
প্রতিবেদক: Alak Hossain | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Aug 2025, 1:19 AM

কেউ যাতে টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা না যায়: তাসনিম জারা

এফএনএস
জাতীয়
নাগরিক পার্টির
(এনসিপি) সিনিয়র
যুগ্ম সদস্য
সচিব ডা.
তাসনিম জারা
বলেছেন, প্রত্যেকটা
জায়গায় কিভাবে
আপনারা চিকিৎসাসেবায় বৈষম্যের শিকার হচ্ছেন, দুর্ভোগের
শিকার হচ্ছেন।
আমরা এমন
চিকিৎসা
ব্যবস্থা গড়ে
তুলবো যাতে
কেউ টাকার
অভাবে বিনা
চিকিৎসায়
মারা না
যায়। গতকাল
রোববার কেন্দ্রীয়
শহীদ মিনারে
এনসিপির ‘নতুন
বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা উপলক্ষে আয়োজিত
সমাবেশে তিনি
এ অঙ্গীকার
ব্যক্ত করেন।তাসনিম জারা
বলেন, আমরা
গতমাসে জুলাই
পদযাত্রায় গিয়েছিলাম, সেখানে আপনারা আপনাদের
স্বপ্নের ও
সমস্যার কথা
বলেছিলেন। আমাদের রাজনীতি আপনাদের সমস্যা
সমাধানের রাজনীতি।
আমরা এমন
জরুরি চিকিৎসা ব্যবস্থা
গড়ে তুলবো
যাতে অ্যাম্বুল্যান্সে
জরুরি চিকিৎসা শুরু
হয়ে যায়।
আমরা এমন
ব্যবস্থা গড়ে
তুলবো যাতে
বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য তথ্য
ডিজিটালই লিপিবদ্ধ
রাখবো। যাতে
তা হারিয়ে
না যায়।
ফলে অপ্রয়োজনীয়
টেস্ট এবং
ভুল চিকিৎসার সম্ভাবনা
কমবে। ডা.
জারা বলেন,
আমরা প্রাথমিক
স্বাস্থ্যখাত শক্তিশালী করে গড়ে তুলবো।
যাতে ঘরের
কাছে মানসম্মত
চিকিৎসা
পান। আমরা
মানসিক স্বাস্থ্যের
উন্নতি ঘটাবো।
অঞ্চলভিত্তিক বৈষম্য দূর করতে আমরা
বিভিন্ন অঞ্চলে
হৃদরোগসহ অন্যান্য
বিশেষায়িত কেন্দ্রস্থাপন করবো। চিকিৎসার
অভাবে যাতে
কারোর প্রাণহানি
না হয়
এমন চিকিৎসা ব্যবস্থা
আমরা গড়ে
তুলবো। তিনি
বলেন, আমাদের
অর্থনীতি এমন
হবে, কল্যাণমুখী
অর্থনীতি হবে
যাতে সবার
কর্মসংস্থান নিশ্চিত হবে। শুধু কর্মসংস্থান
নয়, এখানে
একটা চাকরি
নিশ্চিত হবে,
মর্যাদাপূর্ণ চাকরি নিশ্চিত হবে। শুধু
বেতন খেয়ে
পড়ে বাঁচার
অবস্থা এমন
কর্মসংস্থান আমরা চাই না। এমন
কর্মসংস্থান আমরা চাই, যেখানে নাগরিকের
মর্যাদা থাকবে
এবং ভালো
করে বাঁচার
সুযোগ দেবে।
আমরা এমনভাবে
সাজাবো যাতে
ন্যায্যভাবে আমাদের ধনী-গরিবের বৈষম্য
দূর হয়।তিনি বলেন,
আমরা এমন
রাজনীতি করবো
যাতে করে
বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয়
অংশগ্রহণ করতে
পারে। আমরা
জুলাই পদযাত্রায়
প্রত্যেকটা জেলায় দেখেছি তরুণেরা কতটা
উচ্ছাস ও
উদ্দীপনা নিয়ে
যোগ দিয়েছেন।
তারা ভাবছেন
দেশের কথা।
তারা স্বপ্নদেখছেন
দেশটা পরিবর্তন
করার, দেশটা
পরিবর্তন করবে।
কিন্তু তাদেরকে
ছোট করা
হচ্ছে। তারা
পরিবর্তন আনতে
পারবে না।
কিন্তু তারা
যেই স্বপ্ন
নিয়ে রাস্তায়
নেমে জীবন
দিয়েছে সেগুলো
আমাদের লালন
করতেই হবে।
আমাদের তরুণ
প্রজন্মকে আর আমাহত করা যাবে
না। তাদের
স্বপ্নকে আর
ভঙ্গ করা
যাবে না
তাহলে আমরা
সংকটের মধ্যে
পড়বো। তরুণদের
বাংলাদেশ গড়তেই
হবে।আমরা
এমন রাজনীতি
করবো যাতে
নারীরা রাজনীতিতে
অংশ নিতে
পারে। তারা
রাজনীতি করতে
পারবে, নির্বাচনে
অংশ নিতে
পারবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

নতুন বাংলাদেশের ইশতেহার রাজনৈতিক রূপকল্প ঘোষণা এনসিপির
এফএনএসনতুন সংবিধান ও ‘সেকেন্ড রিপাবলিক’ এবং জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচারের প্রতিশ্রুতি রেখে ‘...

মুজিববাদী সংবিধান আর রাখতে চাই না: সারজিস
এফএনএস জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আমরা স্প...

এখন আমাদের কাজ করার সময়: হাসনাত
এফএনএস জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এখন...

অধ্যাপক আবদুল ওহাব
আসিফ তরুণাভআজ ৪ আগস্ট, দৈনিক রূপসী বাংলা পরিবারের জন্য শোকাবহ দিন। ২০০৩ সনের এ দিনে পৃথিবীর...

চৌদ্দগ্রামে কিন্ডারগার্টেন শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষ...
চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন’ এর...

মানবিক কুমিল্লার ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেল স...
সংবাদ বিজ্ঞপ্তিকুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠি...
