প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Nov 2025, 10:45 AM
ব্রাহ্মণপাড়ায় মোশাররফ কলেজের উদ্যোগে অধ্যাপক ইউনুস এমপি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. ইউনুস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক ও মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি বদরুল হাসান লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ইডেন মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আফজাল হোসেন, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. শাহীন আক্তার, আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জামাল উদ্দিন এবং ধান্যদৌল আবদুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল খায়ের।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মো. কবির আহমেদ, মানস কুমার রায়, আব্দুল্লাহ আল মামুন, হুমায়ুন কবির, প্রভাষক শরিফ মোহাম্মদ রেজা, বশির আহাম্মদ, মমিনুল হক ভূইয়া, নেসার আহমেদ, মারজিয়া সুলতানা, মোস্তাক আহমেদ, সুমন রানা, শহিদুল ইসলাম, লিপি সরকার, আকতার আখন্দ, মাহবুবুর রহমান, আয়শা নূর, মরিয়ম বিবি মলি, ফারজানা মুন্নী, দিপা আক্তারসহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।
প্রথম দিনের খেলায় কলেজের মানবিক বিভাগ প্রথম বর্ষ ফুটবল একাদশ ও মানবিক বিভাগ দ্বিতীয় বর্ষ একাদশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। খেলায় ১ু০ গোলে দ্বিতীয় বর্ষ দল বিজয় লাভ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বদরুল হাসান লিটন বলেন, আমার পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. ইউনুস এই জনপদের চারবারের সংসদ সদস্য ছিলেন। বুড়িচংুব্রাহ্মণপাড়ার মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করেছেন। এজন্য জনগণ তাঁকে বারবার নির্বাচিত করেছেন। মানুষ আজও তাঁকে স্মরণ করে—এটাই আমাদের পরিবারের জন্য বড় গর্ব। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত খেলাধুলা করলে মন-মানসিকতা ভালো থাকে, দলগত চেতনা বৃদ্ধি পায় এবং শারীরিক-মানসিক বিকাশ আরও সুদৃঢ় হয়। এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও ইতিবাচক মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কবি নজরুলের পাশে চির নিদ্রায় শায়িত হাদি
রূপসী বাংলা ডেস্কলাখো মানুষের অশ্রুসিক্ত জানাজার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের...
ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসঙ্ঘ ম...
এফএনএসইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসঙ্ঘের মহাসচিব আন্তো...
বিএনপি নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় আনতে ঐক্যের আহ্বান এলডিপি...
সোহেল রানা, চান্দিনালিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্...
বার্ডে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি২০ ডিসেম্বর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে “গভর্ণ্যান্স ইন ডিজিটাল এরা ফর পিস এন্ড...
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পাঁচ সদস্যের কমিটি ঘোষণা
আয়েশা আক্তারকুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক কাঠামোকে আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্যে একটি ৫ স...
কুমিল্লায় হাদির গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন হাতে ন্য...
নিজস্ব প্রতিবেদককুমিল্লাতেও শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ-সমাবেশ ও...