
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Sep 2025, 8:00 AM

ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, ৭জন আহত

মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে হেফাজতে নেয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মনোহরপুর ও অলুয়া এলাকার কয়েকজন কিশোরের মধ্যে ‘সিনিয়র-জুনিয়র’ বিষয় নিয়ে প্রায় এক সপ্তাহ আগে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে সোমবার বিকেলে মনোহরপুরের কয়েকজন কিশোর অলুয়া চৌমুহনী এলাকায় এসে স্থানীয় কয়েকজন কিশোরের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন।
আহতদের মধ্যে পাঁচজনকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। গুরুতর আহত সুজন মিয়াকে (২২) উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে তিনজনকে ছেড়ে দেওয়া হয় এবং আতিকুর রহমান নামের একজনকে পুলিশ হেফাজতে নেয়।
আহতদের মধ্যে রয়েছেন অলুয়া গ্রামের সুজন মিয়া (২২), রাকিব (১৮), আবুল হোসেন (২০), মোবারক হোসেন (১৮) এবং মনোহরপুর গ্রামের আতিকুর রহমান (২০), মাসুদ (২০) ও রাকিব (২২)।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অরূপ সিংহ বলেন, মোট পাঁচজন কিশোর এখানে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। একজনকে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে এবং একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ক...
দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টা...
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারি...
নিউইয়র্কে তীব্র উত্তেজনা
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গতকাল নিউইয়র্ক পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প...

কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার সবুজ এলাকা জরিপের ফলাফল যাচা...
গতকাল কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার জলাধার ও সবুজ এলাকা জরিপের ফলাফল যাচাই কর্মশালায় সিটি কর্পোরেশ...

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার এলডিপির দুই নেতাকে দল থেকে বহিষ...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় ঠিকাদারের কাছ থেকে চাঁদা দাবির অ...

দুটি মিশুকই ছলি জীবকিার শষে আশ্রয়, এখন কস্তিরি বোঝায় দশিহোরা...
সোহলে রানা :জীবকিার একমাত্র অবলম্বন ছলি দুইটি ব্যাটারি চালতি মশিুক। তাও ছলি এনজওি ঋণরে টাকায় কনো। কন...
