
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Sep 2025, 10:13 AM

জোর পূর্বক প্রবাসীর বউকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

মাসুদ রানা, কুমিল্লা
কুমিল্লার লালমাই উপজেলার বারাইপুর গ্রামের প্রবাসী হাবিবের বউকে মারদর করে জোর পূর্বক স্বামীর বসতঘর থেকে বের করে দেওয়া হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী ইয়াসমিন আক্তর। বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানা পুলিশ। ঘটনার সাথে সম্পৃক্ত নিজের শ্বশুর ইসমাইল হোসেনকে প্রথম, দেবর আবদুর রহমানকে দ্বিতীয় ও পাশের বাড়ির দেবর ছাত্রদল নেতা হাবিবকে তৃতীয় নম্বর আসামী করে গত বৃহস্পতিবার (৪ সেপ্টম্বর) এই অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ৩ সেপ্টেম্বর বিকালে ভুক্তভোগী ইয়াসমিন আক্তারের শ্বশুর তার ঘরে প্রবেশ করে তাকে গলা টিপে দরে এবং ছোট ছেলে মিজবাহ ইসলাম এগিয়ে আসলে তাকেও আগাত করে। ভুক্তভোগী কোন প্রকার কিনারা না পেয়ে ৯৯৯ কল করলে ঘটনাস্থলে ভূশ্চি তদন্ত কেন্দ্রের এসআই আমিনুর রহমান যান। এবং বিষয়টি শুনে লিখিত নিয়ে আসেন। কিন্তু ঘটনাস্থল থেকে পুলিশ চলে আসার সাথে সাথেই ছাত্রদল নেতা হাবিব কয়েকজনকে সাথে নিয়ে ঘটনাস্থলে আসা ভুক্তভোগীর মায়ের ব্যাগ থেকে টাকা নিয়ে নেয়। এবং পরে এক কাপড়ে টেনে হিছড়ে প্রবাসী হাবিবুর রহমানের স্ত্রী ইয়াসমিন আক্তারকে ঘর থেকে বের করে দেয়।
এই বিষয়ে ভুক্তভোগী ইয়াসমিন আক্তার বলেন, গত কিছুদিন যাবৎ হাবিব আমাকে নানা ভাবে কুপ্রস্তাবে দিয়ে আসছিল। তাছাড়া, আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদাও দাবি করেছে। আমার শ্বাশুড়ি মারা যাওয়ার পর আমার শ্বশুর দ্বিতীয় বিবাহ করার পর থেকেই আমার স্বামীকে বিভিন্ন বিষয়ে প্রায়ই সময় গালমন্দ করে আসছেন আমার শ্বশুর। আমার স্বামী প্রবাসে থাকা অবস্থায় আমার ঘরের বিদুৎতের লাইন কেটে দিয়েছেন। পানির লাইন বন্ধ করে দিয়েছেন। আমি ওনাদের জ্বালায় অতিষ্ঠ শেষ পর্যন্ত আমাকে ঘরের বাহিরও করে দিয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এছাড়া, ঘটনারদিন ভূশ্চি তদন্ত কেন্দ্রের পুলিশের কথাই আমি দরজা খুলেছি। তারপরই হেনস্থার স্বীকার হয়েছি।
ঘটনার বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা হাবিব বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট, আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য ষড়যন্ত্র চলছে, দ্রুত সোশাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ পাবে। ঘটনার বিষয়ে ভূশ্চি তদন্ত কেন্দ্রের এসআই আমিনুর রহমান বলেন, ৯৯৯ কল দেওয়ার পর আমি ঘটনাস্থলে যাই। এবং ঘটনার বিষয় শুনে আসি। পরবর্তীতে থানার অভিযোগ করতেও বলি। এই বিষয়ে লালমাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

চৌদ্দগ্রামে নাশকতা পরিকল্পনার অভিযোগে সাবেক চেয়ারম্যানসহ ২...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক র...

চৌদ্দগ্রামে বিদেশি মদ ও ওয়াকিটকি সহ ছাত্রলীগ নেতা রাকিব আ...
চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশি মদ, ওয়াকিটকি ও স্টীলের বিশেষায়িত লাঠি সহ মো: রাকিব...

দুর্গদুা পূজাকে ঘিরে কুমিল্লা জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা...
নিজস্ব প্রতিবেদকউৎসাহ উদ্দীপনার মধ্য দযি়ে উদযাপতি হবে সনাতন র্ধমাবলম্বীদরে সবচয়েে বড় র্ধমীয় উ...

দেবিদ্বার পৌরসভার মেয়র শামিম ফের গ্রেফতার
মোঃ আক্তার হোসেন কুমিল্লার দেবিদ্বার পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম শামিমকে আবারও গ্রেপ্তার কর...

চান্দিনায় যুবদল নেতার নিয়ন্ত্রণে থাকা কৃষিজমি ও খাল গিলে খা...
সোহেল রানাকুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ও বাতাঘাসী ইউনিয়ন জুড়ে যুবদল নেতার নিয়ন্ত্রণে চলছে ফসল...

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ তলিয়ে যাবে-ড. রেদোয়ান
চান্দিনা প্রতিনিধিলিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন-...
