প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jan 2026, 8:10 AM
নবীনগরে জনপ্রিয় হচ্ছে জিরো টিলেজ আবাদ
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে জিরো টিলেজ বা শূণ্য চাষে আবাদ পদ্ধতি। জমি চাষ না করে কিংবা স্বল্প চাষে ফসল উৎপাদনের এই কৌশল কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করছে। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জিরো টিলেজ পদ্ধতিতে জমি চাষ না করে আগের ফসলের অবশিষ্টাংশ রেখে সরাসরি বীজ বপন করা হয়। এতে উৎপাদন খরচ কমে, সময় ও শ্রম সাশ্রয় হয়। নবীনগরে সরিষা, মসুর, খেসারি, রসুন ফসলে এই পদ্ধতিতে ভালো ফলন দিচ্ছে। হালকা বালি-মাটিতে বাদামও জিরো টিলেজে আবাদ করা হয়েছে। রাজস্ব অর্থায়নে কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এবং বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সাস্টেইনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপারেডনেস অ্যান্ড রেসপন্স প্রকল্প (বি-স্ট্রং) এর আওতায় নবীনগর উপজেলায় চলতি বোরো মৌসুমে জিরো টিলেজ বা শূণ্য চাষের আওতায় ২১ টি ইউনিয়নের শতাধিক স্থানে বাদাম, সরিষা এবং ডালজাতীয় ফসল আবাদ করা হয়েছে। শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষক জনাব রাজিব মিয়া জানান, আমাদের ব্লকের উপসহকারী কৃষি অফিসার আবুল হোসেন পরামর্শে আমি শূণ্য চাষে সরিষা ছিটিয়ে দেই। উপজেলা কৃষি অফিস থেকে বি-স্ট্রং প্রকল্পের আওতায় একটি প্রদর্শনীর মাধ্যমে প্রয়োজনীয় উপকরণ গ্রহণ করি। আগে যেখানে জমি চাষ, মই দেওয়া ও প্রস্তুুত করতে অতিরিক্ত সময় এবং খরচ হতো, সেখানে জিরো টিলেজ ব্যবহারে খরচ প্রায় ৩০৪০ শতাংশ পর্যন্ত কমছে। একই সঙ্গে মাটির আর্দ্রতা বজায় থাকায় সেচের প্রয়োজনও কম হচ্ছে। বিদ্যাকুট ইউনিয়নের কৃষক কুলসুম আক্তার জানান, আমি এই বছর প্রথমবারের মতো বিনা চাষে সরিষা আবাদ করতে উপসহকারী কৃষি কর্মকর্তা গৌতম ভৌমিকের মাধ্যমে উৎসাহ পাই। এখন মাঠের সবার জমির আগে আমার জমি দ্রুত পরিপক্ক হচ্ছে দেখে স্থানীয় অনেক কৃষক আগামীতে উৎসাহ পাচ্ছে। নবীনগর উপজেলায় চলতি মৌসুমে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী উপকরণ বিতরণ ছাড়াও উদ্ভুদ্ধকরণের মাধ্যমে প্রায় ২৫০ বিঘা জমিতে রোপা আমন ধান কর্তণের আগে রিলে পদ্ধতি এবং বিনা চাষে সরিষা আবাদ করা হয়েছে। উপজেলায় ডাল জাতীয় ফসলের মধ্যে মসুর ২৫ বিঘা, রসুন ১০ বিঘা, বাদাম ২৫ বিঘা জমিতে বিনা চাষে এবং স্বল্প চাষে আবাদ করা হয়েছে। নবীনগর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, জিরো টিলেজ বা বিনা চাষে আবাদ মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে মাটির জৈব পদার্থ বৃদ্ধি পায়, উপকারী অণুজীব সক্রিয় থাকে এবং মাটির ক্ষয় কম হয়। এছাড়া, কার্বন নিঃসরণ কম হওয়ায় এটি পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি হিসেবে বিবেচিত হচ্ছে। কৃষকদের সময় এবং অর্থ দুটিই সাশ্রয় হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে নবীনগরের বিভিন্ন ইউনিয়নে কৃষি বিভাগের তত্ত্বাবধানে প্রদর্শনী ল্লট স্থাপন করা হয়েছে। এসব প্লটে সরিষা, মসুর, খেসারি সহজভাবে এবং বাদাম নির্দিষ্ট শর্তে জিরো টিলেজ পদ্ধতিতে আবাদ করে আশাব্যঞ্জক ফলন পাওয়া যাবে। বর্তমানে মাঠের দৃশ্য দেখে অন্যান্য কৃষকরাও আগ্রহী হয়ে উঠছেন। সঠিক প্রশিক্ষণ, মানসম্মত যন্ত্রপাতি ও কৃষক সচেতনতা বাড়ালে নবীনগরে জিরো টিলেজ আবাদ আরও বিস্তত হবে। এতে উৎপাদন ব্যয় কমার পাশাপাশি কৃষকের লাভ বাড়বে এবং টেকসই কৃষি ব্যবস্থার দিকে এক ধাপ এগিয়ে যাবে অঞ্চলটি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ভোটার সচেতনতায় জেলা তথ্য অফিসের ‘ট্রাক সঙ্গী...
নিজস্ব প্রতিবেদকআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে...
দেশে না থেকেও আসামী হলেন ইংল্যান্ড প্রবাসী
নাজমুল করিম ফারুক, তিতাস কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি ও স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের মধ...
সৎ ও আল্লাহভীরু নেতৃত্ব ছাড়া ন্যায়ভিত্তিক বাংলাদেশ সম্ভব ন...
কাজী খোরশেদ আলমআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ...
নাঙ্গলকোটে পুকুর থেকে ৪ দিন পর অটোরিক্সা চালকের লাশ উদ্ধার
নাঙ্গলকোট প্রতিনিধিকুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় গ্রামের পূর্বপাড়ায় রাস্তার পাশে একটি পুকুর থেকে বৃহ...
নেতা নয় জনতার সাথে পরামর্শ করেই চলবে মুরাদনগর-কায়কোবাদ
মহিউদ্দিন আকাশনেতাদের কথায় নয় এ মুরাদনগরের জনগণের সাথে পরামর্শ করেই মুরাদনগর পরিচালনা করা হবে। এখানে...
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কুমিল্লা ও চাঁদপুর...
মাহফুজ নান্টুআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন ক...