প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Oct 2025, 8:21 AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণের ফি বৃদ্ধি, প্রতিবাদে মানববন্ধন
কুমিল্লা প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফরম পূরণসহ অন্যান্য ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে মানববন্ধন করেন ছাত্রছাত্রীরা। এর পূর্বে অধ্যক্ষের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি পাঠান তারা। তাদের দাবি, ফি কমানো হলে ফরম ফিলাপ করবেন, নইলে করবেন না।
মানববন্ধনে অনার্স ও বিএড শ্রেণির অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। বক্তব্য রাখেন ইয়াছিন আরাফাত, সুবর্ণা চৌধুরী, জহিরুল ইসলাম, রাশেদ ইকবাল, আশিক ভূঁইয়া। তারা বলেন, গত ছয় মাস পূর্বে ফরম ফিলাপ ছিল ৪৫০০ টাকা, এখন ৭৮০০ টাকা।
মৌখিক পরীক্ষার ফি আগে ছিল ৫০০ টাকা, বর্তমানে ৭০০ টাকা। আমরা ইনকোর্স পরীক্ষার ফি দিয়ে ভর্তি হয়েছি কিন্তু নতুন করে ইনকোর্স পরীক্ষার ফি অতিরিক্ত সংযোজন করা হয়েছে ৬০০।
মানববন্ধন শেষে কলেজ ক্যাম্পাসে মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলে সংস্কারের নামে চাঁদাবাজি, বন্ধ করো, করতে হবে। অযৌক্তিক ফরম ফিলাপ ফি বন্ধ করো, করতে হবে। শিক্ষা বাণিজ্য নয়, শিক্ষা অধিকার।
সুবর্ণা চৌধুরী নামে এক শিক্ষার্থী বলেন, সারাদেশে ১৪টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ আছে। যদি এ শিক্ষাবাণিজ্য বন্ধ না করা হয়, ফি যদি না কমানো হয়, আমরা ফরম পূরণ করব না। আমরা অনার্স-মাস্টার্স শেষ করে এখন বেকার। না পারি পরিবার থেকে টাকা নিতে, না আমাদের কোনো চাকরি আছে।
এ বিষয়ে অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী আকতার জানান, ফি কমানোর বিষয়ে শিক্ষার্থীরা একটি আবেদন জমা দিয়েছে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠিয়েছি। এখানে যারা পড়ে মোটামুটি সবাই নিম্নবিত্ত পরিবারের সদস্য। বিএড ক্লাসের ফরম ফিলাপ বাবদ ২৮০০ টাকা ফি বৃদ্ধি করা হয়েছে। তা কমানোর প্রয়োজন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এ কেমন স্কুল ভবন!
একটি শিশুর জন্য বাড়ির পরই সবচেয়ে নিরাপদ স্থান স্কুল। কিন্তু বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের অবহেলা, অনা...
মামদানির বিজয়, মুসলিম কমিউনিটিতে আনন্দের বন্যা
বিশাল ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু ক্যুমোকে পরাজিত করে...
নির্বাচনি উত্তাপে দেশ
সারা দেশে জাতীয় নির্বাচনের জমজমাট হাওয়া শুরু হয়ে গেছে। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির বেশির ভাগ প্...
মনোনয়ন বঞ্চনায় কুমিল্লা দঃ জেলা বিএনপির তৃণমূলে ক্ষোভ ও বি...
আয়েশা আক্তারকুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর তৃণমূল পর্যায়ে ক্ষোভে ফুঁসছে...
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মো. সফ...
কাজী খোরশেদ আলমবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহবায়ক ও নির্বাহী সদস্য মো. স...
হেমন্ত প্রবাহমান নবান্নের হাতছানি
মোঃ জাহাঙ্গীর আলম, বরুড়াআজ ২০-শে কার্তিক বাংলা ঋতু চক্রের অন্যতম হলো "হেমন্ত" কার্তিক ও&...