প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Dec 2025, 10:41 PM
আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে নেত্রীর সুস্থতা কামনায় দোয়া করি-মনিরুল হক চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুমিল্লায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে নগরীর টাউনহল মাঠে কুমিল্লা-০৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর উদ্যোগে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এ দোয়া সম্পন্ন হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের সভাপতিত্বে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলার দরিবটগ্রাম মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা নুরুল হক।
মোনাজাত পূর্ববর্তী বক্তব্য মনিরুল হক চৌধুরী বলেন, এই মুহুর্তে, দেশের স্বার্থে, জনগনের স্বার্থে তারেক রহমানের পাশে বেগম জিয়াকে প্রয়োজন। ২০১৮ সালের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বেগম জিয়াকে প্রস্তাব দেন, আপনি এবার বিরোধী দল হিসেবে অংশ নিলে আপনার এবং তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলা তুলে নেওয়া হবে। তখন তিনি বলেছিলেন, আপনি নিরপেক্ষ নির্বাচন করেন, জনগন ই ঠিক করে দিবে আমি বিরোধী ফল হবো নাকি প্রধানমন্ত্রী হবো।
তিনি বলেন, আসুন আমরা আজ ঐক্যবদ্ধ হয়ে নেত্রীর সুস্থতা কামনায় দোয়া করি। এই দোয়া কবুলের সময়ে আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আল্লাহ যেন নেত্রীকে আমাদের মাঝে সুস্থ করে ফিরিয়ে দেয়। দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির। মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, সাবেক প্যানেল মেয়র হাজী আবদুস সালাম মাসুক।
উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, তরিকুল ইসলাম সূজন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সাল উর রহমান পাভেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবরক সভাপতি নাদিমুর রহমান শিশির, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফায়াজ রশিদ পিমু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক (১) আতিক সেলিম রুবেল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, খলিলুর রহমান মজুমদার, কাজী মাহবুবুর রহমান, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, বিএনপি নেতা মোস্তফা কামাল, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদর দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নুর মোহাম্মদ মজুমদার প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
স্বাধীনতার শত্রুরা ফের ‘মাথাচাড়া’ দিতে চায়: ফখরুল
একাত্তরে যারা বাংলাদেশই চায়নি, তারাই এখন ‘মাথাচাড়া’ দিতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির...
ভোটের ওপর নির্ভর করছে সবার ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোটকে ‘বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত’ হ...
চান্দিনার আঞ্চলিক সড়কে দুর্নীতির ছাপ সংস্কার কাজ শেষ না হতে...
সোহেল রানা, চান্দিনাকুমিল্লার চান্দিনা উপজেলার আঞ্চলিক সড়কগুলোর বেহাল চিত্র বহু বছরের। উপজেলার প্রধা...
কুমিল্লায় র্যাবের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার
নিজস্ব প্রতিবেদকঅপরাধ দমনের পাশাপাশি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও জাতীয় সার্থে আইন-শৃঙ...
রোটারি ক্লাব অব চৌদ্দগ্রামের পালাবদল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকরোটারি ক্লাব অব চৌদ্দগ্রামের পালাবদল শনিবার রাতে কুমিল্লাস্থ একটি রেস্টুরেন্টের হল র...
বুড়িচংয়ে ব্রিজের পাটাতন ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক আটক, যান...
নিজস্ব প্রতিবেদক, বুড়িচংকুমিল্লার বুড়িচং উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক ব্রিজের পাটাতন ভেঙে আটকে পড়...