প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Nov 2025, 10:10 AM
নাঙ্গলকোটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার নাঙ্গলকোটে বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ীর পুকুরের পানিতে ডুবে আরিয়ান এবং সাদিয়া নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আরিয়ান উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হাফেজ বাড়ীর প্রবাসী আহসান হাবীরের ছেলে এবং সাদিয়া একই বাড়ীর প্রবাসী সালাহ উদ্দিনের মেয়ে। নিহত দুইজনই আপন চাচাতো ভাই-বোন বলে জানা গেছে। দুপুরে তথ্যটি নিশ্চিত করেন নিহতদের চাচা মোসলেম মিয়া।নিহতদের পরিবার ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালেআরিয়ান ও সাদিয়ানিজবাড়ীর পাশেরপুকুরপাড়ে খেলাকরছিলো। হঠাৎ খেলারছলেপুুকুরেপড়েগিয়েডুবেযায়। পরিবারেরলোকজনদীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজিকরতে থাকে। পরেপাশেরবাড়িরআলমগীর হোসেনের স্ত্রী প্রতিবেশিফারজানাবেগমপুকুরেরউত্তরপাড়দিয়েযাওয়ারসময় দুইশিশুকেপানিতেভাসতেদেখে চিৎকারদিয়েউঠেন। চিৎকারশুনেবাড়িরলোকজনদ্রুত তাদেরকেউদ্ধারকরেচৌদ্দগ্রামউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেনিয়েগেলেহাসপাতালেরকর্তব্যরতচিকিৎসকতাদেরকেমৃতঘোষণাকরেন। এদিকে পানিতেডুবে দুইশিশুরমৃত্যুর খবর এলাকায়ছড়িয়েপড়লেনিহতদেরপরিবারসহসমগ্রএলাকায় শোকেরছায়া নেমেআসে।পরিবারেবইছে শোকেরমাতম।স্বজনদেরগগনবিদারীকান্নায়যেনআকাশবাতাসভারিহয়ে উঠেছে।
নিহতদেরচাচামোসলেমমিয়াবলেন, খেলারছলেহঠাৎকরে দুইশিশুপানিতেপড়েকিছুক্ষণ পর ভেসে উঠে। প্রতিবেশি এক নারীতাদেরকেপুকুরেভাসতে দেখে। পরেআমরাতাদেরকেউদ্ধারকরেচৌদ্দগ্রামউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেনিয়েআসলেকর্তব্যরতচিকিৎসকতাদেরকেমৃতঘোষণাকরেন।
এ বিষয়েবিভিন্নসামাজিকসংগঠনের নেতৃবৃন্দ সহসচেতনমহলজানান, কম বয়সীশিশুদেরযত্নেমায়েদেরআরোবেশিসতর্ক হতেহবে। বিশেষকরেপুকুরপাড়েতাদেরকে কোনো অবস্থাতেই খেলতেদেয়া যাবেনা। কারণ, ইতোপূর্বে খেলারছলেপুকুরেরপানিতেডুবেঅসংখ্য শিশুরমর্মান্তিকমৃত্যুহয়েছে। সুতরাং, আমাদেরকে ছোটশিশুদেরসার্বিকবিষয়েআরওসচেতনহতেহবেএবংসজাগদৃষ্টিরাখতেহবে।
চৌদ্দগ্রামউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরজরুরিবিভাগেরচিকিৎসকরবিউলহাসানজানান, নাঙ্গলকোট উপজেলারপানিতেডুবেযাওয়াদুইশিশুকেহাসপাতালেআনাহয়েছিল। হাসপাতালেআনারপূর্বেইতাদেরমৃত্যু হয়েছে। আইনীপ্রক্রিয়া শেষে স্বজনরানিহতশিশুদেরলাশনিয়ে গেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মনোনয়ন সংগ্রহ করে নির্বাচনের মাঠে সক্রিয় মনিরুল হক সাক্কু
আয়েশা আক্তারকুমিল্লা-৬ সদর আসনে মনোনয়ন সংগ্রহ করে আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এসেছেন কুসিকের সাবেক...
নির্বাচন নিয়ে যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় আইন শৃঙ্খলাবাহিনীকে...
আয়েশা আক্তারকুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়...
কুমিল্লা-১০ আসনে বিএনপি'র মনোনয়ন সংগ্রহ করলেন সোহানা শিউলী
ফজলুল হক জয়আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার একমাত্র নারী প্রার্থী হিসেবে বি...
মুরাদনগরে মহিলা দল সভাপতির উপর মোটরসাইকেল উঠিয়ে দেয়ার অভিযোগ
মহিউদ্দিন আকাশকুমিল্লার মুরাদনগরের ধামঘর ইউনিয়নের পরমতলায় তারেক রহমান রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিত...
কৃষিকাজে বাড়তি আয়ের পথ করে নিয়েছেন ব্রাহ্মণপাড়ার নারীরা
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ার নারীরা ঘরের কাজের পাশাপাশি কৃষিকাজ করে আসছে বহুকাল ধরে। রব...
কুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজে বার্ষিক পরীক্ষার ফলা...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও...