প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Nov 2025, 9:48 PM
কুমিল্লায় বিএনপির সমাবেশ ঘিরে উৎকন্ঠা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ,র্যাব, পুলিশ মোতায়েন
আয়েশা আক্তার
কুমিল্লা টাউন হলে বিএনপির নির্ধারিত সমাবেশকে কেন্দ্র করে পুরো শহরজুড়ে তীব্র উত্তেজনা উৎকন্ঠা ও থমথমে পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই টাউন হলের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়। সম্ভাব্য সংঘাত বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাবকে মোতায়েন করা হয়েছে। কুমিল্লা টাউন হলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুমিল্লা টাউন হলে রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত উত্তেজনার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাব মোতায়েন করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকেই পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রাত ১০টা এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সমাবেশ স্থলে মনিরুল হক চৌধুরীর গ্রুপের নেতাকর্মীরা দফায় দফায় স্লোগান দিচ্ছেন। তবে হাজী আমিন উর রশিদ ইয়াছিন গ্রুপের নেতাকর্মীদের আনাগোনার্ থাকলেও কোন অঘটন ঘটেনি।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করতেই এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সমাবেশ ঘিরে দুই পক্ষের উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে—এমন আশঙ্কায় প্রশাসন শুরু থেকেই সতর্ক অবস্থানে রয়েছে। সেনাবাহিনী ও র্যাবের উপস্থিতি স্থানীয়দের মাঝে কিছুটা স্বস্তি এনে দিলেও অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।
টাউন হলের আশপাশের এলাকায় দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক থাকলেও সাধারণ মানুষের চলাচল কিছুটা কমে গেছে। সকাল থেকেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের টহল ও অবস্থান দৃশ্যমান, ফলে সবাই পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার আশা করছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইফুল মালিক জানান, “আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তেজনা ছড়ানোর কোনো সুযোগ দেওয়া হবে না।” এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন। নিরাপত্তা বাহিনীর টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
উল্লেখ্য আজ ২০ নভেম্বর নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে মনিরুল হক চৌধুরী এবং হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন গ্রুপ সমাবেশ ডেকেছে। বিএনপির দুই গ্রুপের পৃথক সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। একই দিনের কাছাকাছি সময়ে দুই গ্রুপের কর্মসূচি ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে শঙ্কা—কখন কী অনাকাক্ষিত ঘটনা ঘটে যায়। জানা যায় , বিএনপি প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী কুমিল্লা টাউনহলে নির্বাচনি গণসংযোগ করার অনুমোদন টাউন হল থেকে আগেই নিয়ে নিয়েছিলেন। মনোনয়ন বঞ্চিত হাজী আমিন-উর-রশিদ ইয়াছিনের পক্ষে আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান টাউনহল সমাবেশ করার জন্য টাউনহল কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির একাংশ টাউন হল চত্বরে নিজেদের সমাবেশের প্রস্তুতি নিলেও অপর গ্রুপও একই স্থানে সমাবেশের ঘোষণা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে সামান্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। সমর্থকদের মধ্যে বিক্ষিপ্ত বাক-বিতণ্ডা ও অবস্থান নিয়ে দ্বন্দ্ব দেখা শহরজুড়ে গুজব ছড়িয়ে পড়ে যে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লালমাইয়ে বাস-ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে নিহত-১ আহত অর্ধশ...
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাস ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে ট্রাক্টর চালক জসীম উদ্দিন...
মুরাদনগরে পুলিশের অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদকুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছ...
অবৈধভাবে মাটি উত্তোলন ৫০ হাজার টাকা জরিমানা আদায়
মোঃ জাহাঙ্গীর আলম, বরুড়াকুমিল্লার বরুড়ায় অবৈধ ভাবে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা...
তিতাসে শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার প্রধান আসামী গ্রেফতার
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় মূল আসামী জামাল সিকদারকে গ্রেফত...
কুয়েতে চৌদ্দগ্রামের যুবকের রহস্যজনক মৃত্যু প্রতিবেশি কর্তৃক...
এমরান হোসেন বাপ্পিকুয়েতে মো. শাহজাহান রনি (২৫) নামে কুমিল্লার এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববা...
বুড়িচং-ব্রাহ্মণপাড়ার জনগণের পাশে ছিলাম আছি থাকবো-আলাউদ্দি...
মোঃ আবদুল আলীম খানকুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জনগণের পাশে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকবেন,...