প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jan 2026, 10:06 PM
ব্রাহ্মণপাড়ায় সরিষা ফুলের হলুদ হাসি ছড়িয়ে পড়েছে ফসলী মাঠ জুড়ে
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ মাঠের কোথাও কোথাও এবার সরিষা ফুলের হলুদ হাসি ছড়িয়ে পড়েছে। শীতের সকালে সূর্যের আলো যখন কোমলভাবে জমির বুকে ছুঁয়ে যায় তখন সরিষা ক্ষেতগুলো যেন আরও রঙিন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সরিষা ফুলের হলুদ ঝলমলে সৌন্দর্য ফসলি মাঠকে যেন নতুন করে সাজিয়ে তুলেছে। প্রকৃতির এই অপূর্ব রূপে সেজে উঠেছে ফসলি মাঠ। প্রকৃতির এই অপার সৌন্দর্যে সব বয়সী মানুষের মন জুড়িয়ে যাচ্ছে। সরিষা ফুলের হলুদ হাসি এতটাই মনমুগ্ধকর যে চোখ ফেরানো দায়।
কৃষকরাও সরিষার এমন সবুজ-হলুদ শোভা দেখে উচ্ছ্বসিত। কৃষকরা বলছেন, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় চাষাবাদ ভালো হয়েছে এবং এবার ফুলের পরিমাণও বেশি। সরিষায় ভালো ফলনের স্বপ্ন দেখছেন তারা।
কৃষকরা জানান, সরিষা উৎপাদনে সময় কম লাগে। সরিষা চাষে ব্যয়ও অনেক কম। শ্রমিক খরচও তেমন নেই বললেই চলে। বাজারেও সরিষার তেলের দাম আশানুরূপ। এজন্য এই ফসলটি উৎপাদন বেশ লাভজনক। ফলে অনেক কৃষকই এখন সরিষা আবাদে উৎসাহী হয়ে উঠছেন। উপজেলা কৃষি বিভাগ বলছে, এই উপজেলায় রবি মৌসুমের ফসল সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ, বীজ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়াও সরিষার ভালো ফলনের লক্ষ্যে প্রান্তিক কৃষকদের নানা রকম পরামর্শ দেওয়া হচ্ছে। এ বছর সরিষার উৎপাদন অন্যান্য বছরের তুলনায় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
কৃষক আমির হোসেন বলেন, আগেভাগে আমন ধান রোপণ করেছিলাম। পাকা ধান কেটে জমিতে সরিষার বীজ বুনেছিলাম। সরিষা ক্ষেতে এখন ফুল ফুটেছে। এসব ফুলের সৌন্দর্যে ফসলি মাঠ রঙিন হয়ে উঠেছে। আশা করছি যেভাবে ফুল ফুটেছে এবার সরিষার ভালো ফলন পাবো।
আনিছ মিয়া নামে এক কৃষক বলেন, একসময় আমাদের অঞ্চলে অনেক কৃষকই সরিষা চাষ করতেন। ইরিধান আবাদের সুযোগ হওয়ায় অনেক কৃষকই এখন আর সরিষা আবাদ করছেন না। এই ফসল কম সময়ে ঘরে তোলা যায়। ফসল উৎপাদনে খরচও কম। তবে প্রতিবছরই এই উপজেলায় সরিষার আবাদ বাড়ছে। ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, সরিষা বাংলাদেশের একটি অন্যতম তেল জাতীয় ফসল। আবহাওয়া অনূকূলে থাকায় এ উপজেলার কৃষকরা যথাসময়ে সরিষা আবাদ শুরু করতে পেরছেন। সরিষার তেল ও খৈলের ব্যাপক চাহিদা থাকায় এবছর সরিষার আবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দলের না, আমরা দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই
কুমিল্লায় নির্বাচনী সভায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমানআয়েশা আক্তারবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা....
মুরাদনগরের কৃষকদের মুখে হাসি ফুটালেন সাবেক মন্ত্রী কায়কোবা...
মহিউদ্দিন আকাশসেচের পানির তীব্র সংকটে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বইদ্দার বিলের প্রায় ৪০০ একর কৃষিজমি...
তিতাসের সাড়ে তিন কিলোমিটার রাস্তার বেহাল দশা, ঝুঁকি নিয়ে চ...
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজার থেকে মুরাদনগরের জাহাপুর...
কুমিল্লা মডার্ণ হাই স্কুল বিতর্ক ক্লাবের বিতর্ক উৎসব অনু...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা মডার্ণ হাই স্কুল বিতর্ক ক্লাবের আয়োজনে বিতর্ক উৎসব উপলক্ষ্যে বিতর্ক প্রতিযো...
ছাত্র জনতার বিপ্লবে প্রধানমন্ত্রী থেকে বায়তুল মোকাররমের খত...
মাঈন উদ্দিন দুলাল ৩৬ জুলাই ছাত্র-জনতার মাধ্যমে দেশে একটি বিপ্লব সংঘটিত হয়েছে, একটি মৌলিক দাবির...
একটি দল মাথাল মার্কার গণজোয়ার দেখে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা...
ফয়সল আহমেদ খানব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নে বিএনপি জোট সমর্থিত সংসদ সদস্য প্...