প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Jan 2026, 9:26 AM
বুড়িচংয়ে আওয়ামীলীগ নেতা কুদ্দুস গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং উপজেলায় উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল কুদ্দুসকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে পৌরসভার হরিপুর গ্রামে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে। বৃহস্পতিবার বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং থানার এএসআই শাহ পরানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আবদুল কুদ্দুসকে হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা ও গুরুতর অভিযোগ থাকায় পুলিশ এ ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ আরও জানায়, গত জুলাইুআগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আবদুল কুদ্দুসের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং নাশকতার পরিকল্পনার অভিযোগেও তাকে আটক করা হয়েছে।এছাড়াও তিনি স্থানীয়দের কাছে জুয়ারী ও সুদি কুদ্দুস নামে বেশ পরিচিত।
আটকের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, আবদুল কুদ্দুসের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক সরকারের সময়ে আবদুল কুদ্দুস দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ আগস্ট থেকে তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন বলেও জানা যায়। পুলিশ সূত্রে আরও জানা যায়, আটক আবদুল কুদ্দুস (৫৫) বুড়িচং উপজেলার হরিপুর (দক্ষিণ-পশ্চিম পাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত মোঃ আঃ বারেক। তার বিরুদ্ধে বুড়িচং থানায় বিস্ফোরক আইনে মামলা চলমান রয়েছে। পুলিশ জানায়, আটককৃত আসামিকে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ভোটার সচেতনতায় জেলা তথ্য অফিসের ‘ট্রাক সঙ্গী...
নিজস্ব প্রতিবেদকআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে...
দেশে না থেকেও আসামী হলেন ইংল্যান্ড প্রবাসী
নাজমুল করিম ফারুক, তিতাস কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি ও স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের মধ...
সৎ ও আল্লাহভীরু নেতৃত্ব ছাড়া ন্যায়ভিত্তিক বাংলাদেশ সম্ভব ন...
কাজী খোরশেদ আলমআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ...
নাঙ্গলকোটে পুকুর থেকে ৪ দিন পর অটোরিক্সা চালকের লাশ উদ্ধার
নাঙ্গলকোট প্রতিনিধিকুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় গ্রামের পূর্বপাড়ায় রাস্তার পাশে একটি পুকুর থেকে বৃহ...
নেতা নয় জনতার সাথে পরামর্শ করেই চলবে মুরাদনগর-কায়কোবাদ
মহিউদ্দিন আকাশনেতাদের কথায় নয় এ মুরাদনগরের জনগণের সাথে পরামর্শ করেই মুরাদনগর পরিচালনা করা হবে। এখানে...
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কুমিল্লা ও চাঁদপুর...
মাহফুজ নান্টুআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন ক...