প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jan 2026, 12:13 AM
কুবিতে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন সম্পন্ন
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন শেষ হয়েছে। দেশ ও বিদেশের প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলনে মোট ১৮৫টি গবেষণার সারসংক্ষেপ (অ্যাবস্ট্রাক্ট) উপ¯’াপন করা হয়। বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস’ শীর্ষক এই সম্মেলন ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয়। শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টায় বিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের পর্দা নামে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং দেশ-বিদেশ থেকে আগত গবেষকেরা উপ¯ি’ত ছিলেন।
আয়োজকেরা জানান, সম্মেলনের প্রথম দিনে ১৪টি ভেন্যুতে ৬টি কী-নোট সেশন, ১৩টি টেকনিক্যাল সেশন এবং একটি পোস্টার সেশন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে ৯টি ভেন্যুতে ৪টি কী-নোট সেশন এবং ৯টি টেকনিক্যাল সেশন আয়োজন করা হয়।
সম্মেলনের জন্য মোট ২৭০টি অ্যাবস্ট্রাক্ট জমা পড়ে। এর মধ্যে বাছাই শেষে ১৮৪টি অ্যাবস্ট্রাক্ট উপ¯’াপনের জন্য নির্বাচিত হয়। নির্বাচিত অ্যাবস্ট্রাক্টগুলোর মধ্যে ১৪০টি মৌখিক প্রেজেন্টেশন এবং ৩৫টি পোস্টার প্রেজেন্টেশন উপ¯’াপন করা হয়। এ ছাড়া ১৩টি পূর্ণাঙ্গ গবেষণাপত্র উপ¯’াপন এবং দুটি প্লেনারি টক অনুষ্ঠিত হয়।
দেশ-বিদেশের প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৬৩০ জন গবেষক ও শিক্ষার্থী সম্মেলনে অংশ নেন। উপ¯’াপিত গবেষণাগুলোর মধ্য থেকে ২৬টি প্রেজেন্টেশনকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলন একটি অর্থবহ ও ফলপ্রসূ একাডেমিক পরিবেশ সৃষ্টি করেছে। সুপরিকল্পিত আয়োজন, একাডেমিক নিষ্ঠা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, কী-নোট বক্ত...তা, প্লেনারি, পোস্টার ও গবেষণাপত্র উপ¯’াপনের মাধ্যমে গবেষণার গুণগত মান বৃদ্ধিতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন গবেষণার দিগন্ত উন্মোচন করেছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক সহযোগিতার সুযোগ তৈরি করেছে।
সম্মেলনের সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ বলেন, দুই দিনব্যাপী এই সম্মেলনে বিভিন্ন শাখার মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা ও উদ্ভাবন নিয়ে অর্থবহ আলোচনা হয়েছে। অংশগ্রহণকারীদের প্রেজেন্টেশনের মান ও আগ্রহ ছিল অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। এই সম্মেলন থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যৎ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দলের না, আমরা দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই
কুমিল্লায় নির্বাচনী সভায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমানআয়েশা আক্তারবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা....
মুরাদনগরের কৃষকদের মুখে হাসি ফুটালেন সাবেক মন্ত্রী কায়কোবা...
মহিউদ্দিন আকাশসেচের পানির তীব্র সংকটে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বইদ্দার বিলের প্রায় ৪০০ একর কৃষিজমি...
তিতাসের সাড়ে তিন কিলোমিটার রাস্তার বেহাল দশা, ঝুঁকি নিয়ে চ...
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজার থেকে মুরাদনগরের জাহাপুর...
কুমিল্লা মডার্ণ হাই স্কুল বিতর্ক ক্লাবের বিতর্ক উৎসব অনু...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা মডার্ণ হাই স্কুল বিতর্ক ক্লাবের আয়োজনে বিতর্ক উৎসব উপলক্ষ্যে বিতর্ক প্রতিযো...
ছাত্র জনতার বিপ্লবে প্রধানমন্ত্রী থেকে বায়তুল মোকাররমের খত...
মাঈন উদ্দিন দুলাল ৩৬ জুলাই ছাত্র-জনতার মাধ্যমে দেশে একটি বিপ্লব সংঘটিত হয়েছে, একটি মৌলিক দাবির...
একটি দল মাথাল মার্কার গণজোয়ার দেখে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা...
ফয়সল আহমেদ খানব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নে বিএনপি জোট সমর্থিত সংসদ সদস্য প্...