প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Oct 2025, 9:24 AM
দুই পক্ষের দ্বন্দ্বে দ্বিধাবিভক্ত মুসল্লীরা, পুরাতন মসজিদ বনাম নতুন মসজিদ নির্মাণে উত্তেজনা এবং আদালতে মামলা
সুজন মজুমদার ||
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের ভাতেশ্বর দক্ষিণ পাড়া দরগা বাড়ী জামে মসজিদ কমিটির নেতৃত্ব ও আর্থিক বিষয়ে এলোমেলো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ মসজিদটি ১৯৮১ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠা করেন হযরত আবেদ শাহ (রহ.) এর মাজারের খাদেম সেকান্দর আলী দরবেশ। বহু বছর ধরে স্বাভাবিকভাবে নামাজ, ইবাদত ও ধর্মীয় কার্যক্রম চললেও সম্প্রতি মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ কমিটির নেতৃত্ব ও আর্থিক বিষয় নিয়ে দুই বাড়ির মুসল্লীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একদল মুসল্লী মূল মসজিদ ছেড়ে চলে গিয়ে ভাতেশ্বর ফোরকানিয়া মাদ্রাসার জায়গায় নতুন মসজিদ নির্মাণ শুরু করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়।
এ বিষয়ে ভাতেশ্বর দক্ষিণ পাড়া দরগা বাড়ী জামে মসজিদের মুসল্লী ও মামলার বাদী আব্দুর রব বলেন, “মসজিদের সভাপতি ও সম্পাদক আর্থিকভাবে স্বচ্ছল হওয়ায় তারা একচ্ছত্র প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এতে সাধারণ মুসল্লীদের সঙ্গে মতবিরোধ দেখা দেয়। পরে তারা ফোরকানিয়া মাদ্রাসার দুটি টিনসেট ঘর ভেঙে জোর জবরদস্তি করে সেখানে নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়। এ ঘটনায় তিনি কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
অন্যদিকে, নতুন মসজিদ নির্মাণকারী পক্ষের প্রতিনিধি দুলাল মেম্বার বলেন, “আমরা কোনো ঝামেলা চাই না। তাই এলাকাবাসীর সুবিধার্থে এবং মুসল্লীদের বাড়তি জায়গার প্রয়োজন বিবেচনায় আমরা নতুন মসজিদ নির্মাণ শুরু করেছি।” আল্লাহ বলেছেন, যেখানে আল্লাহ হুকুম থাকবে সেখানে নামাজের সেজদা জায়গা হবে। সে হিসেবে আল্লাহ হুকুম আছে এখানে নামাজের জায়গায় এবং মাদ্রাসার তৈরি করতেছি।
স্থানীয় কয়েকজন মুসল্লী বলেন, “দুই পক্ষই মুসল্লী, উভয়ের উচিত আলোচনার মাধ্যমে সমাধানে আসা। এভাবে মসজিদ নিয়ে বিভাজন ইসলাম ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।” মাদ্রাসার নামে ওয়াকফ থাকায় এবং মসজিদের নামে ওয়াকফ না থাকায় সেখানে জুম্মা মসজিদ চালু করায় ও ঝগড়া ফ্যাসাদের কারণে মসজিদ নির্মাণ করা শরীয়ত সম্মত কিনা এ বিষয়ে এলাকাবাসীর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ।
সরেজমিনে গেলে দেখা যায়, আধিপত্য ও নেতৃত্বের প্রশ্নে দুই পক্ষের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে। এলাকায় শান্তি বজায় রাখতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মনোনয়ন বঞ্চনায় কুমিল্লা দঃ জেলা বিএনপির তৃণমূলে ক্ষোভ ও বি...
আয়েশা আক্তারকুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর তৃণমূল পর্যায়ে ক্ষোভে ফুঁসছে...
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মো. সফ...
কাজী খোরশেদ আলমবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহবায়ক ও নির্বাহী সদস্য মো. স...
হেমন্ত প্রবাহমান নবান্নের হাতছানি
মোঃ জাহাঙ্গীর আলম, বরুড়াআজ ২০-শে কার্তিক বাংলা ঋতু চক্রের অন্যতম হলো "হেমন্ত" কার্তিক ও&...
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৩ তম অ্যাকাডেম...
আবুল কালাম আজাদকুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৩ তম অ্...
মনোনয়ন বঞ্চিত হাজী ইয়াছিনের নেতাকর্মীদের নগরী জুড়ে বিক্ষোভ
মাহফুজ নান্টুকুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির সহস্রাধ...
হোমনায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, হাসপাতালে ভর্তি আটজন
মো. আবুল বাসার সরকারকুমিল্লার হোমনায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গত এক মাসে আগের মাস ও বছরের তুলনায় সর্বা...