প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 21 Oct 2025, 10:56 AM
বিশ্বকাপ থেকে বিদায়, যা বললেন বাংলাদেশ অধিনায়ক
পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা চার হার। এর মধ্যে আবার দুই ম্যাচ জিততে জিততে হার। তবু নিগার সুলতানা জ্যোতিদের স্বপ্নের সেমিফাইনালে খেলার ক্ষীণ আশা টিকে ছিল। এজন্য গতকাল শ্রীলঙ্কা ও পরের ম্যাচে ভারতকে হারাতে হতো। দুটি ম্যাচ জিতলেই চলত না, এখানে রানরেটের ব্যাপার ছিল। এখন আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। শ্রীলঙ্কার কাছে ৭ রানে হেরে লিগ পর্ব খেলেই দেশে ফিরতে হবে নারী জাতীয় দলকে। শ্রীলঙ্কার কাছে এ হার সত্যিই অবিশ্বাস্য।
লঙ্কানদের দেওয়া ২০৩ রানের লক্ষ্য তাড়ায় শেষ ৫ ওভারে স্রেফ ২৭ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। হাতে তখনও ৭টি উইকেট। কিন্তু সেই ম্যাচও বাংলাদেশ ৭ রানে হেরেছে। শেষদিকে দলীয় খাতায় ১ রান যোগ করতেই হারিয়েছে ৫ উইকেট। নিশ্চিত জয়ের ম্যাচ অবিশ্বাস্য উপায়ে হারের পর বাংলাদেশ অধিনায়ক জ্যোতি শেষদিকে চাপ নিতে না পারার ব্যর্থতা স্বীকার করেছেন।
এর আগে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দ্রুত ৫ উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশের মেয়েরা। ইংল্যান্ড হিদার নাইটের বদৌলতে সেই জয় কেড়ে নেয়। আর প্রোটিয়াদের বিপক্ষে হাতের ক্যাচ ছেড়ে ম্যাচও ফসকে ফেলে টাইগ্রেসরা। ফলে শেষ ওভারে হার। তিনটি ম্যাচে তিরে গিয়ে তরী ডোবানোর কারণ জানিয়ে জ্যোতি বলেন, আমরা এমন ৩টি ম্যাচ হারলাম। এটি অবশ্যই হৃদয়বিদারক। কোনো কোনো মুহূর্তে, কোনো কোনো পরিস্থিতিতে আমরা নিজেদের পরিকল্পনায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আমরা নিয়মিত উইকেট হারিয়েছি, স্নায়ুর চাপ ধরে রাখতে পারিনি।
নিজেদের ব্যর্থতা সরলভাবেই স্বীকার করে বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, এই ধরনের রান তাড়ায় আমরা টিভিতে দেখেছি, অন্য দলগুলো ক্রিজে নিজেদের ধরে রেখেছে। কিন্তু আমরা সেটি পারিনি। আমরা এই চাপ নিতে পারিনি। আমাদের এটি নিয়ে ভাবতে হবে।
লক্ষ্য তাড়ায় ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জ্যোতি ও শারমিন সুপ্তা মিলে ৮২ রানের জুটি গড়েন। কিন্তু সুপ্তাকে মাঝপথে রিটায়ার্ট হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় পায়ের ক্র্যাম্প নিয়ে। সেখানেই মোমেন্টাম বদলায় বলে ধারণা জ্যোতির, যেভাবে ব্যাটিং করছিলাম, শুরু থেকেই এটি আমাদের ম্যাচ ছিল। আমি আর সুপ্তা খুব ভালো ব্যাট করছিলাম। সে যখন ক্র্যাম্পের কারণে বাইরে চলে গেল, মোমেন্টামও কিছুটা বদলে গেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জামায়াতের আলোচনার প্রস্তাব, যা বললেন বিএনপির মহাসচিব
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে বৃহস্পতিবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফ...
জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় ভারতীয় বাহিনীর গুলিতে ‘২ সন্ত্রাস...
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে সেনা...
নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে কাঁদলেন ইয়াছিন
মাহফুজ নান্টুকুমিল্লা টাউন হলে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদে...
আসুন দলের নির্দেশনা মেনে ঐক্যের রাজনীতি করি-মনিরুল হক চৌধু...
নিজস্ব প্রতিবেদকতারেক রহমানের হাতে দেশ কখনো পথ হারাবে না। তাঁর বিবিসি বাংলার সাক্ষাৎকার প্রমান করে ত...
সিপাহি-জনতার বিপ্লব দেশপ্রেমের এক অনন্য নজির-মুন্সী
মোঃ আক্তার হোসেনকুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক চারবারের এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুর...
তিতাসে ধানক্ষেতে পাখির আক্রমণ বৃদ্ধি ফসল রক্ষায় কৃষকদের জাল...
নাজমুল করিম ফারুকআউশ-বোনা আমন ধান পাকা শুরুর সাথে সাথে কুমিল্লার তিতাস উপজেলায় ধানক্ষেতে বাবুই বা বা...