প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Nov 2025, 11:32 PM
চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদের নির্বাচনী সভা ও বিভিন্ন স্থানে গণসংযোগ
চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ গণঅধিকার পরিষদের নির্বাচনী সভা ও উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই মজুমদার মার্কেটে অবস্থিত চিলেকোঠা ক্যাফে এন্ড রেস্টুরেন্ট হলরুমে এ উপলক্ষে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চৌদ্দগ্রাম উপজেলা যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের গণঅধিকার মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী কে. এম. ফরিদ আমিন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চৌদ্দগ্রাম উপজেলা যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের গণঅধিকার মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী কে. এম. ফরিদ আমিন বলেন, বৈষম্যহীন গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকমুক্ত নিরাপদ চৌদ্দগ্রাম বিনির্মাণে গণঅধিকারে যোগ দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা আর পেশী শক্তিকে না বলুন। ছোট দল বড় দল বলে এদেশে কিছুই নেই। জনগণের কল্যাণে যারা কাজ করবে তারাই প্রকৃত বড় দল। আধুনিক ও উন্নত চৌদ্দগ্রাম গড়তে জাতীয় নেতা ভিপি নুরুল হক নূরের প্রতীক ট্রাক মার্কায় রায় দিয়ে গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থীর হাতকে শক্তিশালী করুন। আমি কথা দিচ্ছি, চৌদ্দগ্রামের প্রতিটি সাধারণ মানুষের পাশে সবসময় থাকবো ইনশাআল্লাহ।
চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি এম এইচ তামজিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ডি মুজিব এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহবায়ত মিজানুর রহমান মানিক, শুভপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি মো. রেজাউল করিম রিপন, ঘোলপাশা ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি মো. মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো. সরোয়ার আলম মোল্লা, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. রিয়াদ হোসেন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. শরীফুল হক, উপজেলা গণঅধিকার পরিষদ নেতা মো. জিয়াউর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ নেতা মো. জালাল মজুমদার, মো. জাকির হোসেন মজুমদার, মো. রিপন, মো. আলী আহমেদ, সারিজ মজুমদার, মো. কাজল সহ চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গণঅধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার ও ছাত্র অধিকার পরিষদের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ
এফএনএস বিদেশভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচ...
রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বিভ...
এফএনএস বিদেশতীব্র শীতের মধ্যে গতকাল মঙ্গলবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। র...
লালমাইয়ে বাস-ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে নিহত-১ আহত অর্ধশ...
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাস ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে ট্রাক্টর চালক জসীম উদ্দিন...
মুরাদনগরে পুলিশের অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদকুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছ...
অবৈধভাবে মাটি উত্তোলন ৫০ হাজার টাকা জরিমানা আদায়
মোঃ জাহাঙ্গীর আলম, বরুড়াকুমিল্লার বরুড়ায় অবৈধ ভাবে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা...
তিতাসে শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার প্রধান আসামী গ্রেফতার
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় মূল আসামী জামাল সিকদারকে গ্রেফত...