প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jan 2026, 12:03 AM
নির্বাচন ঘনিয়ে আসায় কুমিল্লার পুঁজিবাজারে সক্রিয় হচ্ছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা
মনির হোসেন
দীর্ঘ পতনের বৃত্ত থেকে বের হয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে দেশের পুঁজিবাজারে। ফলে গত দুই কার্যদিবস সূচক ও লেনদেনের উত্থানে সুদিন ফেরার প্রত্যাশায় সক্রিয় হচ্ছে কুমিল্লার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। মুলত দীর্ঘদিনের অনিশ্চয়তা ও আতঙ্ক কাটিয়ে পুঁজিবাজারে লেনদেনের গতি ফিরতে শুরু করছে। ফলে সাম্প্রতিক দিনগুলোতে বাজারে যে উত্থান দেখা যাচ্ছে, তা কেবল সূচকের সংখ্যায় সীমাবদ্ধ নয় বিনিয়োগকারীদের মনোভাবেও স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
কারণ সামনে জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতিগত পরিবর্তনের সম্ভাবনা ঘিরে বাজারে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। যার ফলে নিস্কিয় থাকা প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীদের একটি অংশ বাজারে সক্রিয় হয়েছেন। ফলে প্রতিদিনই অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লেনদেনের পরিমাণ। যার ফলে বাজারের এই উত্থানকে স্বাভাবিক ভাবে দেখছেন বাজার বিশ্লেষকরা।
এদিকে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তেমনি ডিএসইতে দীর্ঘ চার মাসের মধ্যে সব্বোর্চ লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন ঘনিয়ে আসায় বাজারের প্রতি আস্থা বাড়তে শুরু করছে বিনিয়োগকারীদের।
কারণ টানা দরপতনে অধিকাংশ শেয়ার বিনিয়োগ উপযোগী অবস্থায় রয়েছে। ফলে সামগ্রিকভাবে বাজারের গতি ইতিবাচক এতে কুমিল্লার বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। আগামী দিনে পুঁজিবাজারের গতি আরও বাড়তে পারে এবং লেনদেনে কুমিল্লার বিনিয়োগকারীদের অংশগ্রহণও বৃদ্ধি পাবে বলে তারা মনে করেন। কারণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে বাজার আরও গতিশীল হবে। এ অবস্থায় ভালো মৌল ভিত্তির শেয়ারে বিনিয়োগ করলে ভবিষ্যতে প্রত্যাশিত মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মত দিয়েছেন তারা।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৪০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৭৬ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৯ টির, দর কমেছে ৮৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৯ টির। ডিএসইতে ৬৯৩ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২০১ কোটি ৪০ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৯২ কোটি ৫৪ লাখ টাকার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ভোটার সচেতনতায় জেলা তথ্য অফিসের ‘ট্রাক সঙ্গী...
নিজস্ব প্রতিবেদকআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে...
দেশে না থেকেও আসামী হলেন ইংল্যান্ড প্রবাসী
নাজমুল করিম ফারুক, তিতাস কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি ও স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের মধ...
সৎ ও আল্লাহভীরু নেতৃত্ব ছাড়া ন্যায়ভিত্তিক বাংলাদেশ সম্ভব ন...
কাজী খোরশেদ আলমআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ...
নাঙ্গলকোটে পুকুর থেকে ৪ দিন পর অটোরিক্সা চালকের লাশ উদ্ধার
নাঙ্গলকোট প্রতিনিধিকুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় গ্রামের পূর্বপাড়ায় রাস্তার পাশে একটি পুকুর থেকে বৃহ...
নেতা নয় জনতার সাথে পরামর্শ করেই চলবে মুরাদনগর-কায়কোবাদ
মহিউদ্দিন আকাশনেতাদের কথায় নয় এ মুরাদনগরের জনগণের সাথে পরামর্শ করেই মুরাদনগর পরিচালনা করা হবে। এখানে...
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কুমিল্লা ও চাঁদপুর...
মাহফুজ নান্টুআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন ক...