প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Dec 2025, 10:23 PM
তৃণমূলের মতামতের ভিত্তিতে সদর আসনে প্রার্থী দেওয়ার অনুরোধ হাজী ইয়াছিনের
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় বিএনপির শীর্ষ ও তৃণমূল পর্যায়ের নেতাদের উপস্থিতিতে আয়োজিত এক সভায় দলকে সংগঠিত ও শক্তিশালী রাখতে কুমিল্লা সদর আসনে প্রার্থী দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছেন হাজী ইয়াছিন। তিনি বলেন, কুমিল্লা সদর আসন বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা।
শুক্রবার (২৫শে ডিসেম্বর) বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন করায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও কুমিল্লা-৬ সদর আসনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা বিএনবির সভাপতি রেজাউল কাইয়ুম, কুমিল্লা মহানগর বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক আতাউর রহমান ছুটি শহীদুল্লাহ রতন, মাহবুবুর রহমান দুলাল, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সদস্য মজিবুর রহমান কামাল, রিয়াজ খান রাজু, মনির হোসেন পারভেজ,কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি হাজী আনোয়ারুল হক, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ মেরাজ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান, কুমিল্লা জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, কুমিল্লা মহানগর কৃষকদলের সভাপতি কাজী শাহিনুর, সাধারণ সম্পাদক ইকরাম হোসেন তাজ,কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, কুমিল্লা জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান, কুমিল্লা মহানগর জাসাস সভাপতি মনজুরুল আলম মঞ্জু, মহানগর তাতী দলের আহ্বায়ক রেজাউল, সদস্য সচিব নবী উল্লা নবী, কুমিল্লা মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,আদর্শ সদর উপজেলার সাবেক সভাপতি আমিনুল ইসলাম, আদর্শ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক,সদর দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সায়েব মজুমদার,সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কিবরিয়া জুয়েল, আদর্শ সদর উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান শামীম সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাহমুদুল হাসান মামুন,আরও বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক,বিভিন্ন ইউনিয়নের সভাপতি,সাধারণ সম্পাদক।
সভায় উপস্থিত বিএনপির বিভিন্ন স্তরের নেতারা তাদের বক্তব্যে বলেন, কুমিল্লা সদর রাজনৈতিকভাবে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় এখানে ভুল সিদ্ধান্ত দলের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই ত্যাগী, জনপ্রিয় ও সাংগঠনিকভাবে গ্রহণযোগ্য কাউকে প্রার্থী করার বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
বক্তারা আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে কুমিল্লার মতো গুরুত্বপূর্ণ আসনে সুস্পষ্ট সিদ্ধান্ত জরুরি। নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, তারেক রহমান মাঠের বাস্তবতা বিবেচনায় নিয়ে কুমিল্লা সদর আসনের বিষয়ে সময়োপযোগী সিদ্ধান্ত নেবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ভোটার সচেতনতায় জেলা তথ্য অফিসের ‘ট্রাক সঙ্গী...
নিজস্ব প্রতিবেদকআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে...
দেশে না থেকেও আসামী হলেন ইংল্যান্ড প্রবাসী
নাজমুল করিম ফারুক, তিতাস কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি ও স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের মধ...
সৎ ও আল্লাহভীরু নেতৃত্ব ছাড়া ন্যায়ভিত্তিক বাংলাদেশ সম্ভব ন...
কাজী খোরশেদ আলমআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ...
নাঙ্গলকোটে পুকুর থেকে ৪ দিন পর অটোরিক্সা চালকের লাশ উদ্ধার
নাঙ্গলকোট প্রতিনিধিকুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় গ্রামের পূর্বপাড়ায় রাস্তার পাশে একটি পুকুর থেকে বৃহ...
নেতা নয় জনতার সাথে পরামর্শ করেই চলবে মুরাদনগর-কায়কোবাদ
মহিউদ্দিন আকাশনেতাদের কথায় নয় এ মুরাদনগরের জনগণের সাথে পরামর্শ করেই মুরাদনগর পরিচালনা করা হবে। এখানে...
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কুমিল্লা ও চাঁদপুর...
মাহফুজ নান্টুআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন ক...