প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Dec 2025, 10:16 PM
কুমিল্লা ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ পরিণত হয়েছে পরিত্যক্ত স্থাপনায়
আয়েশা আক্তার
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকায় অবস্থিত কুমিল্লা ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সোসাইটি দীর্ঘ প্রায় দুই দশক ধরে বন্ধ পড়ে থাকায় চরম অবহেলা ও লুটপাটের শিকার হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। একসময় কর্মসংস্থান ও শিল্প উৎপাদনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি এখন পরিণত হয়েছে পরিত্যক্ত স্থাপনায়। ব্যবহারের অভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি ও অবকাঠামো।
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) এর প্রতিষ্ঠাতা, কুমিল্লা পদ্ধতির জনক, সমবায় সমিতি, মৃৎ শিল্পসহ অসংখ্য প্রতিষ্ঠানের কারিগড় আখতার হামিদ খানের আরো একটি সৃষ্টি "দি কুমিল্লা ইন্ডাষ্ট্রিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড" বন্ধের দু'দশক অতিক্রান্ত হলো। এঅবস্থায় এই কারখানায় থাকা মূল্যবান যন্ত্রাপাতি একদিকে ব্যবহারের অনুপযোগী হচ্ছে, পাশাপাশি দরজা-জানালা ভেঙ্গে অনেক যন্ত্রপাতি এরই মাঝে চুরি হয়ে গেছে। প্রতি বছর সভা, মিটিং হলেও কার্যত প্রতিষ্ঠানটি আলোর মুখ দেখছে না।
কুমিল্লার চীজ, পনির, মাখন, ক্রীম একদা সারাদেশে এক নামেই পরিচিত ছিল। জনশ্রুতি আছে, স্বাধীনতার আগে, কিংবা পরে বিমান বাংলাদেশ, হোটেল শেরাটন (সাবেক ইন্টার কন্টিনেন্টাল), সোনারগাও, চট্টগ্রামের আগ্রাবাদ হোটেল ছাড়াও রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে খাদ্য তালিকায় এসব পণ্য ছিল ব্র্যান্ড। প্রয়াত স্বপ্ন দ্রষ্টা মরহুম ড. আখতার হামিদ খান ১৯৬৮ সালের ২৭ জুলাই কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকায় এই প্রতিষ্টানটি চালু করেন। এর অধীনে প্রতিদিন জেলার বিভিন্ন খামারিদের কাছ থেকে বিপুল পরিমান দুধ ক্রয় করা হতো। এগুলো প্যাকেটজাত করাছাড়াও দুধ থেকে উৎপাদিত ক্রীম প্রক্রিয়াজাত করণ, মাখন, চীজ বা বাটারসহ দধি উৎপাদন ও স্থানীয়সহ সারাদেশে বাজারজাত করা হতো। ২০০৫ সালে সর্বশেষ মার্কেটিং ডট কম নামের একটি প্রতিষ্ঠান দি কুমিল্লা ইন্ডাষ্ট্রিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সাথে এখানকার উৎপাদিত পণ্য বাজারজাতকরণে চুক্তিবদ্ধ হয়। প্রথম ৬ মাস সুনামের সাথে বাজারজাত করলেও অল্পকিছুদিনের মধ্যেই উৎপাদনে ভাটা পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, তৎকালীন ব্যবস্থাপক, পরিচালনা পরিষদ ও প্ল্যান্টের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কিছু অসাদু ব্যক্তির অনিয়ম, অর্থ আত্মসাৎ এর কারণে উৎপাদিত স্বনামধন্য পণ্যগুলোর গুনগতমান কমতে থাকে। এতে ক্রেতারা মুখ ফেরাতে শুরু করে। বাজারে বিক্রয় কমে যায়। এক সময় ক্রেতারা পণ্য ফেরত দেওয়া শুরু করে। এভাবেই ২০০৫ সালের মাঝামাঝি প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়।
এরপর বিগত ২০ বছরে প্রতিষ্ঠানটি আর আলোর মুখ দেখেনি। পরবর্তীতে কারখানার ভিতর থাকা ক্রীম সেপারেটর, বাটার চার্মিং, চাঁজ পচেজ, দুধ প্যাকেজিং এর মূল্যবান মেশিনগুলো নষ্ট হতে থাকে। এই সুযোগে প্রতিষ্ঠানটির ভিতরে থাকা মূল্যবান বৈদ্যুতিক, পানি, ক্রীম সেপারেটর, ওয়াটার সাপ্লাই মোটর, এয়ার কম্প্রেসার, ডিপফ্রিজ রুমের কম্প্রেসার, বৈদ্যুতিক তার প্যানেল বোর্ড দরজা, জানালা কেটে চুরি করে নিয়ে যায়। সর্বশেষ গত ১৭ আগষ্ট রাতের কোন এক সময় প্রতিষ্ঠানটির একটি আড়াই হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন পানির ট্যাঙ্ক, আড়াই ইঞ্চি ব্যাসার্ধের ১'শ ফুট লোহার পানির পাইপ নিয়ে গেছে। প্রতিষ্ঠানটিতে চালু অবস্থায় একজন ম্যানেজারসহ ১৯জন কর্মকর্তা-কর্মচারী চাকুরীরত ছিল।
এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলন পরবর্তী অক্টোবরে স্থানীয় কিছু সন্ত্রাসীরা রাতের আধারে প্রতিষ্ঠানটির অফিস স্টোর রুম ভেঙ্গে মুল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। বিষয়টি জানতে চাইলে বর্তমান ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক শহীদ উল্লাহ জানান, বিগত সময়ে চুরি, লুটপাটের ঘটনায় কোতয়ালী থানায় মামলাসহ কুমিল্লা সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ করলেও এ পর্যন্ত কোন অগ্রগতি না থাকায় হতাশ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ভোটার সচেতনতায় জেলা তথ্য অফিসের ‘ট্রাক সঙ্গী...
নিজস্ব প্রতিবেদকআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে...
দেশে না থেকেও আসামী হলেন ইংল্যান্ড প্রবাসী
নাজমুল করিম ফারুক, তিতাস কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি ও স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের মধ...
সৎ ও আল্লাহভীরু নেতৃত্ব ছাড়া ন্যায়ভিত্তিক বাংলাদেশ সম্ভব ন...
কাজী খোরশেদ আলমআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ...
নাঙ্গলকোটে পুকুর থেকে ৪ দিন পর অটোরিক্সা চালকের লাশ উদ্ধার
নাঙ্গলকোট প্রতিনিধিকুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় গ্রামের পূর্বপাড়ায় রাস্তার পাশে একটি পুকুর থেকে বৃহ...
নেতা নয় জনতার সাথে পরামর্শ করেই চলবে মুরাদনগর-কায়কোবাদ
মহিউদ্দিন আকাশনেতাদের কথায় নয় এ মুরাদনগরের জনগণের সাথে পরামর্শ করেই মুরাদনগর পরিচালনা করা হবে। এখানে...
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কুমিল্লা ও চাঁদপুর...
মাহফুজ নান্টুআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন ক...