প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 25 Oct 2025, 8:50 PM
রোহিত-কোহলির ব্যাটে ভারতের সান্ত্বনার জয়
প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল ভারতের। গতকাল শনিবার নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে সিডনিতে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ভারত। শেষ ম্যাচে রোহিত শর্মার সেঞ্চুরি ও বিরাট কোহলির ব্যাটে দাপুটে এক জয় পেয়েছে ভারত। যা তাদের জন্য সিরিজ হারের পর স্বান্ত্বনা হিসেবে কাজ করবে। অস্ট্রেলিয়া আগে ব্যাট করতে নেমে ভালো শুরুর পরও ৪৬.৪ ওভারে ২৩৬ রানে অলআউট হয়। জবাবে রোহিত, কোহলি ও গিলের ব্যাটে ৩৮.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। রান তাড়া করতে নেমে রোহিত ও গিল উদ্বোধনী জুটিতে ৬৯ রান তোলেন ১০.১ ওভারে। এরপর গিল ফিরেন ব্যক্তিগত ২৪ রানে। উইকেটের পেছনে ক্যারির হাতে তাকে তালুবন্দি করান জশ হ্যাজডলউড। সেখান থেকে রোহিত ও কোহলি অবিচ্ছিন্ন ১৬৮ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। রোহিত ১২৫ বলে ১৩টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ১২১ রানের ইনিংস খেলেন। যা ওয়ানডেতে তার ৩৩তম সেঞ্চুরি এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫০তম। এই সেঞ্চুরির মাধ্যমে পঞ্চাশটি সেঞ্চুরি করা এলিট ব্যাটসম্যানদের তালিকায় দশ নম্বর হিসেবে প্রবেশ করেন তিনি। কোহলি ৮১ বলে ৭টি চারে অপরাজিত থাকেন ৭৪ রানে। তার আগে অস্ট্রেলিয়ার ইনিংসে ম্যাট রেনশো কেবল ফিফটি করতে পারেন। তিনি ২ চারে করেন ৫৬ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন মিচেল মার্শ। এছাড়া ম্যাথিউ শর্ট ৩০, ট্র্যাভিস হেড ২৯, আলেক্স ক্যারি ২৪ ও কুপার কনোলি করেন ২৩ রান। বল হাতে ভারতের হরষিত রানা ৮.৪ ওভারে ৩৯ রানে ৪টি উইকেট নেন। ওয়াশিংটন সুন্দর ১০ ওভারে ৪৪ রানে নেন ২টি উইকেট। শেষ ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করে ম্যাচসেরা হন রোহিত। শুধু তাই নয়, মোট ২০২ রান করে সিরিজ সেরাও হন তিনি। ২৯ তারিখ থেকে শুরু হবে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মনোনয়ন বঞ্চনায় কুমিল্লা দঃ জেলা বিএনপির তৃণমূলে ক্ষোভ ও বি...
আয়েশা আক্তারকুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর তৃণমূল পর্যায়ে ক্ষোভে ফুঁসছে...
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মো. সফ...
কাজী খোরশেদ আলমবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহবায়ক ও নির্বাহী সদস্য মো. স...
হেমন্ত প্রবাহমান নবান্নের হাতছানি
মোঃ জাহাঙ্গীর আলম, বরুড়াআজ ২০-শে কার্তিক বাংলা ঋতু চক্রের অন্যতম হলো "হেমন্ত" কার্তিক ও&...
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৩ তম অ্যাকাডেম...
আবুল কালাম আজাদকুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৩ তম অ্...
মনোনয়ন বঞ্চিত হাজী ইয়াছিনের নেতাকর্মীদের নগরী জুড়ে বিক্ষোভ
মাহফুজ নান্টুকুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির সহস্রাধ...
হোমনায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, হাসপাতালে ভর্তি আটজন
মো. আবুল বাসার সরকারকুমিল্লার হোমনায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গত এক মাসে আগের মাস ও বছরের তুলনায় সর্বা...