প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Jan 2026, 10:56 AM
প্রশাসনের নিরব ভূমিকায় মরিয়া চক্র তিতাসে গোমতীর পাড় ও কৃষিজমি কেটে মাটি বিক্রির মহোৎসব
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়নে গোমতী নদীর পাড় ও আশপাশের একাধিক কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের নজরধারীর অভাবে মরিয়া হয়ে উঠেছে একটি প্রভাবশালী চক্র। তবে স্থানীয় সাংবাদিকদের তৎপরতায় অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি মেসার্স এমএমআর ব্রিকস্ ফিল্ড এর কাছে গোমতী নদীর পাড়ঘেষা সরকারি খাস জমি থেকে মাটি উত্তোলন করে নিয়ে গেছে। মাটি কাটার ভেকু (এক্সকাভেটর) দেখা গেলেও সেখানে কেউ ছিল না। অপরদিকে, একই ইউনিয়নের জগতপুর গ্রাম সংলগ্ন মেসার্স ন্যাশনাল ব্রিকস্ ম্যানুফ্যাকচার এর পাশ থেকে গোমতী নদীর পাড় কেটে মাটি অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখানে একাধিক ভেকু (এক্সকাভেটর) দিয়ে ট্রাক্টর ট্রলিতে করে মাটি নিয়ে যেতে দেখা যায়।
এ সময় নাম না প্রকাশ করার শর্তে ঐ এলাকার একাধিক ব্যক্তি জানান, নদীর পাড় ও ফসলি জমি থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে ট্রাকে করে সরিয়ে নেওয়া হচ্ছে। এতে একদিকে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে গোমতী নদীর পাড় দুর্বল হয়ে পড়ছে। ভারী যান চলাচলের কারণে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ধুলাবালির কারণে জনদুর্ভোগ বাড়ছে। অনেক জমিতে স্বাভাবিক ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও জমি চাষের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাদের অভিযোগ প্রশাসন এ ব্যাপারে কোন দৃশ্যমান প্রদক্ষেপ না নেওয়ায় সরকারি জমির মাটি কেটে একটি মহল লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
রবিবার দুপুর ১টায় এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনার কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি, “আমাকে লোকেশন দিয়ে যান। আমি খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।” বলে অফিস থেকে বের হয়ে যান। পরবর্তীতে উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, এসিল্যান্ড দড়িকান্দি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উক্ত অভিযানে ভেকু চালক ঢাকার ডেমরার হাসন আলীর ছেলে আব্দুল মান্নান ও একই এলাকার আনোয়ার মিয়ার ছেলে মো. মামুনকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
পুনরায় এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনার কাছে জানতে চাইলে তিনি বলেন, রবিবার বিকালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দড়িকান্দি এলাকায় ভেকু চালকদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে উক্ত স্থান থেকে তাৎক্ষণিক ভেকু সরিয়ে নেওয়া হয়েছে। এধরনের অভিযান চলমান থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ভোটার সচেতনতায় জেলা তথ্য অফিসের ‘ট্রাক সঙ্গী...
নিজস্ব প্রতিবেদকআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে...
দেশে না থেকেও আসামী হলেন ইংল্যান্ড প্রবাসী
নাজমুল করিম ফারুক, তিতাস কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি ও স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের মধ...
সৎ ও আল্লাহভীরু নেতৃত্ব ছাড়া ন্যায়ভিত্তিক বাংলাদেশ সম্ভব ন...
কাজী খোরশেদ আলমআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ...
নাঙ্গলকোটে পুকুর থেকে ৪ দিন পর অটোরিক্সা চালকের লাশ উদ্ধার
নাঙ্গলকোট প্রতিনিধিকুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় গ্রামের পূর্বপাড়ায় রাস্তার পাশে একটি পুকুর থেকে বৃহ...
নেতা নয় জনতার সাথে পরামর্শ করেই চলবে মুরাদনগর-কায়কোবাদ
মহিউদ্দিন আকাশনেতাদের কথায় নয় এ মুরাদনগরের জনগণের সাথে পরামর্শ করেই মুরাদনগর পরিচালনা করা হবে। এখানে...
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কুমিল্লা ও চাঁদপুর...
মাহফুজ নান্টুআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন ক...