়। তবে সংসারের সবচেয়ে ছোট ছেলের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ১০ লাখ টাকা যৌথ এফবিআর করে ব্যাংকে রাখা হয়েছে। এদিকে, স্ত্রী ও সন্তানদের সম্পূর্ণ টাকা না দিয়ে মামলার বাদী অর্থ্যাৎ নিহতের পিতা মোখলেছুর রহমান ১২ লাখ টাকা নেওয়ায় এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে।
জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আক্তারুল হক মাস্টার জানান, বাদী-বিবাদীর সম্মতিতে গ্রাম্য পঞ্চায়েতের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত সিদ্ধানের সময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সোনালী ব্যাংক পিএলসি তিতাস শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবুল কাশেম জানান, নিহতের ঘটনায় বাদী-বিবাদী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ১৭-১৮ জন ব্যাংকে এসেছিল। এ বিষয়ে বৃহস্পতিবার ১০ লাখ টাকার একটি যৌথ এফবিআর হিসাব খোলা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এ কেমন স্কুল ভবন!
একটি শিশুর জন্য বাড়ির পরই সবচেয়ে নিরাপদ স্থান স্কুল। কিন্তু বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের অবহেলা, অনা...
মামদানির বিজয়, মুসলিম কমিউনিটিতে আনন্দের বন্যা
বিশাল ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু ক্যুমোকে পরাজিত করে...
নির্বাচনি উত্তাপে দেশ
সারা দেশে জাতীয় নির্বাচনের জমজমাট হাওয়া শুরু হয়ে গেছে। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির বেশির ভাগ প্...
মনোনয়ন বঞ্চনায় কুমিল্লা দঃ জেলা বিএনপির তৃণমূলে ক্ষোভ ও বি...
আয়েশা আক্তারকুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর তৃণমূল পর্যায়ে ক্ষোভে ফুঁসছে...
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মো. সফ...
কাজী খোরশেদ আলমবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহবায়ক ও নির্বাহী সদস্য মো. স...
হেমন্ত প্রবাহমান নবান্নের হাতছানি
মোঃ জাহাঙ্গীর আলম, বরুড়াআজ ২০-শে কার্তিক বাংলা ঋতু চক্রের অন্যতম হলো "হেমন্ত" কার্তিক ও&...