
প্রতিবেদক: Alak Hossain | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jul 2025, 10:56 AM

ব্রাহ্মণপাড়ায় ঘরে ঘরে জ্বর ডেঙ্গু করোনা নিয়ে আতঙ্ক

মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু ও করোনা রোগের উপসর্গ নিয়ে ঘরে ঘরে জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। জ্বরে আক্রান্ত বেশিরভাগ রোগীর মধ্যে তীব্র জ্বর, বমি, পেটব্যথা, ডায়রিয়া, শরীর ব্যথা, মাথাব্যথা, সর্দি-কাশি ও নাক দিয়ে পানি পড়ার মতো নানা উপসর্গ রয়েছে।
এদিকে সংশ্লিষ্ট চিকিৎসকরা বলছে, এ সময়টায় মৌসুমি জ্বরের প্রকোপ চলছে। তবে এই ভাইরাল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তের পাশাপাশি ডেঙ্গু ও করোনা ভাইরাসের সংক্রমণও বৃদ্ধি পাচ্ছে। যার ফলে রোগী ও রোগীর স্বজনদের মধ্যে ডেঙ্গু ও করোনা আতঙ্ক দেখা যাচ্ছে। এ ক্ষেত্রে বাড়ির পাশের ফার্মেসিতে বা পল্লী চকিৎসকের কাছ থেকে ভুল চিকিৎসা না নিয়ে রোগের শুরুতেই রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। তবে জ্বর বা যেকোনো উপসর্গ নিয়ে আতঙ্কিত না হয়ে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার বিকল্প নেই বলে উল্লেখ করেন চিকিৎসকরা।
সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ, জরুরি ও আন্তঃবিভাগ ঘুরে দেখা গেছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা ও চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে জ্বরসহ ডেঙ্গু ও করোনা উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যাই বেশি। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীরা অসুস্থতাজনিত কারণে বেশি দুর্বল হয়ে পড়ছে। এসব রোগীদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অধিকাংশ রোগীকেই চিকিৎসাপত্র ও রোগপ্রতিরোধমূলজ পরামর্শ দিয়ে বাড়ি পাঠানো হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে শিশু মুনতাহাকে ( ৬ ) নিয়ে এসেছেন তার মা সোনিয়া আক্তার রুবি। মুনতাহা গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছে। জ্বরের সাথে তার শরীর ব্যথা, মাথাব্যথা ও বমির উপসর্গ রয়েছে। অসুস্থতার শুরুতে তাকে পল্লী চিকিৎসক থেকে ওষুধ নিয়ে খাওয়ানো হয়। কোনো আরোগ্য না দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে তাকে।
শিশু মুনতাহার মা সোনিয়া আক্তার রুবি বলেন, ওষুধ খাওয়ালে জ্বর ছাড়ে, তবে কয়েকঘন্টার মধ্যেই আবার জ্বর ফেরত আসে। কখনো কখনো তীব্র জ্বর আসে, তখন প্যারাসিটামল সাপোজিটরি ব্যবহার করতে হয়। কয়েকদিনের অসুস্থতায় আমার মেয়ে অনেক দুর্বল হয়ে পড়েছে, তাই হাসপাতালে নিয়ে এসেছি।
শিশু আয়ান ইসলামকে ( ৪ ) হাসপাতালের বহির্বিভাগে নিয়ে এসেছেন তার মা ইয়াসমিন আক্তার। তিনি বলেন, শিশু আয়ান জ্বর ও ডায়রিয়াজনিত অসুস্থতায় ভুগছে। সর্দি-কাশিও রয়েছে তার। বাড়ির পাশের ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ না হওয়ায় আয়ানকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন আঁখি নামে এক নারী। তিনি উপজেলার পূর্ব পুমকারা এলাকার বাসিন্দা। তিনি তীব্র জ্বর, শরীর ব্যথা ও মাথাব্যথায় ভুগছেন। দুদিন চিকিৎসা নিয়ে এখন তিনি কিছুটা আরোগ্য অনুভব করছেন। তবে নতুন করে তার কাশির উপসর্গ দেখা দিয়েছে। কাশির জন্যও তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেন চিকিৎসক।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন সুমন মিয়া ( ২৭ )। তিনি উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল এলাকার বাসিন্দা। গত দুইদিন যাবত জ্বর, তীব্র মাথাব্যথা, কাশি ও পেটব্যথাজনিত অসুস্থতায় ভুগছেন তিনি। ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খেয়েও কোনো উপকার না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসাপত্র নিয়েছেন। তিনি বলেন, যখন শরীরে জ্বর উঠতে শুরু করে তখন থেকেই মাথাব্যথাও শুরু হয়। কাশতে কাশতে বুকেও ব্যথা হচ্ছে। হাসপাতালের ইমারজেন্সিতে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার ওষুধ লিখে দিয়েছেন।
উপজেলার শিদলাই ইউনিয়নের লাড়ুচৌ এলাকা থেকে তীব্র জ্বর ও মাথাব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এসেছেন নবীর হোসেন ( ৩২ )। একদিন আগে তিনি জ্বরে আক্রান্ত হন। একদিনের জ্বরেই তিনি শারীরিকভাবে বেশি দুর্বল হয়ে পড়েন। নবীর হোসেন বলেন, শরীর কাঁপিয়ে তীব্র জ্বর আসে। জ্বরের সাথে তীব্র মাথাব্যথা হচ্ছে। নাক দিয়ে পানি পড়ছে। ফার্মেসি থেকে নাপা ট্যাবলেট নিয়ে খেয়েছিলাম। ওষুধ খেলে কিছু সময়ের জন্য জ্বর কমলেও আবার জ্বর ফেরত আসে। শরীর খুব দুর্বল হয়ে পড়েছে। তাই হাসপাতালে এসেছি ডাক্তারের পরামর্শ নিতে।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, সারাদেশেই ডেঙ্গু ও করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে স্বাস্থ্য বিভাগ নানা উদ্যোগ গ্রহণ করেছে। মানুষকে সচেতন করে তুলতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
তিনি বলেন, এই সময়টায় মৌসুমি জ্বরের প্রকোপ চলছে। মানুষের অসুস্থতা বৃদ্ধি পাচ্ছে। তবে এ সময়ের জ্বরকে সাধারণ জ্বর ভেবে অবহেলা করাও চলবে না। যেহেতু ডেঙ্গু ও করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সেহেতু অবশ্যই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে অথবা কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে।
তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু ও করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করার পাশাপাশি নানা কর্মসূচি নিয়ে মাঠে কাজ করছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ...
এফএনএস জুলাই গণঅভ্যুত্থানে আগে ১৫ বছরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠন...

সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবি নিয়ে এগিয়ে যাবো আমরা:...
এফএনএস জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার, বিচার ও নতুন সংবিধানের...

কর্ণেল আজিম মানুষের কল্যাণে কাজ করে গেছেন -দোলা
আবুল কালাম আজাদকুমিলা - ৯ (লাকসাম - মনোহরগঞ্জ ) আসনের বিএনপির দলীয় প্রয়াত এমপি কর্ণেল ( অব.)&n...

মওদুদ শুভ্র'র দায়ের করা মামলার আসামীসহ সাইবার অপরাধীদের খু...
নিজস্ব প্রতিবেদকগত ৯ বছর ধরে নানা অন্যায়ের শিকার হচ্ছেন নগরীর ৪নং ওয়ার্ড পুরাতন চৌধুরী পাড়ার, ইসলামপ...

রোদ বৃষ্টির খেলায় কুমিল্লায় বাড়ছে রোগ বালাই
অশোক বড়–য়াঋতু পরিক্রমায় এখন বর্ষাকাল। শ্রাবণের এই দিনগুলোতে বৃষ্টির সাথে প্রকৃতি শীতল হয়ে আসে। কিন্ত...

দেবিদ্বারে সেমিনার ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
মোঃ ফখরুল ইসলাম সাগর কুমিল্লার দেবিদ্বারে “চতুর্থ শিল্প বিপ্লব, চাকরির ক্ষেত্র ও প্রযুক্তিগত...
