
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2025, 12:02 PM

শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হলেন সাবিনা আফরোজ

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী ও ইন্টেরিয়র ডিজাইনার সাবিনা আফরোজ। গত বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।
নতুন সভাপতি সাবিনা আফরোজ রবিবার (২০ জুলাই) বিকেলে আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজে আসলে গভর্নিং বডির অন্যান্য সদস্যগন ও শিক্ষকদের পক্ষে থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ক্যাপ্টেন মেরিন জিয়াউল হাসান মাহমুদ, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য ও শিদলাই নাজনীন হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য ও এগারগ্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, শিক্ষক প্রতিনিধি মো. আনিছুল হক, মো. সাইফুল ইসলাম ও মোসা. কুহিনূর আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।
সভাপতি নির্বাচিত হওয়ায় সাবিনা আফরোজ বলেন, এই কলেজ আমার পরিবারের গর্বের একটি অংশ। কলেজটির প্রতিষ্ঠায় আমার শ্বশুর এডভোকেট আমীর হোসেনের যে স্বপ্ন ও ত্যাগ জড়িয়ে আছে, তা বাস্তবায়নে ভূমিকা রাখার সুযোগ পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি। একজন শিক্ষানুরাগী হিসেবে আমি সবসময়ই বিশ্বাস করি—শিক্ষা কেবল ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একজন মানুষের সামগ্রিক বিকাশের মূল ভিত্তি।
আমি চাই এই কলেজটি একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হোক। একাডেমিক মানোন্নয়নের পাশাপাশি একটি সুশৃঙ্খল, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ার পরিবেশ তৈরি করাই হবে আমার অগ্রাধিকার।
তিনি আরও বলেন, কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আমরা কাজ করবো। আশা করি সবার সহযোগিতায় শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজ আগামী দিনে আরও উজ্জ্বল অধ্যায়ে প্রবেশ করবে।
জানা গেছে, সাবিনা আফরোজ পূর্বে কলেজটির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কলেজের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের সংগঠক এডভোকেট আমীর হোসেন এবং কুমিল্লার ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আর কিউ কানিজে জোবেদার পুত্র মেরিন ক্যাপ্টেন জিয়াউল হাসান মাহমুদের সহধর্মিণী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

নবীনগরে বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়া...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের আদালত পুকুরের পূর্ব পাড়ে অবস্থিত বউসাজ বিউ...

শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় কুবি শিক্ষক
ওবায়দুল্লাহ, কুবি প্রতিনিধিবিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর এক তালিকায় ¯’ান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ...

লালমাইয়ে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদকলালমাই উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযো...

‘অর্ন্তর্বতী সরকাররে আমলইে কুমল্লিা বভিাগ প্রতষ্ঠিা সম্ভব’
“কুমল্লিা নামইে বভিাগ—দাবি নয়, এটি অধকিার” এই স্লোগানকে সামনে রখেে ঢাকায় জাতীয় প্রসেক্লাবে আয়োজতি এক...

বাঞ্ছারামপুরে একদিনে ৭২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ফয়সল আহমেদ খানবাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা জরিমানাসহ আবাসিক ও বানিজ্যকি মিলিয়প...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক, প্লেন থেকে নে...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিদেশি নাগরিকদের মধ্যে। বিশেষ করে ভারতীয় স...
