
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jul 2025, 1:07 PM

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত

এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় হাফেজ মো: মোফাজ্জল হোসেন তৈয়ব প্রকাশ ফাহাদ মোল্লা (১৭) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। নিহত ফাহাদ উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি পূর্বপাড়া মোল্লা বাড়ীর মো: মীর হোসেন মোল্লার একমাত্র ছেলে এবং স্থানীয় মরকটা ইসলামিয়া আলিম মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচাতো ভাই প্রবাসী মো: সানজিম মোল্লা।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩০ জুলাই) দুপুরে মোফাজ্জল হোসেন ফাহাদ তার জেঠাতো ভাই সানজিম মোল্লা সহ জেঠাতো বোন মোসা: রুবির স্বামীর বাড়ি পাশ^বর্তী মরকটা গ্রামে দাওয়াত খেতে যায়। দাওয়াত খেয়ে কিছুক্ষণ বিশ্রাম করে জেঠাতো ভাইয়ের মোটরসাইকেল নিয়ে বিকাল তিনটায় একা একা নিজ বাড়ীর উদ্দেশ্যে আসার সময় শাহ ফখরুদ্দীন সড়কের করপাটি দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। এ সময় তার মাথা, গলার ডানপাশ, পেট সহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক কাটাছেড়া রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল অনুমান সাড়ে চারটায় হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আইনী প্রক্রিয়া শেষে সন্ধ্যায় তাকে বাড়িতে আনা হলে পরিবার সহ সমগ্র গ্রামে শোকের ছায়া নেমে আসে। জানা গেছে, সে গত দুই বছর পূর্বে উপজেলার বাতিসা ইউনিয়নের দৈয়ারা নূরানী হাফেজিয়া মাদরাসা থেকে হেফজ পড়া শেষ করে মরকটা ইসলামিয়া আলিম মাদরাসায় অষ্টম শ্রেণিতে ভর্তি হয়। বর্তমানে সে ওই মাদরাসার নবম শ্রেণির ছাত্র। তিন বোনের একমাত্র আদরের ভাই ছিল সে। বৃহস্পতিবার সকাল নয়টায় করপাটি পূর্বপাড়া বায়তুন নূর জামে মসজিদ মাঠে নিহতের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জানা গেছে। নিহত মেধাবী শিক্ষার্থী ফাহাদকে এক নজর দেখতে আশেপাশের গ্রাম থেকে ছুটে আসছে তার শিক্ষক-সহপাঠীরা সহ আত্মীয়-স্বজনগণ। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়েছে। দেখতে আসা আত্মীয়রা কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসাচ্ছেন।
এদিকে পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে মা-বাবা, বোন সহ আত্মীয়-স্বজনরা বারবার কান্নায় মূর্ছা যাচ্ছেন। পরিবারে বইছে শোকের মাতম। স্বজনদের গগনবিদারী চিৎকারে যেন আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

নবীনগরে বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়া...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের আদালত পুকুরের পূর্ব পাড়ে অবস্থিত বউসাজ বিউ...

শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় কুবি শিক্ষক
ওবায়দুল্লাহ, কুবি প্রতিনিধিবিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর এক তালিকায় ¯’ান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ...

লালমাইয়ে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদকলালমাই উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযো...

‘অর্ন্তর্বতী সরকাররে আমলইে কুমল্লিা বভিাগ প্রতষ্ঠিা সম্ভব’
“কুমল্লিা নামইে বভিাগ—দাবি নয়, এটি অধকিার” এই স্লোগানকে সামনে রখেে ঢাকায় জাতীয় প্রসেক্লাবে আয়োজতি এক...

বাঞ্ছারামপুরে একদিনে ৭২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ফয়সল আহমেদ খানবাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা জরিমানাসহ আবাসিক ও বানিজ্যকি মিলিয়প...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক, প্লেন থেকে নে...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিদেশি নাগরিকদের মধ্যে। বিশেষ করে ভারতীয় স...
