প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Dec 2025, 11:27 PM
নবীনগরে বিলিম্বি ফলে প্রচুর বাণিজ্যিক সম্ভাবনা
নবীনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফলের নাম বিলিম্বি। নবীনগরের একটি ঐতিহ্যবাহী টক ফল এটি। রসালো ও মুখরোচক ফলটি তরকারিতে অপূর্ব স্বাদ এনে দেয়। দেশের অন্য কোথাও বিলিম্বি ফল সাধারণত চোখে পড়ে না। তবে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সীমিত আকারে এ ফলের চাষ হয় বলে জানা গেছে। এই ফল দেখতে অনেকটা লম্বা সাইজের টমেটোর মত। রং হালকা সবুজ তবে পাকা অবস্থায় ধারণ করে হলুদ বর্ণ। তেঁতুলের মতো এতোটা কড়া টক নয় এই ফল মাছের তরকারি আর ডালে ব্যবহৃত হয় বেশি। তাছাড়া আচার করা যায় । বিলিম্বি বারোমাসি ফল। এ ফলের গাছ ১২ থেকে ১৫ ফুট পর্যন্ত উঁচু হয়। গাছের ডালে সমাহার চিরল পাতার।
একটি গাছ একনাগাড়ে ফল দেয় ১৫ থেকে ২০ বছর। প্রতিটি ডালে ধরে প্রচুর ফল। একটি গাছ বর্ষায় ১০০ কেজি এবং শীতকালে ৫০ কেজি পরিমাণ এর ফলন দিতে পারে। গোড়ায় পানি জমলে গাছ মারা যায়। বিলিম্বির চারা হয় বীজ থেকে। ৩ বছরে ফল ধরে। ফুল থেকে ফল হওয়ার ১৫ দিনের মধ্যে হয় খাওয়ার উপযোগী।
গাছ থেকে পাড়ার দুই তিন দিন পরে পচে যায় এ ফল। পাছা চেটে দিলে ফলন বেশি হয়। স্থানীয় বাজারে প্রতি কেজি বিলিম্বি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। নবীনগরে বিলিম্বি গাছ সংগ্রহ ইতিহাস ও বেশ প্রাচীন। প্রায় শত বছর আগে নবীনগরের তৎকালীন পোস্ট মাস্টার ইয়াকুব আলী চৌধুরী তার ব্যক্তিগত বিভাগের জন্য এই গাছের চারা সংগ্রহ করেন। স্থানীয় আদালতের চাপরাশি নরেন্দ্র চন্দ্র মোদি এনে দেন এ চারা।
বর্তমানে এখানকার বেশকিছু বাড়িতেই বিলিম্বি গাছ রয়েছে। শুধু তাই নয়, এলাকার বিলম্বি চারা অনেকেই শখ করে নিয়ে গেছেন ইউরোপ-আমেরিকা ও মধ্যপ্রাচ্যে। ওখানে কী নাম, তা জানা যায়নি। তবে স্থানীয়ভাবে পরিচিতি রয়েছে বিলিম্বি নামে। অনেকের অভিমত কৃষি বিভাগের উদ্যোগে নবীনগরে ঐতিহ্যবাহী ফলের পুষ্টি গুণাগুণ নির্ণয় করা দরকার। তাছাড়া বাণিজ্যিক ভিত্তিতে বিবেচনা করা যেতে পারে তরকারি এবং আচার হিসেবে বিলিম্বের সম্ভাবনাকে।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, এটি টক জাতীয় ফল। ডাল এবং মাছের সঙ্গে অল্প পরিমাণে লম্বালম্বি কেটে রেঁধে খাওয়া যায়। এগুলো থাইল্যান্ড-মালয়েশিয়ার ফল। সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই জোনগুলোতে বেশি পরিমাণে হচ্ছে। তবে এই ফলটি দেশের অন্যান্য অঞ্চলগুলোতে আস্তে আস্তে ছড়াচ্ছে। উপজেলা কৃষি অফিসও এটি রোপণে উদ্বুদ্ধ করছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মনোনয়ন সংগ্রহ করে নির্বাচনের মাঠে সক্রিয় মনিরুল হক সাক্কু
আয়েশা আক্তারকুমিল্লা-৬ সদর আসনে মনোনয়ন সংগ্রহ করে আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এসেছেন কুসিকের সাবেক...
নির্বাচন নিয়ে যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় আইন শৃঙ্খলাবাহিনীকে...
আয়েশা আক্তারকুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়...
কুমিল্লা-১০ আসনে বিএনপি'র মনোনয়ন সংগ্রহ করলেন সোহানা শিউলী
ফজলুল হক জয়আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার একমাত্র নারী প্রার্থী হিসেবে বি...
মুরাদনগরে মহিলা দল সভাপতির উপর মোটরসাইকেল উঠিয়ে দেয়ার অভিযোগ
মহিউদ্দিন আকাশকুমিল্লার মুরাদনগরের ধামঘর ইউনিয়নের পরমতলায় তারেক রহমান রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিত...
কৃষিকাজে বাড়তি আয়ের পথ করে নিয়েছেন ব্রাহ্মণপাড়ার নারীরা
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ার নারীরা ঘরের কাজের পাশাপাশি কৃষিকাজ করে আসছে বহুকাল ধরে। রব...
কুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজে বার্ষিক পরীক্ষার ফলা...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও...