প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Dec 2025, 9:28 PM
চৌদ্দগ্রামকে শান্তির জনপদ হিসেবে গড়তে দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দিন-কামরুল হুদা
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের বিএনপি দলীয় মনোনীত প্রার্থী, কুমিল্লা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মো. কামরুল হুদা বলেন, আমার নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া, আমার নেতা তারুন্যের অহংকার দেশনায়ক তারেক রহমান, আমার প্রতীক ধানের শীষ। কিš‘ চৌদ্দগ্রামে আমি সর্বদলীয় প্রার্থী হতে চাই। আমি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী না হয়ে আপনাদের সকলের প্রার্থী হতে চাই। সকলের দায়িত্ব নিতে চাই। সারা বাংলাদেশে যতগুলো উপজেলা রয়েছে, তারমধ্যে চৌদ্দগ্রাম হলো পথিক...ত উপজেলা। নির্বাচনের তফসিল ঘোষণা হলে সারা বাংলাদেশের ফোকাস থাকবে এ চৌদ্দগ্রামের দিকে। আমাকে মনোনীত করার পর গত সপ্তাহে ধানের শীষের পক্ষে একটি বিশাল শোডাউন করেছিলাম। আমি দেখেছি, সর্বদলীয় লোকেরা সেখানে উপ¯ি’ত হয়েছে এবং সেটার ব্যাপ্তি ছিল সাড়ে ১৩ কিলোমিটার দীর্ঘ। চৌদ্দগ্রামের ইতিহাসে এটা একটি ইতিহাস ও অনন্য নজির।
আপনারা একটি শাস্তির চৌদ্দগ্রাম চান? এমন মন্তব্য করে তিনি আরও বলেন, আমি চেষ্টা করে যা”িছ। আমাদের দক্ষিণ চৌদ্দগ্রামে যে সন্ত্রাস, আমাদের চৌদ্দগ্রামের সাথে সেটা যায় না। চৌদ্দগ্রাম এমন একটি উপজেলা এখানে শিক্ষিত লোক, ব্যবসায়ী ও ব্যাংকারের সংখ্যা বেশি। আপনারা সমন্বিতভাবে একটি শান্তির চৌদ্দগ্রাম গড়ার প্রত্যয়ে যদি কাজ করেন, অবশ্যই ধানের শীষকে ভোট দিবেন। আপনারা যদি একতাবদ্ধ হোন, আপনাদেরকে হারানোর ক্ষমতা কারো নেই। গত বুধবার রাতে চট্টগ্রাম¯’ চৌদ্দগ্রামবাসীর আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে কামরুল হুদা আরও বলেন, আমরা শুনেছি দক্ষিণ চৌদ্দগ্রামে নিয়ে যাবে। আমরা কি ‘নিয়ে যাওয়ার’ জন্য আন্দোলন করেছিলাম? গত ১৭ বছর যে নির্বাচন হয়েছে, সেসব নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। ‘নিয়ে যাবে’ এটা কোন ধরনের শব্দ? এটার জন্য তো দেশনায়ক তারেক রহমান এ আন্দোলনের সময় মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেননি! জনগণ যাতে ভোট দিতে পারে, সেজন্যই তিনি কাজ করেছেন। সবাই যদি দায়িত্ব নেন, তাহলে চৌদ্দগ্রাম হবে একটি শান্তির চৌদ্দগ্রাম। চৌদ্দগ্রামকে শান্তির জনপদ হিসেবে গড়তে দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দিন। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
চট্টগ্রাম¯’ চৌদ্দগ্রাম কমিউনিটির আয়োজনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাব ও আটাব চট্টগ্রাম জোনের সাবেক চেয়ারম্যান, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম।
অধ্যক্ষ আবদুর রব সোহেল ও মাইনুল আহসানের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব কাজী নাসিমুল ইসলাম, এপিপি কাজী কামরুন নেছা, এডভোকেট জান্নাতুল স্বরলিপি, ব্যবসায়ী মোহাম্মদ আবু জাফর, কুমিল্লা জেলা সমিতির সভাপতি গোলাম মহিউদ্দিন বাবুল, ব্যবসায়ী জাহাঙ্গীর মজুমদার, মুক্তিযোদ্ধা আবদুর রব, অবসরপ্রাপ্ত এএসপি মমতাজ উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহআলম রাজু, চৌদ্দগ্রাম কমিউনিটি চট্টগ্রামের আহবায়ক আগা মাইনুল হক চৌধুরী রাসেল, কুমিল্লা জেলা সমিতির সেক্রেটারি কাজী জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মজুমদার, ড্যাব নেতা বেলায়েত হোসেন ঢালীসহ চট্টগ্রামে অব¯’ানরত বিভিন্ন পর্যায়ের নেত...বৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী নুরুল ইসলাম (শাহীন রেজা), সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী যুবরাজ, সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী পাটোয়ারী নুরু, চৌদ্দগ্রাম পৌর বিএনপি’র সহ-সভাপতি শরীফুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম ছুট্টু, চিওড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. হারুনুর রশিদ হারুন, শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. হুমায়ুন কবির, কনকাপৈত ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী মো. মহিন উদ্দিন নয়ন সহ চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, স্বে”ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত...বৃন্দ উপ¯ি’ত ছিলেন। আলোচনা ও মতবিনিময় সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু¯’তা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। আগামীর স্বপ্নের ও শান্তির চৌদ্দগ্রাম বিনির্মাণে চট্টগ্রাম¯’ চৌদ্দগ্রামবাসীর আয়োজনে এ মতবিনিময় সভায় অন্তত দুই সহস্রাধিক মানুষের উপ¯ি’তি মিলনমেলায় পরিণত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন হাদি আজ জানাজা সংসদ ভবনের দক্ষিণ...
এফএনএসসিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ কফিনবন্দি হয়ে...
হাদি হত্যার বিচারের দাবিতে দেবিদ্বারে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কুমিল্লার দ...
ব্রাহ্মণপাড়ায় শিশু শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে...
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষ...
দেবিদ্বারে বিদ্যুতের শর্ট সার্কিটে রিকশাচালকের বসতঘর পুড়...
বিশেষ প্রতিনিধিকুমিল্লা জেলার দেবিদ্বার থানার পৌর এলাকার সাইলচর গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে স...
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মনোহরগঞ্জে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদকবিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্...
ব্রাহ্মণপাড়ায় এস এ আর ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আলোচনা সভা
বিশেষ প্রতিনিধিবিশ্বমানের শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় সাহেবাবাদ ইউনিয়নে ট...